মোহাম্মদ খালেকুজ্জামান
মোহাম্মদ খালেকুজ্জামান (মৃত্যুঃ ২৮ সেপ্টেম্বর ২০০১) বাংলাদেশের কক্সবাজার জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান | |
---|---|
কক্সবাজার-৩ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | মোস্তাক আহমদ চৌধুরী |
উত্তরসূরী | মোহাম্মদ শহীদুজ্জামান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | অজানা |
মৃত্যু | ২৮ সেপ্টেম্বর ২০০১ কক্সবাজার |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | মোহাম্মদ শহীদুজ্জামান (ছোট ভাই) |
পিতামাতা | ফরিদ আহমদ রিজিয়া আহমদ |
প্রাথমিক ও পারিবারিক জীবন
সম্পাদনামোহাম্মদ খালেকুজ্জামান কক্সবাজারের রামুর রশিদনগরের মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফরিদ আহমদ ছিলেন তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। মাতা রিজিয়া আহমদ। তার ছোট ভাই মোহাম্মদ শহীদুজ্জামান কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামোহাম্মদ খালেকুজ্জামান ছিলেন আইনজীবী। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।[৩]
মৃত্যু
সম্পাদনামোহাম্মদ খালেকুজ্জামান ২৮ সেপ্টেম্বর ২০০১ সালে নির্বাচনী জনসভার স্টেজে মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মোহাম্মদ খালেকুজ্জামান, আসন নং: ২৯৬, কক্সবাজার-৩, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০।
- ↑ "মোহাম্মদ খালেকুজ্জামান"। দৈনিক কক্সবাজার। ২৯ সেপ্টেম্বর ২০০১।