গাড়োয়াল হিমালয়

গাড়োয়াল হিমালয় হলো ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটি পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী দুইটি অঞ্চল জুড়ে অবস্থিত: গাড়োয়ালকুমাউন[১]

ভারতের উত্তরাখণ্ডের “ক্যামেল ব্যাক” থেকে গাড়োয়াল হিমালয়

ভূতত্ত্ব সম্পাদনা

গাড়োয়াল পর্বতশ্রেণী হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অবস্থিত শিবালিক পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত, যা হিমালয়ের সর্ববহিঃস্থ অঞ্চল।

জনউপাত্ত সম্পাদনা

পর্বতশ্রেণী অঞ্চলের উল্লেখযোগ্য শহর হলো পৌড়ী, তাহরি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি গোপেশ্বর, ও ছোটা চার ধামের অন্তর্ভুক্ত চারটি তীর্থস্থান গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথকেদারনাথ। এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান হলো মুসৌরীর হিল স্টেশন,[২] ধনৌল্টি, চকরাতা, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Holdich, Thomas Hungerford (১৯১১)। "Himalaya"। চিসাম, হিউ। ব্রিটিশ বিশ্বকোষ13 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 472–473। 
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Siwalik Hills"। ব্রিটিশ বিশ্বকোষ25 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।