নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান

জাতীয় উদ্যান

নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান[১] এটি ২০ কিমি দূরত্বে অবস্থিত দুটি মূল এলাকা নন্দাদেবী জাতীয় উদ্যানপুষ্প উপত্যকা জাতীয় উদ্যানের সাথে একটি সম্মিলিত বাফার এলাকা জুড়ে তৈরী হয়েছে।

নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান
नंदा देवी और फूलों की घाटी राष्ट्रीय उद्यान
মানচিত্র নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান नंदा देवी और फूलों की घाटी राष्ट्रीय उद्यान অবস্থান দেখাচ্ছে
মানচিত্র নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান नंदा देवी और फूलों की घाटी राष्ट्रीय उद्यान অবস্থান দেখাচ্ছে
অবস্থানউত্তরাখণ্ড, ভারত
স্থানাঙ্ক৩০°২৫′৭″ উত্তর ৭৯°৫০′৫৯″ পূর্ব / ৩০.৪১৮৬১° উত্তর ৭৯.৮৪৯৭২° পূর্ব / 30.41861; 79.84972
আয়তন৭১৭.৮৩ কিমি
স্থাপিত১৯৮৮ - নন্দাদেবী জাতীয় উদ্যান
প্রাতিষ্ঠানিক নামNanda Devi and Valley of Flowers national parks
ধরনপ্রাকৃতিক
মানকvii, x
অন্তর্ভুক্তির তারিখ১৯৮৮ (দ্বাদশ অধিবেশন)
রেফারেন্স নং335
রাষ্ট্রপক্ষভারত
এলাকাএশিয়া প্যাসিফিক
প্রসারণ২০০৫

১৯৮৮ সালে এটি নন্দাদেবী জাতীয় উদ্যান (ভারত) নামে নথিভুক্ত করা হয়। ২০০৫ সালে এলাকা বাড়িয়ে পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান ও একটি বাফার অংশ যোগ করে একসাথে নাম দেওয়া হয় নন্দাদেবী ও পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান।

এলাকার ক্ষেত্রফল

  • ৬৩০.৩৩ কিমি (২৪৩.৩৭ মা) - নন্দাদেবী জাতীয় উদ্যান
  • ৮৭.৫০ কিমি (৩৩.৭৮ মা) - পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান
  • ৫,১৪৮.৫৭ কিমি (১,৯৮৭.৮৭ মা)[১] - বাফার এলাকা

তথ্যসূত্র সম্পাদনা