মিজানুর রহমান আজহারী

বাংলাদেশি ইসলামি বক্তা
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ২৯ মে ২০২৫ তারিখে পরীক্ষিত হয়েছিল।

মিজানুর রহমান আজহারী (২৬ জানুয়ারি ১৯৯০) একজন বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারকলেখক[][] তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।[][][] তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন।[][][১০][১১][১২]

মিজানুর রহমান আজহারী
২০২৩ সালে মিজানুর রহমান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-01-26) ২৬ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৫)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
সন্তান২ জন
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
আখ্যাসুন্নি [তথ্যসূত্র প্রয়োজন]
ধর্মীয় মতবিশ্বাসআছারী
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য কাজতাফসির মাহফিল, হাসানাহ ফাউন্ডেশন[]
যেখানের শিক্ষার্থী
ইউটিউব তথ্য
চ্যানেল
কার্যকাল২০২০–বর্তমান
ধারা
  • ইসলামি
সদস্য৩২.৭ লক্ষ
মোট ভিউ১০,৮৯,৭৬,৮০৯
১,০০,০০০ সদস্য
১০,০০,০০০ সদস্য
৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত

প্রাথমিক জীবন

মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী।[১৩] ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে।[] তিনি ছোট বেলা থেকে মাদরাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে ‘আজহারী’ উপাধি যুক্ত হয়েছে।[]

মিজানুর রহমান ২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যাসন্তান রয়েছে।[]

শিক্ষাজীবন

আজহারী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। ২০০৭ সালে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র‍্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল ‘হিউম্যান এম্ব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন’ (পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা )। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন।[][১৪][১৫] তিনি ‘হিউম্যান বিহ্যাভিয়ারেল ক্যারেক্টারইসটিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি’ (পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য)-এর ওপর ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে পি.এইচ.ডি. গবেষণা সম্পন্ন করেন।[১৬][১৭][১৮][১৯]

কর্মজীবন

আজহারী ২০১০ সালে ইসলামি গজল ও কিরাত দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামি অনুষ্ঠানে যোগদান করেন। ২০১৫ সালের শুরুর দিকে তিনি ওয়াজ-মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন।[২০][২১][২২][২৩] বৈশাখী টেলিভিশনে ‘ইসলাম ও সুন্দর জীবন’ শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন।[]

জনপ্রিয়তা

ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন-হাদিস বিষয়ক সহজ-সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।[২৪] তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়।[][২৫][২৬][২৭]

বই

আজহারির ইতিমধ্যে ৫টি বই প্রকাশিত হয়েছে।

  • ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া - ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়[২৮]
  • আহ্বান: আধুনিক মননে আলোর পরশ - ২০২২ সালে প্রকাশিত হয়
  • রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ
  • জেগে ওঠো আবার[২৯]
  • এক নজরে কুরআন - ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়[৩০]

সমালোচনা

২০২০ সালের জানুয়ারি মাসে ১২ জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন।[৩১] দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে।[৩২][৩৩] ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়।[][৩৪] একই সময়ে ‘‘ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক’’ বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে "বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট" বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন।[][]

২০২১ সালে অক্টোবরে লন্ডনে আই অন টিভির আমন্ত্রণে ইসলামি সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যের 'হোম অফিস' ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেয়।[৩৫] পরে প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার করা হলেও তার ভিসা বাতিলের পক্ষে রায় দেয় আদালত।[৩৬]

২০২৩ সালের ৬ ডিসেম্বর আজহারীর টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন-ইসরাইল নিয়ে করা একটি টুইট নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীকালে ৮ ডিসেম্বর তিনি টুইটের ব্যাখ্যা দেন, তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার চালাইনি। আমি শুধু আমার ভেরিফায়েড ফেসবুক পেজটি চালাই। কয়েক দিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফায়েড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে। বিতর্কিত ওই টুইটকে মিস লিডিং টুইট দাবি করে দেখামাত্রই সেটি ডিলিট করতে বলি।"[৩৭][৩৮] ২০২৫ সালের ৩ জানুয়ারি যশোরে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে 'একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে' মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দেন।[৩৯]

দেশ ত্যাগ ও প্রত্যাবর্তন

আজহারী ২০২০ সালের ২৯ জানুয়ারি তার ফেসবুক পাতায় একটি পোস্টে ঘোষণা করেন যে তিনি "পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য" মার্চ পর্যন্ত তার সব ওয়াজ মাহফিল স্থগিত করে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, "রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি"। তার পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে অংশ নেননি।[৪০]

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ২ অক্টোবর আজহারী পুনরায় দেশে ফিরেন।[৪১]

সম্মাননা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বহুমুখী শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন গড়ছেন মিজানুর রহমান আজহারী"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২১ 
  2. "কে এই মিজানুর রহমান আজহারী?"সময় টিভি। ১২ জানুয়ারি ২০২০। 
  3. "তাফসির প্রোগ্রাম স্থগিত, মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারী"এনটিভি। ৬ ফেব্রুয়ারি ২০২০। 
  4. "মিজানুর রহমান আজহারি কি সত্যি মালয়েশিয়া গেছেন?"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  5. "'বন্দুকযুদ্ধ' নিয়ে এখন উল্টো সুর মুজিবুলের"প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "মৌলভীবাজারে আজহারীর মাহফিলে মানুষের ঢল"মানবজমিন। ২৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  7. "আজহারী জামায়াতের প্রচারণা চালাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী"দৈনিক আমাদের সময়। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  8. জামালপুর, প্রতিনিধি (৩০ জানুয়ারি ২০২০)। "আজহারী মাজহারী রাজহারী জামায়াতের প্রোডাক্ট : ধর্ম প্রতিমন্ত্রী"এনটিভি। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  9. "কে এই মিজানুর রহমান আজহারী?"জাগো নিউজ টোয়েন্টিফোর। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  10. "'শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি'"মানবজমিন। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  11. শাকিল, সালমান তারেক (২০ মার্চ ২০১৯)। "'আল্লাহ বলেন নো-নো, মুসা বলেন ইয়েস-ইয়েস' | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  12. "বহুমুখী শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন গড়ছেন মিজানুর রহমান আজহারী"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২১ 
  13. "তাফসির প্রোগ্রাম স্থগিত, মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারী"এনটিভি। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  14. "আ'লীগ সরকারের কাছে আজহারীর ৮ দাবি (ভিডিও)"যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  15. "মিজানুর রহমান আজহারী পাকুন্দিয়া যাচ্ছেন কাল"m.mzamin.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  16. "দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন মিজানুর রহমান আজহারী"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  17. "দরিদ্র মানুষের সাহায্যে তহবিল গঠন করলেন আজহারী"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  18. "কে এই মিজানুর রহমান আজহারী?"www.jagonews24.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  19. "ওয়াজ মাহফিল নিষিদ্ধকারীদের উদ্দেশে যা বললেন মিজানুর রহমান আজহারী (ভিডিও)"যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  20. "Islamic speaker Mizanur Rahman Azhari postpones all waz mahfils till March"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  21. "ধর্মান্তরিত পরিবারকে ভারতে ফেরত পাঠানোর নেপথ্যে"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  22. রিপোর্টার, স্টাফ। "ভাস্কর্য নির্মাণ নিয়ে মিজানুর রহমান আজহারির মন্তব্য"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  23. "হিফজখানাগুলোতে শিশু নির্যাতনের নিন্দা জানালেন মিজানুর রহমান আজহারী"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  24. "আজহারীর মাহফিলে রনি দাসের ইসলাম গ্রহণ"দৈনিক নয়া দিগন্ত। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  25. "আজহারীর বয়ান শুনে মুগ্ধ ফরিদপুরের মানুষ"জাগো নিউজ টোয়েন্টিফোর। ২৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  26. "আজহারীকে একনজর দেখতে রাজবাড়ীতে হাজার হাজার মানুষের ভিড় (ভিডিও)"যুগান্তর। ২৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  27. "কালকিনিতে আজহারীর মাহফিল, মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ"যুগান্তর। ২০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  28. "আজহারীর লেখা প্রথম বই 'ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া' নিয়ে ফেসবুকে স্ট্যাটাস"আরটিভি। ২ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১ 
  29. "জেগে ওঠো আবার - ড. মিজানুর রহমান আজহারি"www.rokomari.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৫ 
  30. "বইমেলায় আজহারীর নতুন বই"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৪ 
  31. কল্লোল, কাদির (২৮ জানুয়ারি ২০২০)। "শংকর অধিকারী থেকে মনির হোসেন: ধর্মান্তরিত ১২ সদস্যের পরিবারটিকে ভারতে ফেরত পাঠানোর নেপথ্যে"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  32. "সিলেটে ওয়াজ নিষিদ্ধে যা বললেন আজহারী"সময় টিভি। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  33. "সিরাজদিখানে মাহফিলের অনুমতি পাননি মিজানুর রহমান আজহারী"মানবজমিন। ২৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  34. "আজহারী ও তারেক মনোয়ারের ওয়াজের বিষয় সংসদে উত্থাপন"যুগান্তর। ২৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  35. "যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হলো না মিজানুর রহমান আজহারীকে"দৈনিক ইনকিলাব 
  36. "সাঈদীর পর মিজানুর রহমান আজহারীও যুক্তরাজ্যে নিষিদ্ধ"কালের কণ্ঠ। ২০২১-১১-২১। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৯ 
  37. "ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে করা টুইটের ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১০ 
  38. "গাজা ইস্যুতে পোস্ট নিয়ে সমালোচনা, যে জবাব দিলেন আজহারী"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১০ 
  39. "একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে: আজহারি"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৭ 
  40. "মিজানুর রহমান আজহারি কি সত্যি মালয়েশিয়া গেছেন?"বিবিসি বাংলা। ৭ ফেব্রুয়ারি ২০২০। 
  41. "৫ বছর পর মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৫ 
  42. "কে এই মিজানুর রহমান আজহারী?"wwww.jagonews24.comজাগো নিউজ। ১১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ