কক্সবাজার-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(কক্সবাজার-৩ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
কক্সবাজার-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৬নং আসন।
কক্সবাজার-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কক্সবাজার জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
সীমানা
সম্পাদনাকক্সবাজার-৩ আসনটি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলা, রামু উপজেলা ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সাইমুম সরওয়ার কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: কক্সবাজার-৩[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | লুৎফর রহমান কাজল | ১,২৬,৪৭৮ | ৪৫.৬ | -৪৬.৩ | |
আওয়ামী লীগ | সাইমুম সরওয়ার কমল | ৮৬,৫৩৬ | ৩১.২ | +২৪.৫ | |
স্বতন্ত্র | মোহাম্মদ সহীদুজ্জামান | ৬৩,০৬৮ | ২২.৮ | প্র/না | |
গণফোরাম | সাইফুল ইসলাম চৌধুরী | ৫৭৮ | ০.২ | প্র/না | |
ফ্রিডম পার্টি | সৈয়দ উল্লাহ আজাদ | ২৪৭ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | আর এ এম ইসমাইল ফারুক | ১৮৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,৯৪২ | ১৪.৪ | -৭০.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,৭৭,০৯২ | ৯৪.৪ | +৫১.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১লা অক্টোবর ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে বিএনপির প্রার্থী মারা যান। আসনটিতে ১ নভেম্বর পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। মোহাম্মদ শহীদুজ্জামান, মৃতের ছোট ভাই, তার জায়গায় দাড়ান।[৮][৯]
সাধারণ নির্বাচন ২০০১: কক্সবাজার-৩[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মোহাম্মদ শহীদুজ্জামান | ১,১৩,৮৯৫ | ৯১.৯ | +৪৮.৬ | |
আওয়ামী লীগ | মোস্তাক আহমদ চৌধুরী | ৮,৩১২ | ৬.৭ | -১৯.৩ | |
স্বতন্ত্র | লুৎফর রহমান কামাল | ৭৪৬ | ০.৬ | প্র/না | |
বিকেএসএমএ (সাদেক) | কৃষক মোঃ সাদেক | ৫৩৯ | ০.৪ | প্র/না | |
বাংলাদেশ মানবতাবাদী দল (বামদ) | ওমর ফারুক | ২৩৭ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | আমীর মোহাম্মদ বাচ্চু | ১৯০ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৫,৫৮৩ | ৮৫.২ | +৬৭.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,২৩,৯১৯ | ৪২.৬ | -৩২.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কক্সবাজার-৩[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মোহাম্মদ খালেকুজ্জামান | ৬৯,১১৯ | ৪৩.৩ | +১৪.০ | ||
আওয়ামী লীগ | মোস্তাক আহমেদ চৌধুরী | ৪১,৪০৫ | ২৬.০ | -৪.২ | ||
জামায়াতে ইসলামী | সালামত উল্লাহ | ৩০,৯০১ | ১৯.৪ | -৮.৯ | ||
জাতীয় পার্টি | নুরুল আব্দার | ১৩,১২৪ | ৮.২ | +৭.৫ | ||
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ মুসলেম | ৪,৫০৯ | ২.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | দিদারুল আলম চৌধুরী | ৩৯৩ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,৭১৪ | ১৭.৪ | +১৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৯,৪৫১ | ৭৪.৮ | +২১.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: কক্সবাজার-৩[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোস্তাক আহমেদ চৌধুরী | ৩২,১০৬ | ৩০.২ | |||
বিএনপি | মোহাম্মদ খালেকুজ্জামান | ৩১,১০৯ | ২৯.৩ | |||
জামায়াতে ইসলামী | সালামত উল্লাহ | ৩০,১৪১ | ২৮.৩ | |||
এনডিপি | শাহজাহান চৌধুরী | ৯,৯১৩ | ৯.৩ | |||
বাকশাল | নুরুল ইসলাম | ১,৬৮৬ | ১.৬ | |||
জাতীয় পার্টি | খোরশেদ আরা হক | ৭৭৬ | ০.৭ | |||
স্বতন্ত্র | হাফেজ আহমেদ | ২২২ | ০.২ | |||
স্বতন্ত্র | নুরুল হক | ২১০ | ০.২ | |||
স্বতন্ত্র | মনিরুল আলম চৌধুরী | ১৫৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯৯৭ | ০.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৬,৩২২ | ৫৩.০ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কক্সবাজার-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Bangladeshi Four-Party Alliance Wins 11 More Seats in Re-polling"। সিনহুয়া নিউজ এজেন্সি (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০০১।
Election to the Cox's Bazar-3 constituency, suspended due to the death of a candidate two days before the October 1 general election, has been rescheduled for November 1.
- ↑ মরিয়াতি, জেমস ফ্রান্সিস (২৩ ডিসেম্বর ২০০৮)। "Chittagong Candidates with Checkered Pasts Seek Redemption as Voters Remain Wary of Violence" (ইংরেজি ভাষায়)। উইকিলিকস। WikiLeaks cable: 08DHAKA1334_a। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কক্সবাজার-৩
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |