রায়গঞ্জ উপজেলা
সিরাজগঞ্জ জেলার একটি উপজেলা
রায়গঞ্জ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।[১]
রায়গঞ্জ | |
---|---|
উপজেলা | |
![]() প্রতিক্রিয়াশীল মানচিত্রে রায়গঞ্জ উপজেলা | |
বাংলাদেশে রায়গঞ্জ উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩০′৯″ উত্তর ৮৯°৩১′৪৯″ পূর্ব / ২৪.৫০২৫০° উত্তর ৮৯.৫৩০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৬৭.৮৩ বর্গকিমি (১০৩.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৮৫,৪৪৫ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮৮ ৬১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন সম্পাদনা
রায়গঞ্জের উপজেলার উত্তরে বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা ও কামারখন্দ উপজেলা, পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা।
ইতিহাস সম্পাদনা
১৯৩৭ সালে রায়গঞ্জ থানা গঠিত হয় এবং ১৯৮৪ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।
প্রশাসনিক এলাকা সম্পাদনা
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
শিক্ষা সম্পাদনা
রায়গঞ্জে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হলো:
- সরকারী বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ, লক্ষীকোলা
- ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ
- হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ
- দেউলমুড়া এন আর টেকনিক্যাল ইন্সটিটিউট, হাট পাঙ্গাসী
- ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়
- হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়
- চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়
- রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
- রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়
- লায়লা মিজান স্কুল এন্ড কলেজ
- নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মেহমান শাহী উচ্চ বিদ্যালয়
- সলংগা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়
- সলংগা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
- শালিয়াগাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়
অর্থনীতি সম্পাদনা
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা
- অধ্যাপক ডাঃমোঃ আব্দুল আজিজ,রাজনীতিবিদ ও সংসদ সদস্য
- আবদুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য
- আবদুল হামিদ খান ভাসানী, রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী
- ইসহাক হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য
- মহাদেব সাহা, বাঙালি কবি
- শহীদুল জহির (১১ সেপ্টেম্বর ১৯৫৩ - ২৩ মার্চ ২০০৮) - বাংলাদেশি ঔপন্যাসিক, গল্পকার এবং সরকারি আমলা।[২]
উল্লেখযোগ্য স্থান সম্পাদনা
- রায়গঞ্জ সান্যাল জমিদার বাড়ির শিব দুর্গা মন্দির
- নিমগাছি ভোলা দেওয়ানের মাজার
- জয়সাগর দিঘী
- ধুবিল কাটার মহল জমিদার বাড়ি
- নয়াপুকুর
- করিতলা বাজার নিমগাছির প্রাণকেন্দ্র
- উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ (হেলিপ্যাড)
- সান্যাল জমিদার বাড়ি
- আটঘড়িয়া জমিদার বাড়ি[৩]
- বুরুজ জমিদার বাড়ি, ক্ষীরতলা, ধামাইনগর
- বিরাট রাজার বাড়ি
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ মোনায়েম খান (২০১২)। "বাংলাদেশ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা"। দৈনিক সমকাল। ২৬ আগস্ট ২০২২। ২৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২।
- ↑ "দর্শনীয় স্থান"। রায়গঞ্জ উপজেলা। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ সম্পাদনা
- বাংলাপিডিয়ায় রায়গঞ্জ উপজেলা
- রায়গঞ্জ উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন