কাঞ্চননগর রেলওয়ে স্টেশন
কাঞ্চননগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২]
কাঞ্চননগর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯৩১ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাআসাম বেঙ্গল রেলওয়ে কম্পানি চট্টগ্রাম-ষোলশহর লাইন ১৯২৯ সালে, ষোলশহর-নাজিরহাট লাইন ১৯৩০ সালে, ষোলশহর-দোহাজারী লাইন ১৯৩১ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে।[৩] ষোলশহর দোহাজারী লাইনের স্টেশন হিসেবে কাঞ্চননগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনাকাঞ্চননগর রেলওয়ে স্টেশন দিয়ে ১১১/১১২/১১৩/১১৪ নং লোকাল ট্রেন চলাচল করে। কোন আন্তঃনগর ট্রেন চলাচল করে না।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কাঞ্চনাবাদে তেলবাহী ট্রেনের ২ বগি লাইনচ্যুত"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ Arjo, Suprity (২০২০-১০-১৮)। "কাঞ্চননগর রেল স্টেশনে অযত্নে পড়ে আছে তেলবাহী ওয়াগন"। দৈনিক পূর্বদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "অবশেষে চালু হল নতুন দুটি ট্রেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৭।