রামু উপজেলা
রামু উপজেলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা।
রামু | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে রামু উপজেলা | |
স্থানাঙ্ক: ২১°২৬′২৪″ উত্তর ৯২°৭′১২″ পূর্ব / ২১.৪৪০০০° উত্তর ৯২.১২০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯০৮ |
সংসদীয় আসন | ২৯৬ কক্সবাজার-৩ |
সরকার | |
• সংসদ সদস্য | সাইমুম সরওয়ার কমল (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩৯১.৭১ বর্গকিমি (১৫১.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৬৬,৬৪০ |
• জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ২২ ৬৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনারামু উপজেলার আয়তন ৩৯১.৭১ বর্গ কিলোমিটার।[২] কক্সবাজার জেলার মধ্যাংশে ২১°১৭´ থেকে ২১°৩৬´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০০´ থেকে ৯২°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রামু উপজেলার অবস্থান। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা, দক্ষিণে উখিয়া উপজেলা ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা, পশ্চিমে কক্সবাজার সদর উপজেলা ও বঙ্গোপসাগর।
ইতিহাস ও নামকরণ
সম্পাদনাআরাকানের রাম রাজবংশের নামে এই এলাকার নামকরণ হয় বলে জনশ্রুতি আছে। মুঘলদের চট্টগ্রাম বিজয়কালে (১৬৬৬) রামুতে বুদ্ধের ১৩ ফুট উঁচু একটি ব্রোঞ্জমূর্তি পাওয়া যায়। এটিই বাংলাদেশে উদ্ধারকৃত সর্ববৃহৎ বুদ্ধমূর্তি। কথিত আছে, রামকোটে অপহৃতা সীতার সঙ্গে রামচন্দ্রের মিলন ঘটে এবং সেখানে একসময় সীতার ব্যবহৃত শিলপাটা রক্ষিত ছিল।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা১৯০৮ সালে রামু থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।[২] রামু উপজেলায় ১১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রামু উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রামু উপজেলার জনসংখ্যা ২,৬৬,৬৪০ জন। এর মধ্যে পুরুষ ১,৩৫,০০০ জন এবং মহিলা ১,৩১,৬৪০ জন।[১] মোট জনসংখ্যার ৯২% মুসলিম, ৪% হিন্দু, ৩% বৌদ্ধ এবং ১% অন্যান্য ধর্মাবলম্বী।[২]
শিক্ষা
সম্পাদনারামু উপজেলার সাক্ষরতার হার ৩৬.৬০%। এ উপজেলায় ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ২টি আলিম মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি দাখিল মাদ্রাসা, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৭৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
- শিক্ষা প্রতিষ্ঠান
স্বাস্থ্য
সম্পাদনারামু উপজেলায় ১টি সরকারি ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ২৮টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারামু উপজেলার প্রধান ২টি সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং আরাকান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনারামু উপজেলায় ৪৩৯টি মসজিদ, ১টি ঈদগাহ, ১৬টি মন্দির এবং ২৩টি বিহার রয়েছে।[১]
নদ-নদী
সম্পাদনারামু উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী।[২] এছাড়া উপজেলার দক্ষিণ-পশ্চিম সীমান্ত বঙ্গোপসাগর তীরবর্তী।
হাট-বাজার
সম্পাদনারামু উপজেলায় ৩২টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে রামু বাজার, কলঘর বাজার, কাউয়ারখোপ বাজার, পানেরছড়া বাজার, গর্জনিয়া বাজার, ঈদগড় বাজার, জোয়ারিয়ানালা বাজার এবং ফকিরহাট বাজার উল্লেখযোগ্য।[২]
দর্শনীয় স্থান
সম্পাদনা- রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার
- রামকোট তীর্থধাম
- ১০০ ফুট দীর্ঘ বৌদ্ধ বিহার বা ভাবনাকেন্দ্র (উত্তর মিঠাছড়ি, রামু)
- নারকেল বাগান
- লামারপাড়া কেয়াং
- চেরাংঘাটা বড় কেয়াং
- মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার
- রাবার বাগান
- হিমছড়ি
- ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাব (চেইন্দ্যা, দক্ষিণ মিঠাছড়ি)
- পানেরছড়া রাখাইনপল্লী (দক্ষিণ মিঠাছড়ি)[৪]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- সাইমুম সরওয়ার কমল – সংসদ সদস্য
- মোমিনুর রশিদ আমিন – রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- ওসমান সরওয়ার আলম চৌধুরী – সাবেক রাষ্টদূত ও শিক্ষাবিদ
- অধ্যাপক মোস্তাক আহমদ চৌধুরী – সাবেক রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক, রামু সরকারি কলেজ প্রতিষ্ঠাতা
জনপ্রতিনিধি
সম্পাদনা- সংসদীয় আসন
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৫] | সংসদ সদস্য[৬][৭][৮][৯][১০] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯৬ কক্সবাজার-৩ | কক্সবাজার সদর উপজেলা এবং রামু উপজেলা | সাইমুম সরওয়ার কমল | বাংলাদেশ আওয়ামী লীগ |
- উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান[১১] | সোহেল সরওয়ার কাজল |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "এক নজরে রামু উপজেলা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "ইউনিয়ন সমূহ - রামু উপজেলা - রামু উপজেলা"। www.ramu.coxsbazar.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "রামু উপাজেলার হোটেল আবাসন ও দর্শনীয় স্থানের তালিকা - রামু উপজেলা - রামু উপজেলা"। www.ramu.coxsbazar.gov.bd। ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "উপজেলা পরিষদ চেয়ারম্যান - রামু উপজেলা - রামু উপজেলা"। www.ramu.coxsbazar.gov.bd। ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।