ইন্দিরা পয়েন্ট

নিকোবর দ্বীপে অবস্থিত ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু

ইন্দিরা পয়েন্ট (ইংরেজি: Indira Point; হিন্দি ভাষায়: इंदिरा पाइंट) পূর্ব ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে অবস্থিত ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এটির নামকরণ করা হয়েছে। এটি সমুদ্রতল থেকে ৬৪২ মিটার উপরে।[১]

ইন্দিরা পয়েন্ট
ইন্দিরা পয়েন্ট
ভূগোল
অবস্থানবঙ্গোপসাগর
স্থানাঙ্ক৬°৪৫′ উত্তর ৯৩°৫০′ পূর্ব / ৬.৭৫০° উত্তর ৯৩.৮৩৩° পূর্ব / 6.750; 93.833
দ্বীপপুঞ্জনিকোবর দ্বীপপুঞ্জ
আয়তন১,০৪৫ বর্গকিলোমিটার (৪০৩ বর্গমাইল)
সর্বোচ্চ উচ্চতা৬৪২ মিটার (২,১০৬ ফুট)
সর্বোচ্চ বিন্দুMount Thullier
প্রশাসন
Union territoryআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
জনপরিসংখ্যান
জনসংখ্যা9,440 (2001)

কন্যাকুমারিকা অন্তরীপ ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলেও ইন্দিরা পয়েন্ট ভারতের অধীন ভূখণ্ডগুলির মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত। তবে ২০০৪ সালের ভারত মহাসাগরে সংঘটিত সুনামির ফলে এটি জলে তলিয়ে যায় এবং এতে অবস্থিত বাতিঘরটিও আংশিক ডুবে যায়। ভূতাত্ত্বিকেরা বলছেন সাগর আবার আগের জায়গায় ফেরত যেতে শুরু করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shyam Singh Shashi (২০০৫), Encyclopaedia of Indian Tribes, Anmol Publications Pvt Ltd, আইএসবিএন 81-7041-836-4, ... The main hill range runs from the north to south. Average height of the hills is 300m to 400m. The highest peak is Mount Thullier ... [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা