মোহাম্মদ বাবুল যিনি মুন্না খান হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী কাতার প্রবাসী ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক ও নায়ক। তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'ডার্ক ওয়ার্ল্ড'[১] [২][৩]২০২৪ সালের ১৭ই জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।[৪][৫][৬]

২০২৪ সালের জুনে মুন্না খান
জন্ম মোহাম্মদ বাবুল মুন্না খান ১৮ ডিসেম্বর ১৯৮৬ পিরোজপুর, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশী
পেশা অভিনেতা ,ব্যবসায়ী
প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মুন্না খান মাল্টিমিডিয়া

প্রাথমিক জীবন

সম্পাদনা

মুন্না খান ১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ১৫ বছর তিনি কাতারে ব্যবসা করছেন। দৈনিক যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে মুন্না খান বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম মিডিয়ায় কাজ করব। সেই স্বপ্নপূরণ হয়েছে প্রায় চার বছর আগে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ১০০টির বেশি মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছি। গানও লিখেছি পঞ্চাশটির বেশি। ভালো সাড়া পেয়েছি। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সময় এসেছে। আশা করি, দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। শুরুতেই গুণী সব আর্টিস্টদের সঙ্গে কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবাই জানেন কাতারে আমার ব্যবসা রয়েছে। আমি বাইরে থেকে রেমিট্যান্স এনে দেশে বিনিয়োগ করছি। আমার মাধ্যমে মিডিয়ায় অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শ্রদ্ধেয় মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের মতো আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের ঝিমিয়েপড়া সিনেমা ইন্ডাস্ট্রি আবারও জাগতে শুরু করেছে। সবাই মিলে এটা ধরে রাখতে চাই।

প্রযোজনা প্রতিষ্ঠান

সম্পাদনা

২০২১ সালে মুন্না খান মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। এখান থেকে তিনি ১০০টির বেশি মিউজিক্যাল ফিল্ম ও ২০টির বেশি নাটক প্রযোজনা করেছেন।

মিউজিক্যাল ফিল্ম

সম্পাদনা

মুন্না খান এখন পর্যন্ত নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ১০০টির বেশি মিউজিক্যাল ফিল্মে[৭] [৮][৯][১০][১১]মডেল হিসেবে অভিনয় করেছেন।

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা

মোস্তাফিজুর রহমান মানিক[১২] পরিচালিত ২০২৪ সালে প্রবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মুন্না খান অভিনীত প্রথম চলচ্চিত্র 'ডার্ক ওয়ার্ল্ড'[১৩][১৪][১৫]এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়[১৬][১৭]। এছাড়া মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু, মাহমুদুল ইসলাম মিঠু, ডন, চিকন আলী, শিমুল খান, সীমান্ত প্রমুখ। ক্রাইম থ্রিলার অ্যাকশন ধাচের এই ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অভিনয়ের পাশাপাশি মুন্না খান মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন। বিশ্বজিৎ দত্ত চিত্রগ্রহণে সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শেষ হলো ডার্ক ওয়ার্ল্ড ছবির শুটিং"www.jugantor.com। জুন ২৭, ২০২৪। 
  2. "Koushani Mukherjee | Koushani mukherjee went to bangladesh for her new movie Dark world shooting dgtl - Anandabazar"web.archive.org। ২০২৪-০৫-২৮। Archived from the original on ২০২৪-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  3. "'Dark World' joins Eid release race | Daily Star"web.archive.org। ২০২৪-০৬-০৯। Archived from the original on ২০২৪-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  4. "মুক্তির জন্য প্রস্তুত পাঁচ সিনেমা, আলোচনায় 'তুফান'"Prothomalo। ২০২৪-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  5. "ঈদে মুক্তির তালিকায় আরও এক সিনেমা 'ডার্ক ওয়ার্ল্ড'"www.ajkerpatrika.com। জুন ২৭, ২০২৪। 
  6. "ঈদের চার সিনেমা দেখে দর্শকেরা কী বলছেন"Prothomalo। ২০২৪-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  7. "শামীমের কথায় তৌহিদ-জেবিনার 'মনটা করলে চুরি' (ভিডিও)"www.jugantor.com। ২৭ জুন ২০২৪। 
  8. "প্রকাশ্যে মুন্না খান-আসমা ঝিলিকের 'পোষা পাখি'"ajkalerkhobor.net। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  9. "নতুন গানে মুন্না খান ও রাবিনা বৃষ্টি"www.jagonews24.com। ২৭ জুন ২০২৪। 
  10. "মুক্তি পেল মুন্না খান-প্রিয়া অনন্যার 'দিল হারা মে'"www.jagonews24.com। ২৭ জুন ২০২৪। 
  11. "তামিল স্টাইলে মুন্না খানের নতুন গান"Daily Sokaler Somoy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  12. "মানিকের বাজির ঘোড়া মুন্না খান"www.jugantor.com। ২৭ জুন ২০২৪। 
  13. "ঈদে মুক্তির তালিকায় 'ডার্ক ওয়ার্ল্ড'"RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  14. "ডার্ক ওয়ার্ল্ড-এর ফার্স্ট লুক"বাংলাদেশ প্রতিদিন। ২০২৪-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  15. "Koushani Mukherjee: 'না' বলেছেন মাহিয়া মাহি, তাই 'ডার্ক ওয়ার্ল্ড'-এর অংশ হতে বাংলাদেশে কৌশানি - actress Koushani Mukherjee will act on new bangladeshi film story, বায়োস্কোপ নিউজ"web.archive.org। ২০২৪-০২-২৭। Archived from the original on ২০২৪-০২-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  16. "'ডার্ক ওয়ার্ল্ড'-এর জন্য কৌশানী এখন ঢাকায়"web.archive.org। ২০২৪-০২-২৭। Archived from the original on ২০২৪-০২-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭ 
  17. "প্রযোজকের মন্তব্যে সিনেমা ছাড়লেন মাহি, কলকাতা থেকে এলেন অন্য নায়িকা"Prothomalo। ২০২৪-০২-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৭