মোহাম্মদ শহীদুজ্জামান
মোহাম্মদ শহীদুজ্জামান একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ, প্রকৌশলী ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
মোহাম্মদ শহীদুজ্জামান | |
---|---|
কক্সবাজার-৩ এর সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | মোহাম্মদ খালেকুজ্জামান |
উত্তরসূরী | লুৎফুর রহমান কাজল |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | মোহাম্মদ খালেকুজ্জামান (বড় ভাই) |
পিতামাতা | ফরিদ আহমদ রিজিয়া আহমদ |
প্রাথমিক ও পারিবারিক জীবন
সম্পাদনামোহাম্মদ শহীদুজ্জামান কক্সবাজারের রামুর রশিদনগরের মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফরিদ আহমদ ছিলেন তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। মাতা রিজিয়া আহমদ। তার বড় ভাই মোহাম্মদ খালেকুজ্জামান কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ছিলেন।
কর্মজীবন
সম্পাদনামোহাম্মদ শহীদুজ্জামান একজন প্রকৌশলী। ২৮ সেপ্টেম্বর ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে তৎকালীন চারদলীয় জোটের মনোনীত প্রার্থী তার বড় ভাই মোহাম্মদ খালেকুজ্জামান মৃত্যুবরণ করলে পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ার পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোহাম্মদ শহীদুজ্জামান, আসন নং: ২৯৬, কক্সবাজার-৩, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Rebel candidate clouds BNP's prospect"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।