ভারতের চরম বিন্দুর তালিকা
ভারতের চরম বিন্দু বলতে ভারতের যেকোনো অবস্থানের সাপেক্ষে সবচেয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের স্থানাঙ্ক এবং দেশটির সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতাকে বোঝায়। ভারতের দাবি করা সবচেয়ে উত্তরের বিন্দু ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদমান কাশ্মীর অঞ্চলের অন্তর্গত। ভারতের মূলভূমির সর্বনিম্ন বিন্দু কন্যাকুমারী ব্যতীত অন্যান্য চরম বিন্দুতে কোনো মানববসতি নেই।
অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মান দশমিক ডিগ্রি আকারে প্রকাশ করা হয়েছে। এতে ধনাত্মক অক্ষাংশ উত্তর গোলার্ধ ও ঋণাত্মক অক্ষাংশ দক্ষিণ গোলার্ধকে চিহ্নিত করে। একইভাবে ধনাত্মক দ্রাঘিমাংশ পূর্ব গোলার্ধ ও ঋণাত্মক দ্রাঘিমাংশ পশ্চিম গোলার্ধকে চিহ্নিত করে। এই নিবন্ধে ব্যবহৃত স্থানাঙ্ক গুগল আর্থ থেকে গৃহীত, যা ডব্লুজিএস৮৪ জিওডেটিক রেফারেন্স সিস্টেম ব্যাবহার করে। এছাড়া ঋণাত্মক উচ্চতা সমুদ্রপৃষ্ঠের নিচের ভূমিকে চিহ্নিত করছে।
চরম বিন্দু
সম্পাদনাভারতের দাবি করা সবচেয়ে উত্তরের বিন্দু পাকিস্তানের শাসিত গিলগিত-বালতিস্তানের অন্তর্গত, যা ভারতের দাবি অনুযায়ী লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। ভারতের শাসনাধীন সবচেয়ে উত্তরের বিন্দু লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত, যা পাকিস্তান নিজের অংশ হিসেবে দাবি করছে। এই তালিকায় ভারতের দাবি করা সবচেয়ে উত্তরের বিন্দু, ভারতের শাসনাধীন বিতর্কিত সবচেয়ে উত্তরের বিন্দু এবং ভারতের অবিতর্কিত সবচেয়ে উত্তরের বিন্দু। এটি সর্বোচ্চ অঞ্চলের ক্ষেত্রেও প্রযোজ্য।
ভারতের সবচেয়ে পূর্বের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। চীনের দাবি অনুযায়ী এই রাজ্যের বেশিরভাগ এলাকা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত, যদিও এটি ভারতের শাসনাধীন। ভারতের শাসনাধীন সবচেয়ে পূর্বের বিন্দু এই বিবাদমান অঞ্চলের অন্তর্গত।[১] সুতরাং এই তালিকায় ভারতের বিতর্কিত সবচেয়ে পূর্বের বিন্দু এবং অবিতর্কিত সবচেয়ে পূর্বের বিন্দু, উভয় বিন্দুর কথা উল্লেখ করা হয়েছে।
সমস্ত জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ৮২°৩০’ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩°১১’ উত্তর অক্ষাংশে অবস্থিত সেন্ট্রাল স্টেশনের সাপেক্ষে সম্পন্ন করা হয়েছে।
উচ্চতা
সম্পাদনাচরমতা | নাম | উচ্চতা | অবস্থান | প্রশাসনিক অঞ্চল | স্থানাঙ্ক | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
সর্বোচ্চ (অবিতর্কিত) | কাঞ্চনজঙ্ঘা | ৮,৫৮৬ মি (২৮,১৬৯ ফু) | পূর্ব হিমালয় অঞ্চলে, ভারত–নেপাল সীমান্তে | সিকিম | ২৭°৪২′০৯″ উত্তর ৮৮°০৮′৫৪″ পূর্ব / ২৭.৭০২৫০° উত্তর ৮৮.১৪৮৩৩° পূর্ব | [৫] |
সর্বোচ্চ (বিতর্কিত, ভারতের দাবি অনুযায়ী) | কে২ | ৮,৬১১ মি (২৮,২৫১ ফু) | কারাকোরাম পর্বতমালা, পাকিস্তান শাসিত গিলগিত-বালতিস্তান ও চীন শাসিত শিনচিয়াং প্রদেশের মাঝে অবস্থিত | গিলগিত-বালতিস্তান, পাকিস্তান | ৩৫°৫২′৫৭″ উত্তর ৭৬°৩০′৪৮″ পূর্ব / ৩৫.৮৮২৫০° উত্তর ৭৬.৫১৩৩৩° পূর্ব | [৫] |
সর্বোচ্চ (অবিতর্কিত এবং সম্পূর্ণভাবে ভারতের মধ্যে) |
নন্দা দেবী | ৭,৮১৬ মি (২৫,৬৪৩ ফু) | গাড়োয়াল হিমালয় | উত্তরাখণ্ড | ৩০°২২′৩৬″ উত্তর ৭৯°৫৮′১৫″ পূর্ব / ৩০.৩৭৬৬৭° উত্তর ৭৯.৯৭০৮৩° পূর্ব | [৫] |
সর্বনিম্ন | কুট্টানাড় | −২.২ মি (−৭.২ ফু) | আলেপ্পি জেলা | কেরল | ৯°০৯′১৩″ উত্তর ৭৬°২৮′২৩″ পূর্ব / ৯.১৫৩৬০° উত্তর ৭৬.৪৭৩০০° পূর্ব | [১১] |
আরও দেখুন
সম্পাদনাটীকা
সম্পাদনা- ↑ স্থানাঙ্ক গুগল আর্থ থেকে গৃহীত, যা ডব্লুজিএস৮৪ জিওডেটিক রেফারেন্স সিস্টেম ব্যাবহার করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Why China claims Arunachal Pradesh"। Rediff.com। ২০০৬-১১-১৬। ২০০৮-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ "Google Maps (Jammu and Kashmir)"। Google। ২০১৪-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১১।
- ↑ "Google Maps (Gilgit-Baltistan)"। Google। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৭।
- ↑ "Google Maps (Himachal Pradesh)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ ক খ গ ঘ ঙ চ Thomas (২০০৩)। Manorama Yearbook 2003। Malayala Manorama Co. Ltd। পৃষ্ঠা 649। আইএসবিএন 81-900461-8-7।
- ↑ "Google Maps (Kashmir)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ "Google Maps (Tamil Nadu)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ "Google Maps (Arunachal Pradesh)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ "Google Maps (Arunachal Pradesh)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ "Google Maps (Gujarat)"। Google। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১১।
- ↑ Suchitra, M (২০০৩-০৮-১৩)। "Thirst below sea level"। The Hindu। ২০১৯-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১১।