কক্সবাজার-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

কক্সবাজার-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৬নং আসন।

কক্সবাজার-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকক্সবাজার জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৪,৮৯,৬০০ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৬০,৫৯৯
  • নারী ভোটার: ২,২৯,০০১
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
বর্তমান সাংসদপদশূন্য

সীমানা

সম্পাদনা

কক্সবাজার-৩ আসনটি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলা, রামু উপজেলাঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ দিদারুল আলম চৌধুরী জাতীয় পার্টি[][]
১৯৯১ মোস্তাক আহমদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ মোহাম্মদ খালেকুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬
২০০১ মোহাম্মদ শহীদুজ্জামান
২০০৮ লুতফর রহমান কাজল
২০১৪ সাইমুম সরওয়ার কমল বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮
২০২৪

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সাইমুম সরওয়ার কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: কক্সবাজার-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি লুৎফর রহমান কাজল ১,২৬,৪৭৮ ৪৫.৬ -৪৬.৩
আওয়ামী লীগ সাইমুম সরওয়ার কমল ৮৬,৫৩৬ ৩১.২ +২৪.৫
স্বতন্ত্র মোহাম্মদ সহীদুজ্জামান ৬৩,০৬৮ ২২.৮ প্র/না
গণফোরাম সাইফুল ইসলাম চৌধুরী ৫৭৮ ০.২ প্র/না
ফ্রিডম পার্টি সৈয়দ উল্লাহ আজাদ ২৪৭ ০.১ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি আর এ এম ইসমাইল ফারুক ১৮৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৯,৯৪২ ১৪.৪ -৭০.৮
ভোটার উপস্থিতি ২,৭৭,০৯২ ৯৪.৪ +৫১.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১লা অক্টোবর ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে বিএনপির প্রার্থী মারা যান। আসনটিতে ১ নভেম্বর পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। মোহাম্মদ শহীদুজ্জামান, মৃতের ছোট ভাই, তার জায়গায় দাড়ান।[][]

সাধারণ নির্বাচন ২০০১: কক্সবাজার-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোহাম্মদ শহীদুজ্জামান ১,১৩,৮৯৫ ৯১.৯ +৪৮.৬
আওয়ামী লীগ মোস্তাক আহমদ চৌধুরী ৮,৩১২ ৬.৭ -১৯.৩
স্বতন্ত্র লুৎফর রহমান কামাল ৭৪৬ ০.৬ প্র/না
বিকেএসএমএ (সাদেক) কৃষক মোঃ সাদেক ৫৩৯ ০.৪ প্র/না
বাংলাদেশ মানবতাবাদী দল (বামদ) ওমর ফারুক ২৩৭ ০.২ প্র/না
স্বতন্ত্র আমীর মোহাম্মদ বাচ্চু ১৯০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,০৫,৫৮৩ ৮৫.২ +৬৭.৮
ভোটার উপস্থিতি ১,২৩,৯১৯ ৪২.৬ -৩২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কক্সবাজার-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোহাম্মদ খালেকুজ্জামান ৬৯,১১৯ ৪৩.৩ +১৪.০
আওয়ামী লীগ মোস্তাক আহমেদ চৌধুরী ৪১,৪০৫ ২৬.০ -৪.২
জামায়াতে ইসলামী সালামত উল্লাহ ৩০,৯০১ ১৯.৪ -৮.৯
জাতীয় পার্টি নুরুল আব্দার ১৩,১২৪ ৮.২ +৭.৫
ইসলামী ঐক্য জোট মোহাম্মদ মুসলেম ৪,৫০৯ ২.৮ প্র/না
স্বতন্ত্র দিদারুল আলম চৌধুরী ৩৯৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৭,৭১৪ ১৭.৪ +১৬.৫
ভোটার উপস্থিতি ১,৫৯,৪৫১ ৭৪.৮ +২১.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কক্সবাজার-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোস্তাক আহমেদ চৌধুরী ৩২,১০৬ ৩০.২
বিএনপি মোহাম্মদ খালেকুজ্জামান ৩১,১০৯ ২৯.৩
জামায়াতে ইসলামী সালামত উল্লাহ ৩০,১৪১ ২৮.৩
এনডিপি শাহজাহান চৌধুরী ৯,৯১৩ ৯.৩
বাকশাল নুরুল ইসলাম ১,৬৮৬ ১.৬
জাতীয় পার্টি খোরশেদ আরা হক ৭৭৬ ০.৭
স্বতন্ত্র হাফেজ আহমেদ ২২২ ০.২
স্বতন্ত্র নুরুল হক ২১০ ০.২
স্বতন্ত্র মনিরুল আলম চৌধুরী ১৫৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৯৯৭ ০.৯
ভোটার উপস্থিতি ১,০৬,৩২২ ৫৩.০
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কক্সবাজার-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Bangladeshi Four-Party Alliance Wins 11 More Seats in Re-polling"। সিনহুয়া নিউজ এজেন্সি (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০০১। Election to the Cox's Bazar-3 constituency, suspended due to the death of a candidate two days before the October 1 general election, has been rescheduled for November 1. 
  9. মরিয়াতি, জেমস ফ্রান্সিস (২৩ ডিসেম্বর ২০০৮)। "Chittagong Candidates with Checkered Pasts Seek Redemption as Voters Remain Wary of Violence" (ইংরেজি ভাষায়)। উইকিলিকসWikiLeaks cable: 08DHAKA1334_a। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা