রামু রেলওয়ে স্টেশন
রামু রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত একটি নির্মাণাধীন রেলওয়ে স্টেশন।[১][২]
রামু রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | রামু উপজেলা, কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | চট্টগ্রাম-কক্সবাজার লাইন |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
অন্য তথ্য | |
স্টেশন কোড | RAMU |
ইতিহাস | |
চালু | ২০২৩ |
ইতিহাস
সম্পাদনাট্রান্স-এশিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায় সরকার চট্টগ্রাম জেলার দোহাজারী থেকে রেললাইন বর্ধিত করে এই স্টেশন হয়ে উখিয়া বান্দরবান জেলার গুনধুম পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে।[৩] এই মহাপরিকল্পনার আওতায় রামু রেলওয়ে স্টেশন থেকে আরেকটি রেললাইন পর্যটন বিকাশে কক্সবাজার জেলা সদর পর্যন্ত নেওয়ার নেওয়া হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ramu Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮।
- ↑ থেকে, শামসুল হক শারেক, কক্সবাজার। "দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেললাইনের কাজ ৫০ কিমি দৃশ্যমান"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮।
- ↑ "দোহাজারি-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প"। কক্সবাজার জেলা। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।