দোহাজারী রেলওয়ে স্টেশন
দোহাজারী রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১]
দোহাজারী রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
রেলপথ | ৪ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯৩১ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাআসাম বেঙ্গল রেলওয়ে কম্পানি চট্টগ্রাম-ষোলশহর লাইন ১৯২৯ সালে, ষোলশহর-নাজিরহাট লাইন ১৯৩০ সালে, ষোলশহর-দোহাজারী লাইন ১৯৩১ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে।[২] ষোলশহর দোহাজারী লাইনের সর্বশেষ স্টেশন হিসেবে দোহাজারী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনাদোহাজারী রেলওয়ে স্টেশন দিয়ে ১১১/১১২/১১৩/১১৪ নং লোকাল ট্রেন চলাচল করে। কোন আন্তঃনগর ট্রেন চলাচল করে না।[৩]
দোহাজারী-কক্সবাজার লাইন
সম্পাদনাট্রান্স-এশিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায় সরকার চট্টগ্রাম জেলার দোহাজারী থেকে রেললাইন বর্ধিত করে বান্দরবান জেলার গুনধুম পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে।[৪] এই মহাপরিকল্পনার আওতায় রামু জংশন রেলওয়ে স্টেশন থেকে আরেকটি রেললাইন পর্যটন বিকাশে কক্সবাজার জেলা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের মধ্যে এই লাইনের কাজ শেষ করার আশা করছে সরকার।[৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আখেরি স্টেশন দোহাজারী, কক্সবাজারে রেল কবে?"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "অবশেষে চালু হল নতুন দুটি ট্রেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৭।
- ↑ "দোহাজারি-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প"। কক্সবাজার জেলা। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "২০২২ সালের জুনে চালু হতে পারে দোহাজারী-কক্সবাজার রেলপথ"। দ্য ডেইলি স্টার Bangla। ২০২০-০৯-১২। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ "কাজ চললেও জমি অধিগ্রহণ শেষ হয়নি"। Bangla Tribune। ২০২১-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।