ষোলশহর জংশন রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
ষোলশহর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২][৩]
ষোলশহর জংশন রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | পাঁচলাইশ থানা চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯২৯ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাআসাম বেঙ্গল রেলওয়ে কম্পানি চট্টগ্রাম-ষোলশহর লাইন ১৯২৯ সালে, ষোলশহর-নাজিরহাট লাইন ১৯৩০ সালে, ষোলশহর- দোহাজারী লাইন ১৯৩১ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে।[৪] ষোলশহর থেকে দোহাজারী রেললাইন তৈরি হলে ষোলশহর জংশন স্টেশনে পরিণত হয়।
পরিষেবা
সম্পাদনাষোলশহর জংশন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাঁচলাইশ থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১।
- ↑ "ষোলশহর স্টেশনে ককটেল হামলায় পোশাক শ্রমিক আহত"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১।
- ↑ "চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশনে জুয়ার আসর"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
উইকিমিডিয়া কমন্সে ষোলশহর জংশন রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।