ফতেখাঁরকূল ইউনিয়ন

কক্সবাজার জেলার রামু উপজেলার একটি ইউনিয়ন

ফতেখাঁরকূল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন

ফতেখাঁরকূল
ইউনিয়ন
৫নং ফতেখাঁরকূল ইউনিয়ন পরিষদ
ফতেখাঁরকূল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ফতেখাঁরকূল
ফতেখাঁরকূল
ফতেখাঁরকূল বাংলাদেশ-এ অবস্থিত
ফতেখাঁরকূল
ফতেখাঁরকূল
বাংলাদেশে ফতেখাঁরকূল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৪′৪৪″ উত্তর ৯২°৬′১৪″ পূর্ব / ২১.৪১২২২° উত্তর ৯২.১০৩৮৯° পূর্ব / 21.41222; 92.10389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলারামু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানফরিদুল আলম
আয়তন
 • মোট৯.৮৫ বর্গকিমি (৩.৮০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,৩০৪
 • জনঘনত্ব৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.০৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ফতেখাঁরকূল ইউনিয়নের আয়তন ২৪৩৫ একর (৯.৮৫ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফতেখাঁরকূল ইউনিয়নের লোকসংখ্যা ৩২,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,৫০৬ জন এবং মহিলা ১৫,৭৯৮ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রামু উপজেলার মধ্যাংশে ফতেখাঁরকূল ইউনিয়নের অবস্থান। রামু উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে চাকমারকূল ইউনিয়ন, উত্তরে জোয়ারিয়ানালা ইউনিয়ন, পূর্বে কাউয়ারখোপ ইউনিয়ন এবং দক্ষিণে রাজারকূল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ফতেখাঁরকূল ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড দ্বীপ ফতেখাঁরকূল
২নং ওয়ার্ড হাজারীকূল, লামারপাড়া
৩নং ওয়ার্ড খন্দকারপাড়া, সিকদারপাড়া
৪নং ওয়ার্ড মণ্ডলপাড়া
৫নং ওয়ার্ড হাইটুপি, শ্রীকূল, দ্বীপ শ্রীকূল
৬নং ওয়ার্ড পূর্ব মেরংলোয়া, উত্তর হাইটুপি
৭নং ওয়ার্ড মধ্যম মেরংলোয়া
৮নং ওয়ার্ড পশ্চিম মেরংলোয়া
৯নং ওয়ার্ড উত্তর ফতেখাঁরকূল

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

ফতেখাঁরকূল ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.০৩%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ

[]

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ফতেখাঁরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ফতেখাঁরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামু আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ফতেখাঁরকূল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

ফতেখাঁরকূল ইউনিয়নে ৫৭টি মসজিদ, ১১টি মন্দির ও ১৩টি বিহার রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

ফতেখাঁরকূল ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে ফারি খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

ফতেখাঁরকূল উপজেলার প্রধান হাট-বাজার হল রামু বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • লামার পাড়া বৌদ্ধ বিহার
  • রামু সীমা বিহার
  • সাদা চিং
  • লাল চিং
  • মৈত্রী বিহার
  • দং দীঘি

[]

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • ওসমান সরওয়ার আলম চৌধূরী; প্রাক্তন রাষ্ট্রদূত।
  • অধ্যাপক মোস্তাক আহমদ; প্রাক্তন অধ্যক্ষ, রামু ডিগ্রী কলেজ।
  • ফজল কবির কোম্পানি; দানবীর, শিক্ষানুরাগী

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: সিরাজুল ইসলাম ভূট্টো

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রামু উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  4. "কলেজ - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd 
  6. "মাদ্রাসা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd 
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=07[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "খাল ও নদী - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"fotekharkulup.coxsbazar.gov.bd 

বহিঃসংযোগ

সম্পাদনা