ব্যবহারকারী আলাপ:Yahya/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ বছর পূর্বে "পুরাণ নিবন্ধ বিষয়ে" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

নতুন সিদ্ধান্ত সম্পর্কে

আয়োজক দল এডিটাথন সম্পর্কে নতুন কী সিদ্ধান্ত গ্রহণ করেছে, ইমেইল বা আলোচনাপাতায় অবহিত করে বাধিত করবেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৫:২৯, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: পদার্থবিজ্ঞান এডিটাথন শুরু হওয়ার পর নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি। নতুন সিদ্ধান্ত আসলে আমি আপনাকে ইমেইলে জানাবো। আর এডিটাথনের আলাপ পাতায় আপনি যে বার্তাটি দিয়েছিলেন, সে সম্পর্কে আমার মত হলো- আকারের থেকে মান গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানের পরিভাষাগুলো যাতে সঠিকভাবে অনূদিত হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। নিবন্ধ ভালো হলে আকারে ছাড় দেয়াই যায়। এসম্পর্কে আরো দুয়েকজন আয়োজক মত দিয়েছিলেন। তবে কোনো সিদ্ধান্ত হয় নি।—ইয়াহিয়াআলাপ১৬:৩৮, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধের নাম

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



চলমান এডিটাথনের সুরবর্জিত শব্দ (পদার্থবিজ্ঞান) নিবন্ধের নামটি পরিবর্তনের অনুরোধ করছি এবং বিকল্প রূপে "কোলাহল" নামকরণ করার প্রস্তাব করছি। এতে আমার সম্পাদনা করা যেমন সহজ হবে তেমন পাঠকের জন্য খুঁজে পাওয়াও সুবিধাজনক হবে।"সুরবর্জিত শব্দ" এটা বারবার লেখা অস্বস্তিকর ও সহজবোধ্যও নয়। অন্যদিকে ইংরেজি উইকিপিডিয়ার বহিঃসংযোগ দেয়া "Noise" নিবন্ধে পদার্থবিজ্ঞানের বাইরে প্রসঙ্গক্রমে অনেক আলোচনা যুক্ত হয়েছে। আমার মতে নাম পরিবর্তন করা সবদিক দিয়েই যুক্তিযুক্ত। আলবি রেজা (আলাপ) ০৮:২৩, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@আলবি রেজা: ধন্যবাদ, বিষয়টি নজরে আনার জন্য। আয়োজক দল এ ব্যাপারে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, পাতাটিকে কোলাহল শিরোনামে স্থানান্তর করা হবে। যেহেতু এই শিরোনামে একটি পাতা আগে থেকেই আছে, তাই ওটাতে অপসারণ ট্যাগ লাগানো হয়েছে। কোনো প্রশাসক পাতাটি অপসারণ করে দিলেই দিলেই ওই শিরোনামে স্থানান্তর করা হবে। আপনি অনুবাদ চালিয়ে যেতে পারেন।—ইয়াহিয়াআলাপ১০:৫১, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Yahya: আপনাকে অনেক ধন্যবাদ। আলবি রেজা (আলাপ) ১১:০৭, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

স্বাক্ষর

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



কারো স্বাক্ষর কোথায় আপলোড করব? - ওয়াইস আলাপ ১৮:৪৬, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: স্বাক্ষর বা অটোগ্রাফ ব্যক্তির কপিরাইটকৃত সম্পত্তি :D। ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও স্থানীয় আইন অনুযায়ী যার মালিক তার উত্তরসূরীগণ। বাংলাদেশের কপিরাইট আইন হচ্ছে- বইয়ের ক্ষেত্রে মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট বহাল থাকে। ছবি বা ডিজিটাল আর্টওয়ার্কের ক্ষেত্রে এটি তৈরির পর ৬০ বছর পর্যন্ত। বেনামি প্রকাশনার ক্ষেত্রে প্রকাশের পর ৬০ বছর। যাই হোক, কোনো কপিরাইটকৃত ফাইলই কমন্সে আপলোড করা যায় না। যদি সিগনেচারটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইনে কপিরাইট মুক্ত হয় সেক্ষেত্রে কমন্সে আপলোড করা যাবে এবং লাইসেন্সের স্থানে {{PD-signature|BD}} লিখতে হবে। এখানে BD হলো বাংলাদেশের কান্ট্রি কোড। মুক্ত নয় চিত্র প্রয়োজন সাপেক্ষে বাংলা উইকিপিডিয়ায় আপলোড করা যায়।—ইয়াহিয়াআলাপ১৯:১১, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: পাবলিক ডোমেইনে মুক্ত বললে তার প্রমাণ বা কোথায় মুক্ত করেছেন তার উৎস দিতে হয়। জিমি ওয়েলসের স্বাক্ষরে উৎস্য দেয়া আছে। আপনি জানতে চেয়েছেন, জীবীত ব্যক্তির স্বাক্ষর কোথায় আপলোড করবেন। বাংলা উইকিপিডিয়ায় যথেষ্ট কারণ উল্লেখপূর্বক আপলোড করতে পারেন। তবে আমার মতে, তা না করাই উচিত।—ইয়াহিয়াআলাপ০৬:৫৭, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


নিবন্ধটি কি উল্লেখযোগ্য?

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



ইয়াহিয়া ভাই, মামুন সারওয়ার (বাংলাদেশি ছড়াকার ও শিশু সাহিত্যিক) এই নিবন্ধটি কি উল্লেখযোগ্য হতে পারে? রচনাশৈলিতে ত্রুটি আছে, তথ্যসূত্রের অভাব আছে আর বিজ্ঞাপনী মনে হয়েছে। তবে নজরুল পদক নামে একটি পুরস্কার পাওয়ার কথা উল্লেখ আছে। নিবন্ধটি কি দেখবেন, অনুগ্রহ করে? — আদিভাইআলাপ১৭:৪২, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: আমার মনে হয় এটি দ্রুত অপসারণযোগ্য। নজরুল পুরস্কার নামে একটি পুরস্কার দেয়া হয়, যেটি নজরুল ইন্সটিটিউট প্রতিবছর দিয়ে থাকে। ২০১৮ সালে নজরুল পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন ও আরেক জন নজরুল গবেষক।—ইয়াহিয়াআলাপ১৮:০০, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ। {{db-person}} অপসারণ ট্যাগ লাগানো হয়েছে। — আদিভাইআলাপ০৩:১৫, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

মনসুর আল হাল্লাজ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



মানসুর আল–হাল্লাজকে একজন মরমী সাধক বলা যেতে পারে। তাই বলে কবি? তাও আবার প্রধান পরিচয় হিসেবে? তিনি একজন কবিও ছিলেন বটে। তবে মুসলিম বিশ্ব তার কবি পরিচয়কে কখনো তার পরিচিতির প্রধান মাধ্যম হিসেবে দেখেছে বলে আমার জানা নাই। আপনার অবশ্য থাকতে পারে।এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি।Mosesheron (আলাপ) ২৩:০৬, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Mosesheron: আমার এ বিষয়ে খুব ভালো ধারণা নেই। তবে কোনো আলোচনা ও তথ্যসূত্র ছাড়া তথ্য অপসারণ উচিত নয়। নিবন্ধের মধ্যেও দেখলাম কবি উল্লেখ করা হয়েছে।—ইয়াহিয়াআলাপ০৫:৩৭, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অক্টোবর ২০২০

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আজম তারিক নিবন্ধের উইকিডাটা শিরোনামের বিবরণটা যোগ করে দিন। আমার মোবাইলে বাংলা অপশনটা আসছে না। - ওয়াইস আলাপ ১৮:১৪, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: বাংলা, ইংরেজি, অসমীয়া, বিষ্ণুপ্রিয়া সব যুক্ত করে দিয়ে এসেছি। :D আপনি যদি সেটিংস থেকে উচ্চতর মোড সক্রিয় করে নেন, তাহলে সহজেই করতে পারবেন। —ইয়াহিয়াআলাপ১৮:২৫, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Yahya: করাই আছে। মাঝেমধ্যে বাংলা অপশনটা আসে, মাঝেমধ্যে আসে না। ডেস্কটপ মোডে গেলেও হয় না। - ওয়াইস আলাপ ১৮:৩৯, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: আমার মেটা ব্যবহারকারী পাতা দেখুন। এখানে ভাষার দক্ষতা দেয়া আছে। এরকম আপনিও যে যে ভাষা জানেন তা আপনার মেটা বা উইকিউপাত্ত ব্যবহারকারী পাতায় ব্যবহার করতে পারেন। এটা করলে সম্ভবত আসবে।—ইয়াহিয়াআলাপ১৯:২২, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দৃষ্টি আকর্ষণ

অনুগ্রহ পূর্বক এখানে মন্তব্য করুন। ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ০৬:২৩, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কুচ রাজ্য

ব্যবহারকারী দেবব্রতবাবু ইতিহাস এডিটাথনে কুচ রাজ্য নিবন্ধটি জমা দেন, যেটি গোলাম মুকিত খান সাহেবের তৈরি। এক্ষেত্রে একজন বিচারক "অন্যের তৈরি নিবন্ধ" এ মর্মে দেবব্রতবাবুর নিবন্ধ গ্রহণ না করলেও আপনি সেটি করেছেন। দ্রুত উনাকে শূন্য প্রদান করুন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৪:৩৫, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: সেটি এখন আর সম্ভব নয়। যখন মার্ক দিয়েছিলাম, তখন আমার ব্যবহারকারী নাম ছিল YahyA, বর্তমান নাম Yahya। মার্ক দিতে হলে আগের নামে ফিরে গিয়ে লগইন করতে হবে। দ্বিতীয়ত, গোলাম মুকিত খান নিবন্ধ গ্রহণ করার পর আজ অব্দি আপত্তি জানান নি। আবার, মুকিত খান তৈরি করলেও নিবন্ধের উন্নয়ন হয়েছে মূলত দেবব্রতের হাতেই। তারপরও, ভবিষ্যতে যদি উনি আপত্তি জানান, তবে তার জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি।—ইয়াহিয়াআলাপ১৪:৫১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

স্বাক্ষর ২

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



  • ভাই! আমি চাই আমার স্টাইলিশ স্বাক্ষরটি চারটি(~) দেওয়াতেই স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হয়ে যাক। কিন্তু বিশেষ পছন্দ সমূহে স্বাক্ষরটির উইকিপাঠ্য দিয়ে সংরক্ষন করলে সংরক্ষিত হয়না, বরং লিন্ট ত্রুটি দেখায়। আমার কী করণীয়?— Safi Mahfouz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Safi Mahfouz: স্বাক্ষরের কোডে কোনো ত্রুটি আছে। স্বাক্ষরটি এখানে দেন।ইয়াহিয়াআলাপ০৬:৪১, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
[[ব্যবহারকারী:Safi Mahfouz|{{পটভূমির রং|Yellow|t=<span style="color:green">'''মুহাঃ'''}} {{পটভূমির রং|Yellow|t=<span style="color:red">'''সাফী'''}} {{পটভূমির রং||Yellow|t=<span style="color:blue">'''মাহফূজ'''}}]] ([[user talk:Safi Mahfouz|বলুন, শুনছি]])
@Yahya: দিয়েছি।
@Safi Mahfouz: এটা দিয়ে দেখেন। [[ব্যবহারকারী:Safi Mahfouz|<span style="background:yellow; color:green">'''মুহাঃ '''</span><span style="background:yellow; color:red">'''সাফী '''</span><span style="background:yellow; color:blue">'''মাহফূজ'''</span>]] ([[user talk:Safi Mahfouz|বলুন, শুনছি]])ইয়াহিয়াআলাপ০৭:১৪, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Yahya: আপনি যা দিলেন তা যোগ করলে এমন হয়। [[ব্যবহারকারী:Safi Mahfouz|<span style="background:yellow; color:green">'''মুহাঃ '''</span><span style="background:yellow; color:red">'''সাফী '''</span><span style="background:yellow; color:blue">'''মাহফূজ'''</span>]] ([[user talk:Safi Mahfouz|বলুন, শুনছি (আলাপ) ১০:১৬, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: আপনি ঠিক ঠাক কপি করছেন তো? আমার ব্যবহারকারী:Yahya/খেলাঘর পাতা দেখুন। সেখানে আপনার স্বাক্ষরের একটা খসড়া আছে।—ইয়াহিয়াআলাপ১৪:৫৩, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Yahya: জ্বী! হয়েছে। অসংখ্য ধন্যবাদ। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৬:০৩, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

gobal.js

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আপনার মেটার global.js এর স্ক্রিপ্টগুলোর সর্ব শেষ টা কি কাজ করে? ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১১:১৫, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: আপনি একটু আগে যেটা ইন্সটল করেছেন, সেটাই শেষের টা। আপনি যেহেতু মোবাইল দিয়ে সম্পাদনা করেন, তাই নিচের দুটি ব্যবহার করতে পারেন। এই দুটি প্রত্যেক পাতার শুরুতে কিছু সরঞ্জাম যুক্ত করে। খেয়াল রাখবেন, এগুলো দিয়ে মূল নামস্থানে না বুঝে কোনো পরীক্ষা-নিরীক্ষা করবেন না।

mw.loader.load('//en.wikipedia.org/w/index.php?action=raw&ctype=text/javascript&title=User:Ainz_Ooal_Gown/mobilemorelinks/common.js'); // Common mw.loader.load('//en.wikipedia.org/w/index.php?action=raw&ctype=text/javascript&title=User:Ainz_Ooal_Gown/mobilemorelinks/user.js'); // Userইয়াহিয়াআলাপ১১:৩৭, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Yahya: ধন্যবাদ। (স্বাক্ষরে একটি সমস্যা, তাই সংযুক্ত করতে পারলামনা)— Safi Mahfouz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ছবি

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



মজেস কস্তা পাতার ছবি তথ্যছকে যাচ্ছে না কেন? — কুউ পুলক ১৮:২৪, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@কুউ পুলক: মূল টেমপ্লেট ঠিক করেছি, এখন দেখাচ্ছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৪৩, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon: ধন্যবাদ ‍‍‍‍‍‍‍— কুউ পুলক ২০:০১, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিবন্ধযোগ

অনুগ্রহ পূর্বক নিবন্ধ প্রতিযোগিতার আলাপ পাতায় উল্লেখিত নিবন্ধগুলো অতি শীঘ্রই তালিকায় যোগ করুন। ধন্যবাদ Md. Abdul Ahad Khan (আলাপ) ১৯:১৬, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: এডিটাথনের আলোচনায় আপনার উত্তর দিয়েছি। নিচের দুটো নিজে থেকে গুগল করে ৪০০ শব্দ পূরণ করতে পারবেন?—ইয়াহিয়াআলাপ১৯:১৯, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

জর্জ গ্যামো

জর্জ গ্যামো নিবন্ধটি বহু আগেই জর্জ গ্যামফ নামে সৃষ্টি করা হয়েছিল। এতৎসত্ত্বেও আপনি জর্জ গ্যামো নামে প্রবন্ধটি যোগ করেছেন। অনুগ্রহপূর্বক জর্জ গ্যামো প্রবন্ধটি দ্রুত অপসারণ করুন। আবদুল আহাদ খান জর্জ গ্যামো প্রবন্ধটি ফাউন্টেনে জমা দিলে তাকে শূন্য দেব। কারণ, এ এডিটাথনে নতুন প্রবন্ধ সৃষ্টির জন্য নম্বর দেওয়া হয়, বিদ্যমান প্রবন্ধের মানোন্নয়নের জন্য নয়। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০২:০৫, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আমার মতে, যে ভাই অনুবাদ করছেন (Md. Abdul Ahad Khan ) তিনি তা করতে থাকুক। বিদ্যমান জর্জ গ্যামফ নিবন্ধে মাত্র ৩ লাইন বাংলা আর বাকী সব ইংরেজি লেখায় ভর্তি, আমরা বরং জর্জ গ্যামফ মুছে দিয়ে তার স্থলে Md. Abdul Ahad Khan-এর অনূদিত লেখা স্থানান্তর করতে পারি। আপনি ব্যবহারকারী_আলাপ:Md._Abdul_Ahad_Khan#জর্জ_গ্যামো-এর বার্তা সরিয়ে নেন, উনি অনুবাদ করতে থাকুক। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩১, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: আফতাব ভাই ধন্যবাদ।Md. Abdul Ahad Khan (আলাপ) ১৩:৪৪, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আগামী এডিটাথনের বিষয় ও সময়সীমা সম্পর্কে

আগামী এডিটাথনের বিষয় কি এবং এর সময়সীমা কতদিন ?Md. Abdul Ahad Khan (আলাপ) ১৩:৪৮, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: পরবর্তী বিষয় হচ্ছে রসায়ন। চলবে ১৫ দিন।—ইয়াহিয়াআলাপ১৫:৫৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আপনার স্ক্রিপ্ট

আপনার স্ক্রিপ্টের ব্যবহার পড়ে ভালো লাগল। আমি এখনই আমার পাতায় এ স্ক্রিপ্টটি কপি করে নিচ্ছি। ধন্যবাদ। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৬:২৪, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: ধন্যবাদ। আগামীকালের এডিটাথনের তালিকা- উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ/নিবন্ধ/রসায়ন।—ইয়াহিয়াআলাপ১৭:৪০, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

স্ক্রিপ্ট

কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয়? আমি কি পারব? মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৯:০৯, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: কেন পারবেন না! সবার আগে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শিখে পূর্বের তৈরি কোডগুলো ঘাটলেই বুঝতে পারবেন, মিডিয়াউইকি সফটওয়্যারে এগুলো কীভাবে কাজ করে।—ইয়াহিয়াআলাপ২০:১৩, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Yahya: ভাই! আমিতো স্ক্রিপ্ট গুলোতে ব্যবহারকারীর নাম দেখলাম। তারপল load বা এরকম টাইপের কিছু একটা লেখা থাকে। আর আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, অনুসন্ধান ও প্রতিস্থাপন টুলটির জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করুন। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ০১:৫৫, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz: এর মানে হচ্ছে, মূল কোড ব্যবহারকারীর অন্য একটি পাতায় আছে। সেখান থেকে কোডটি লোড হয়ে রান করবে। ব্যবহারকারী যাতে সহজে ইন্সটল করতে পারে, এবং কোডের প্রণেতাকে স্বীকৃতি দিতে এরকম সংক্ষিপ্ত কোড সরবারহ করা হয়। আর Find and Replace নামে একটি স্ক্রিপ্ট আগে থেকেই আছে।—ইয়াহিয়াআলাপ০৯:২২, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অপসারণ ট্যাগ

ভাইয়া আমার একটি লেখার বিষয়ে "অপসারণ ট্যাগ" লাগানো হয়েছিল, বিষয় ছিলঃ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা বা গান" কিন্তু আমি তথ্য সূত্র, গ্রন্থ সূত্র সব উল্লেখ করেছি, এমনকি ইউটিউব (বহিঃসংযোগ), এ বিষয়ে আপনার দিক নির্দেশনা চাচ্ছিলাম, দয়া করে যদি একটু বুঝিয়ে বলবেন কি। ধন্যবাদ আপনাকে। Engr.joeen (আলাপ) ১২:৩০, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Engr.joeen: ধন্যবাদ, বার্তা দেয়ার জন্য। আপনার লেখাটি আমি আবারো পড়ে দেখলাম। লেখার শিরোনাম বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গান বা কবিতা না হয়ে, হওয়া উচিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও কবিতা। কারণ প্রথম গানের কথা বলা হলেও পুরো নিবন্ধ গান ও কবিতা নিয়েই লেখা। তাকে নিয়ে রচিত প্রথম গানের আলাদা করে কোনো ঐতিহাসিক গুরুত্ব নিবন্ধ পড়ে পেলাম না। এছাড়াও কিছু সংশোধন দরকার যেমন- পুরো গান তুলে দেয়া যাবে না। এটা উইকিপিডিয়া সমর্থন করে না। প্রয়োজন সাপেক্ষে অল্প কয়েক লাইন দেয়া যেতে পারে। আপনি বরং ব্যবহারকারী:Engr.joeen/বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান ও কবিতা পাতায় নিবন্ধটি তৈরি করতে পারেন। কাজ শেষ হলে আমি সংশোধন করে মূল নামে স্থানান্তর করে দিব।—ইয়াহিয়াআলাপ১২:৫২, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

বঙ্গবন্ধুর প্রথম নির্বাচন ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জ কোটালীপাড়ায় নির্বাচন উপলক্ষে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গান রচনা করা হয় ১৯৫২-১৯৫৪ সালে, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ

এটি একটি ঐতিহাসিক বিষয়, বিভিন্ন গবেষক ও লেখকদের লেখায়, এমনকি ২০১২ সালে আর টিভিতে প্রচারিত হয়েছে এই বিষয় গুলো। আমি তথ্য সূত্র, গ্রন্থসূত্র যুক্ত করেছি। উইকিপিডিয়া বিশ্বকোষে যুক্ত করতেই পোস্ট করা। Engr.joeen (আলাপ) ১৩:২০, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Engr.joeen: কিন্তু আপনার লেখায় প্রথম গান ও কবিতার বিষয়ে যথেষ্ট তথ্য নেই। তাই এটি আলাদা করে উইকিপিডিয়ায় থাকার উপযুক্ত নয়। বরং, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান নিবন্ধের একটি অনুচ্ছেদে প্রথম কবিতা/গানের বিষয়টা থাকতে পারে।—ইয়াহিয়াআলাপ১৩:২৬, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

প্রথম গান

এখানে বিভিন্ন লেখকের বইয়ের রেফারেন্স এবং সাক্ষাৎকার ডকুমেন্টস এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার রেফারেন্স কিন্তু দেয়া হয়েছে Engr.joeen (আলাপ) ১৬:১৮, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

'লোকসংস্কৃতিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ (২০১৭) সালে প্রকাশির রঞ্জনা বিশ্বাসের বইয়ের রেফারেন্স দেয়া হয়েছে, তখন চুয়ান্ন (২০১৫) সালের বইয়ের রেফারেন্স, গানের কবিতায় বঙ্গবন্ধু (২০২০) তপন বাগচীর বইয়ের রেফারেন্স, সরদার খালেদ বিন জয়েনউদদিনের সম্পাদিত বাংলার মুজিব বাঙালির মুজিব (২০২০) বইয়ের রেফারেন্স দেয়া হয়েছে, এমনকি 'শেখ রোকন উদ্দিনের গানঃ যুক্তফ্রন্ট থেকে মুক্তিযুদ্ধ (২০১১) সালের বইয়ের রেফারেন্স দেয়া হয়েছে। সব বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ আছে। এবং ১৯৫২-১৯৫৩-১৯৫৪ সালের আগে বঙ্গবন্ধুকে নিয়ে আর কোন গান কবিতা লিখিত হয়নি, এটা রেফারেন্স এ স্পষ্ট। এছাড়া তথ্যসূত্র এ সমকাল যায়যায় দিনের পত্রিকার তথ্য দেয়া হয়েছে। এমন কি এ বিষয়ে ডকুমেন্টারির ইউটিউব লিংক দেয়া হয়েছে।

"বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা বা গান" পোস্টে রেফারেন্স হিসেবে আর কি দরকার আছে, যদি বলতেন উপকারহত। লোকসাহিত্য লেখক গবেষকদের বই। ঐতিহাসিক দলিল সব। ইউটিউব থেকে সাক্ষাৎকার দেখে নিতে পারেন। আমি কি ভিডিও সাক্ষাৎকার যুক্ত করে দিবো, লেখার সাথে? জানালে উপকৃত হবো।— Engr.joeen (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Engr.joeen: ভিডিও আপলোড করার প্রয়োজন নাই। করলে সেটা কপিরাইট লঙ্ঘন হবে। আপনি যদি প্রথম কবিতা/গান নিয়েই লিখতে চান তবে নিবন্ধটি সেই বিষয় নিয়েই লিখতে হবে। অপ্রাসঙ্গিকভাবে সকল গান/কবিতা টেনে আনা যাবে না। এবং আপনি যদি মনে করেন, শুধু প্রথম কবিতা/গান নিয়ে বিশ্বকোষে থাকার মতো পর্যাপ্ত তথ্য যুক্ত করতে পারবেন, তবে খেলাঘর পাতায় নিবন্ধটি লিখুন। কাজ শেষ হলে আমাকে জানাবেন।—ইয়াহিয়াআলাপ০৫:১১, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
এবং তথ্যসূত্র হিসেবে উপরে যা উল্লেখ করেছেন, সবগুলোই ব্যবহার করতে পারবেন।—ইয়াহিয়াআলাপ০৫:১৪, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

উইকিমিডিয়া কমন্স

কমন্সের কোন ছবি ডাউনলোড না করে ক্রপ করার কোন ওয়ে আছে? - ওয়াইস আলাপ ১৬:৪৩, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: জ্বি, আছে। পছন্দসমূহ (Preferences) -এ গিয়ে গ্যাজেট ট্যাবে গেলে ক্রপ টুল নামে একটি গ্যাজেট পাবেন। সেটা চালু করলে সাইড বারে একটি ক্রপ অপশন পাবেন।—ইয়াহিয়াআলাপ১৬:৫৯, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধটি একটু দেখুন

ভাইয়া, অরুণ শীল নিবন্ধটি একটু দেখুন, এটি উল্লেখযোগ্য কিনা। আমি ঠিক নিশ্চিত নই। কারণ, তথ্যসূত্র হিসেবে বাংলা একাডেমির লেখক অভিধানের উল্লেখ রয়েছে। — আদিভাইআলাপ০৩:৫৮, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

পুনশ্চঃ এই নামে বাংলা একাডেমির কোনো প্রকাশনা কি আদৌ আছে? এখানে প্রকাশনার তালিকা দেখুন। অবশ্য এই তালিকায় দ্বিজেন শর্মার কোনো বইও নেই! কাজেই সন্দেহের অবকাশ থাকে। — আদিভাইআলাপ০৪:০৬, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: আমি গুগল করেও এরকম কোনো লেখক অভিধানের নাম পেলাম না। যদি আইএসবিএন বা অনলাইন আর্কাইভের লিংক দেয়া থাকতো, তবে যাচাই করা যেতো। সুতরাং, এখানে এমন কোনো যাচাইযোগ্য সূত্র নেই যার দ্বারা কোনো জাতীয় চরিতাভিধানে প্রোফাইল থাকার শর্ত পূরণ করে। এছাড়া অন্য কোনো মানদণ্ডে তো উত্তীর্ণ নয়ই। সুতরাং আমি দ্রুত অপসারণের পক্ষে।—ইয়াহিয়াআলাপ০৯:৪৫, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ, ভাইয়া। আমি {{Db-person}} ট্যাগ লাগিয়ে দিয়েছি। — আদিভাইআলাপ০৯:৪৮, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভাই, আপনাকে শিক্ষিত এবং পূর্ণমার্জিত ভালো মানুষ মনে করি। গুগুল দুনিয়ায় অরুণ শীল নামের কোন লেখক খুজেঁ পাননি। আর আমি পেলাম কোথায়? আমি সামান্য শিল্প সাহিত্য নিয়ে চিন্তা করি তাই হয়তো নজরে এসেছে। কিছুক্ষণ আগে আমার দেওয়া কিছু লিংক পূর্বাবস্থায় ফেরতের মতো চলে গেছে। লিংক গুলো দেখুন। আপনার তো হিরো আলমকে চিনেন বেশি। হিরো আলমকে নিয়ে লিখলে হয়তো শিক্ষিত মার্জিত রুচির পরিচয় দিতেন। ভাবছি উইকিপিডিয়া আর কাজই করবো না {{''মন্ত্রী '' (আলাপ) ১৭:৫৮, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)}}

আর লেখক অভিধান লিংকটা, একটি পুরোনো বই। বইটার ছবি এবং পিডিএফ পাঠাবো? {{''মন্ত্রী '' (আলাপ) ১৮:০১, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)}}

আমাকে তো কাজই করতে দিচ্ছেন না। পূর্বস্থায় ফেরত ও ট্যাগ লাগিয়ে। আমি ওনার কাছে সময় চেয়েছি। নিবন্ধনটি যাচাইবাচাই করে ঠিক করবো। কিন্তু আমাকে কোন কাজই করতে দিচ্ছে না। অনেক সময় দিয়ে অনেক গুলো লিংক যোগ করেছি। নতুন কোন নিবন্ধনে অন্তত সময় দেওয়া উচিত কারণা আমরা সাধারণ উইকিপিডিয়ানরা আপনাদের মতো এতো প্রযুক্তি জ্ঞান জানি না। সামন্য যা জানি তাতে লেখা হয়। সুতারং বিবেচনা করে অপসারণ ট্যাগ সরিয়ে নেওয়া হোক। ''মন্ত্রী '' (আলাপ) ১৮:১৫, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@ আমি ইয়াহিয়া ভাইকে বলছি। ''মন্ত্রী '' (আলাপ) ১৮:২০, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Azamvai: আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন। শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করুন। কেউ অপসারণ ট্যাগ লাগালে তা নিবন্ধ প্রণেতা অপসারণ করতে পারেন না। অপসারণ ট্যাগ রেখে আপনি নিবন্ধের উন্নয়ন চালিয়ে যেতে পারেন। অথবা আপনার ব্যবহারকারী উপপাতায় নিবন্ধের মানোন্নয়ন করুন। নিবন্ধে অপসারণে আপত্তি থাকলে সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় বলুন, এখানে নয়। প্রশাসক দেখে ব্যবস্থা নিবেন। মানসম্মত নিবন্ধ তৈরি করুন, তাহলে আর কেউ ট্যাগ লাগাবে না। আপনার তৈরি আরও একটি নিবন্ধ আছে যেটি অপসারণ যোগ্য। নিরুৎসাহিত হবেন বলে এতোদিন ট্যাগ লাগাইনি। বাংলা বানানের দিকে বিশেষ খেয়াল রাখবেন।—ইয়াহিয়াআলাপ১৮:৩৩, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

পরবর্তী এডিটাথন

বিজ্ঞানের আর কোন কোন বিষয় নিয়ে এডিটাথন করার পরিকল্পনা করছেন? দেখুন, বিজ্ঞান বিষয়ে মানুষের আগ্রহ বেশি- এটাই আপনাদের বক্তব্য। কিন্তু এর প্রতিফলন তো দেখা যাচ্ছে না । ইতিহাস এডিটাথনে ৫৩ জন এবং ভূগোল এডিটাথনে ৫৫ জন ব্যবহারকারী অংশ নিয়েছিলেন। অপরপক্ষে, পদার্থবিজ্ঞান এডিটাথনে ২৯ জন ও রসায়ন এডিটাথনে এখন পর্যন্ত মাত্র ১৯ জন ব্যবহারকারী প্রবন্ধ লিখেছেন। বেঙ্গলি পটেটো ইটার সাহেব, সাইফুর সাহেব, ওয়াকিম সাহেব , সাকিব সাহেব-কেউই আর প্রবন্ধ লিখছেন না । এমনকি আপনিও পদার্থবিজ্ঞান এডিটাথনে কোনো প্রবন্ধই লিখেননি। ফিরোজ সাহেব সহ অনেক ব্যবহারকারীর প্রবন্ধ তৈরির গতি শ্লথ হয়ে গেছে। সুতরাং-"বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ রচনায় মানুষের আগ্রহ বেশি"-এটা কি ভুল প্রমাণিত হচ্ছে না? সামনের এডিটাথনগুলোতে যেন হালকা বিষয় রাখা হয়, এজন্য অনুরোধ করছি । নাহলে দেখা যাবে , সামনের জীববিজ্ঞান এডিটাথনে আমি, শ্রীযুক্তা সুজাতা, শ্রী দেবব্রত জানা, জনাব জুহানী খান, জনাব ফিরোজ আহমেদ ও জনাব আবদুল আহাদ খানছাড়া কেউই "মানসম্মত" প্রবন্ধ লিখছেন না। আর নিবন্ধ পর্যালোচনায় বিশাল জুরিবোর্ড রেখে লাভ কী? কোনো কোনো জুরি একটি নিবন্ধও রিভিউ করেননি । এমতাবস্থায় আহাদ সাহেব ১০০০ সম্পাদনা করে বিচারক হবার পারমিশন চাইলেও আপনারা "অনভিজ্ঞতা"র কারণ দেখিয়ে তাকে অস্বীকৃতি জানাচ্ছেন। জুরিবোর্ডের সদস্য যাঁরা একটি নিবন্ধও পর্যালোচনা করেননি , তাঁরাই তাঁকে বিচারক হতে দিচ্ছেন না। অভিজ্ঞ লোকরা নিষ্ক্রিয় থাকলে অনভিজ্ঞদের সুযোগ দেওয়াই বাঞ্ছনীয় নয় কি? জুরিবোর্ডের সিনিয়র সদস্যরা নানারকম এডিট করেন, কিন্তু নিবন্ধ পর্যালোচনায় কিছুটা সময় তাঁরা ব্যয় করেন না! প্রতিটি বিষয়ের উপর আপনার মতামত কামনা করছি। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৬:৫৭, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: ধন্যবাদ, বিশাল বার্তার জন্য! এডিটাথন শুরুর পর আলাপ পাতায় ও অফিসিয়াল ফেসবুক গ্রুপে অনেকেই বিজ্ঞান নিয়ে এডিটাথন শুরুর প্রস্তাব দিয়েছিল। সকলের আগ্রহ দেখে আমিই প্রথম বিজ্ঞান এডিটাথনের প্রস্তাব দিয়েছিলাম। তবে ইচ্ছা পোষণ সহজ হলেও বিজ্ঞানের নিবন্ধ তৈরি অপেক্ষাকৃত কঠিন। তাই অংশগ্রহণকারী কমে গেছে। এ নিয়ে মেসেঞ্জার গ্রুপেও আলোচনা হয়েছে। তাই জীববিজ্ঞান এডিটাথনের পর আবার বিজ্ঞানের বাইরের কোনো বিষয় নিয়ে এডিটাথন করা নিয়ে আলোচনা হয়েছে। আপনি মেসেঞ্জারে থাকলে কিছুটা সুবিধা হতো। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগত কারণে উইকিতে খুব বেশী সময় দিতে পারছি না। সাকিবেরও একই অবস্থা। তাই আমি আপতত অল্প সময়ে তৈরী করা সম্ভব এমন নিবন্ধ নিয়ে কাজ করছি। উইকিপিডিয়ায় সবাই-ই স্বেচ্ছাসেবী। কেউ কাজ করতে না পারলে তাকে বাধ্য করা উচিত নয়, বা ঠিকও নয়। আপনি নিয়মিত পর্যালোচনা করায় অনেকেই নির্ভার। এছাড়া অনেকে পর্যালোচনা না করলেও নিয়মিত তালিকা তৈরির কাজ করছে, যেটা পর্যালোচনা করার চেয়েও কঠিন কাজ। অনভিজ্ঞ ব্যবহারকারীরা উইকিপিডিয়ার রচনাশৈলী ও নীতিমালাগুলো সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন না। তাই তাদের কোনো সিদ্ধান্ত বিতর্কিত হতে পারে। আমি আশা রাখি, আহাদ ভাই পরবর্তী কোনো এডিটাথনে জুরি হিসেবে কাজ করবেন।—ইয়াহিয়াআলাপ১৪:৩৭, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

সুপ্রিয় Yahya,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভুল ত্রুটি সংশোধন

শান্তনু ভট্টাচার্য নিবন্ধের ভুল ত্রুটি সংশোধন করেছি। দয়া করে এ নিবন্ধ এবং এর পাশাপাশি পিকরিক অ্যাসিড নিবন্ধটিও গ্রহণ করুন। তাহলেই রসায়ন এডিটাথনের সব নিবন্ধ গৃহীত হয়ে যাবে। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০২:৪৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: ধন্যবাদ। করেছি।—ইয়াহিয়াআলাপ০৫:৫৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  নিরলস অবদানের পদক
দীর্ঘ দিন ধরে আপনি বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আপনার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৩১, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib: তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পদক আমাকে আমার কাজে আরো উৎসাহী করবে। —ইয়াহিয়াআলাপ০৬:৪৪, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

 
সুপ্রিয় Yahya,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -≈ MS Sakib  «আলাপ» , শনিবার ৬:৫১, ০৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার ইমেইল এসেছে!

 
হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
০৯:২৯, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

সাফী মাহফূজ বলুন ০৯:২৯, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

 
হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
০৫:০৯, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
সাফী মাহফূজ বলুন ০৫:০৯, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

জমা দয়ে দিন

@Yahya: জনাব, আশা করি ভালো আছেন। পরশুরাম (১৯৭৯-এর চলচ্চিত্র), চোমনা দুডি, অমৃতরামম, রান (২০২০-এর ভারতীয় চলচ্চিত্র)মিডল ক্লাস মেলোডিজ -- এই পাঁচটি নিবন্ধ অনুগ্রহপূর্বক জমা দিয়ে দিন।  কুউ পুলক   🖂  ১০:১৪, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@কুউ পুলক: এই পাঁচটি নিবন্ধের ক্ষেত্রে আগের বারের মতো সিস্টেমকে ফাঁকি দেয়া যাচ্ছে না। :( কারণ, এতে ছক বা বুলেট লিস্ট নাই। @আফতাবুজ্জামান: ভাই একটু দেখবেন।—ইয়াহিয়াআলাপ১১:৫৬, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ভুল ত্রুটি সংশোধন

লাক মন্টেনিয়ে ও গুন্টার ব্লোবেল নিবন্ধের ভুল-ত্রুটি সংশোধন করেছি। অনুগ্রহপূর্বক নিবন্ধগুলো গ্রহণ করুন। আর বাকি নিবন্ধগুলোও গ্রহণ করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করুন। Ppt2003 (আলাপ) ১৩:৩৯, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: ধন্যবাদ।   করা হয়েছে। —ইয়াহিয়াআলাপ১৩:৫৭, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

৩০০+ নিবন্ধ পদক

  ৩০০+ নিবন্ধ পদক
প্রিয় @Yahya:, সম্প্রতি আপনি অপসারণ বাদে বাংলা উইকিপিডিয়ার জন্য ৩০০+ নিবন্ধ তৈরী করেছেন। কোন সন্দেহ নেই, এই সংখ্যা একদিন হাজার ছাড়িয়ে যাবে। বিশেষ করে বিভিন্ন স্থান নিয়ে আপনার নিবন্ধ গুলি ভাল হচ্ছে। 'লক্ষ্য এবার লক্ষ' ও নতুন নিবন্ধ তৈরীরে স্পৃহা বৃদ্ধির জন্য আপনাকে এই পদক দিলাম। নতুন নিবন্ধ তৈরীর পাশাপাশি অসম্পূর্ণ নিবন্ধে(যদি থাকে) পূর্ণতা আনার অনুরোধ থাকলো। শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৭:৪৭, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@FaysaLBinDaruL: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পদক ভবিষ্যতে আরও ভালো নিবন্ধ তৈরিতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। —ইয়াহিয়াআলাপ০৯:১১, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

কম হওয়া সত্বেও জমা

ভাই! লক্ষ্যের জন্য সুরজ পে মঙ্গল ভারী নিবন্ধটি তৈরি করে জমা দিতে গিয়ে দেখি, শব্দ কম দেখাচ্ছে। তারপর "পাতার আকার" অপশনটি দিয়ে দেখলাম ২০০-এর চেয়ে কিছু বেশি। এমন ভাবে দুবার জমা দিতে গিয়ে ব্যর্থ হই এবং লক্ষ্যের আলোচনায় জমা নেবার অনুরোধ করি। তার পর তৃতীয়বার জমা দিতে গিয়ে দেখি প্রত্যেকবার জমাদানের পরীক্ষায় X এর পরে আকার দেখানো হতো, আর Add বাটনটা ভাসতনা। কিন্তু ৩য় বার জমা দানের সময় দেখি ৩০০- হওয়া সত্যেও জমা হয়ে গেল। কিন্তু কিভাবে?? সাফী মাহফূজ বলুন ১১:০৬, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz:, আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুসারে বিশেষ বিশেষ ক্ষেত্রে ৩০০ শব্দের নিবন্ধ জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। হীরক রাজা ❯❯❯ আলাপ ১২:৪১, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ভুল ত্রুটি সংশোধন

ডিভোর্জিয়া আললিতানিয়া প্রবন্ধের ত্রুটি সংশোধন করেছি । Ppt2003 (আলাপ) ১৬:৩৪, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আপনার অনেক নিবন্ধে এখনো ইংরেজি বিষয়শ্রেণী রয়ে গেছে। —ইয়াহিয়াআলাপ১৬:৫৮, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Yahya:, আচ্ছা দেখব। তবে সিলেটে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সমস্যায় আছি। Ppt2003 (আলাপ) ১৫:৩৬, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

গ্যাজেটের ব্যবহার

@Yahya: ভাই, টুইংকেল সম্পাদনা গ্যাজেট ব্যবহার করে কিভাবে ধ্বংসপ্রবণতা রোধ করা হয় দয়া করে জানাবেন :)ভোরের পাখি আলাপ ১৩:২৯, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: টুইংকল শুধুমাত্র ডেস্কটপ মোডে কাজ করে। গ্যাজেট থেকে এটি চালু করলে সাম্প্রতিক পরিবর্তন, নজর তালিকা ও সম্পাদনা পার্থক্যে কিছু অতিরিক্ত লিংক যোগ করে। আপনি যদি [পুনর্বহাল (ধ্বংসপ্রবণতা)] লিংকে ক্লিক করেন তাহলে সর্বশেষ সম্পাদনাটি ধ্বংসপ্রবণতা হিসেবে চিহ্নিত হয়ে বাতিল হয়ে যাবে। এছাড়া ধ্বংসাত্মক পাতাগুলোতে দ্রুত অপসারণ ট্যাগ লাগাতে, ধ্বংসপ্রবণ ব্যবহারকারীকে বার্তা দিতেও টুইংকেল ব্যবহার করা হয়। সেটিংস ও ইন্সটলেশন প্রক্রিয়া পাবেন এই পাতায়।—ইয়াহিয়াআলাপ১৪:০১, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)

কাঠমান্ডু প্রবন্ধ

@Yahya: ভাই,কাঠমান্ডু শীর্ষক নিবন্ধে একটিমাত্র তথ্যসূত্র রয়েছে পুুরো নিবন্ধে! এক্ষেত্রে কি অসম্পূর্ণ ট্যাগ দিব নাকি? ভোরের পাখি আলাপ ০১:১৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

এছাড়া, রুপান্তর:অকার্যকর সংযোগ এর ব্যবহার কি।ভোরের পাখি আলাপ ০১:৫৪, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001:, আপনি অধিক তথ্যসূত্র প্রয়োজন ট্যাগটি ব্যবহার করুন। Ppt2003 (আলাপ) ০৩:৩৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@ShazidSharif2001: অসম্পূর্ণ নিবন্ধ ট্যাগ লাগানো হয় ছোট নিবন্ধে। আর অকার্যকর সংযোগ ট্যাগ লাগানোর কাজ ইন্টারনেট আর্কাইভ বট নামে একটি বট করে থাকে।—ইয়াহিয়াআলাপ০৪:৩৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Yahya: আমি {{উৎসহীন|date=নভেম্বর ২০২০}} লাগিয়ে দিয়েছি।ভোরের পাখি আলাপ ০৪:৪২, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@ShazidSharif2001: নিবন্ধে একটি মাত্র সূত্র থাকলে {{একটি উৎস}} লাগানো যেতে পারে। কিন্তু আমার মতে, এটি না লাগিয়ে কিছু সূত্র যোগ করা উচিত।—ইয়াহিয়াআলাপ০৪:৫০, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

পরীক্ষা করুন

@Yahya: ভাই,জুমা খান পাতাটি দয়া করে পরীক্ষা করুন এবং পরীক্ষিত বলে চিহ্নিত করুন। ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ১২:৪৯, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: করেছি। ভালো অনুবাদ করেছেন।—ইয়াহিয়াআলাপ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

জানা আছে?

উইকিতে ব্যবহৃত “পূর্বনির্ধারিত বাছাইয়ের চাবি” কথাটার অর্থ কী? - ওয়াইস আলাপ ১৪:২৬, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: নির্ভর করে কোথায় ব্যবহৃত হয়েছে তার উপর। চাবি বলতে keyword বোঝানো হতে পারে। বাছাই বলতে সর্টিং (sorting) বোঝানো হতে পারে। মানে, সর্টিং করার জন্য ডিফল্ট কীওয়ার্ড। —ইয়াহিয়াআলাপ১৬:২২, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
এই যে নিবন্ধের শেষে পূর্বনির্ধারিতবাছাই বলে কমা দিয়ে যে নাম যোগ করা হয়, তাতে ফায়দা কি? - ওয়াইস আলাপ ১৭:৩১, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: এবার বুঝতে পেরেছি। আপনি {{পূর্বনির্ধারিতবাছাই:চাবি}} টেমপ্লেটের কথা বলেছেন। এটি ব্যবহার করলে বিষয়শ্রেণী তালিকায় নিবন্ধটির আসল নামে তালিকাবদ্ধ না হয়ে টেমপ্লেটে দেয়া চাবি বা কীওয়ার্ড অনুসারে তালিকাবদ্ধ হয়। উদাহরণস্বরূপ, আপনি চাবি শব্দের পরিবর্তে ‘অ’ ব্যবহার করলে সংশ্লিষ্ট নিবন্ধটিতে ব্যবহৃত বিষয়শ্রেণীগুলোতে পাতাটি সবার উপরে দেখাবে। —ইয়াহিয়াআলাপ০৪:৪১, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
রাইট, বিষয়টা কালকে লক্ষ্য করলাম। তবে এই একটা বিষয় ছাড়া এটা ব্যবহার করায় আর কিছু দেখছি না। - ওয়াইস আলাপ ০৪:৫৩, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

সমস্যা দেখুন এবং পরীক্ষা করুন।

@Yahya: ভাই,হাফিজ সায়েদ খান নিবন্ধটি দেখুন তো। অন্য ভাষার উইকি- র সাথে সংযুক্ত হচ্ছে না( অন্য ভাষায় উপলব্ধ নয়)।এক্ষেত্রে নিবন্ধটি পরীক্ষা করুন এবং যোগ্য হলে পরীক্ষিত বলে চিহ্নিত করুন। ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ১৬:১৯, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Yahya: ভাই, যার বিষয়ে নিবন্ধ তার ছবিটিও প্রদর্শিত হচ্ছে না।ভোরের পাখি আলাপ ১৬:২০, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Yahya: ভাই, ছবির কি হবে?ভোরের পাখি আলাপ ১৬:৪৩, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@ShazidSharif2001: ছবি আপলোড করে দিয়েছি। ভাষা সংযোগ দিয়ে দিয়েছি। কপিরাইট যুক্ত ছবি কমন্সে আপলোড করা যায় না। তবে শর্তসাপেক্ষে লোকাল উইকিতে ব্যবহার করা যায়। কমন্সে না থাকায় এ সমস্যা হয়েছিল। —ইয়াহিয়াআলাপ১৬:৪৭, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Yahya: আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০০:২৭, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

কপিভায়ো

ইয়াহিয়া ভাই, কপিভায়ো কিভাবে ব্যবহার করতে হয়? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:৩৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: আপনি যেহেতু মোবাইল মেনু স্ক্রিপ্টটি ব্যবহার করেন, তাই যে কোনো নিবন্ধের নিচে কপিভায়ো বাটনে ক্লিক করলে সেই নিবন্ধটির কোন অংশ কত শতাংশ অন্য ওয়েবসাইট থেকে কপি করে আনা হয়েছে তা দেখা যাবে। স্ক্রিপ্টে এই সরঞ্জামটি ব্যবহার করা হয়েছে। সরঞ্জামটি গুগল সার্চ করে ফলাফল তৈরী করে এবং নিবন্ধে ব্যবহৃত সূত্রগুলোর সাথে মূল নিবন্ধের পার্থক্য দেখায়। সরাসরি লিংক ব্যবহার করলে আপনাকে ভাষা ও নিবন্ধের নাম লিখে দিতে হবে। তবে স্ক্রিপ্টের ইউআরএল এমনভাবে কনফিগার করা হয়েছে যাতে সরাসরি ফলাফল দেখায়।—ইয়াহিয়াআলাপ০৯:০১, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Yahya: উত্তর প্রদানের জন্য   আপনাকে অনেক ধন্যবাদ। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:১১, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ভুল ত্রুটি সংশোধন

উনা জর্নাতা পার্তিকোলারে নিবন্ধের ভুল-ত্রুটি সংশোধন করা হয়েছে।Ppt2003 (আলাপ) ০৮:৫১, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003:   করা হয়েছে। —ইয়াহিয়াআলাপ০৯:০৫, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

স্নায়ু জালক।

@Yahya: ভাই, স্নায়ু জালক নিবন্ধটি পরীক্ষা করুন। এরপর নিবন্ধটির মেরুদণ্ডীয় জালক নামক উপশিরোনাম অংশে দেখুন।কিছু অবাঞ্ছিত ইংরেজি শব্দ দেখা যাচ্ছে। এই অংশের উৎস সম্পাদনায় এগুলো বাদ দিলে আবার বাকি লেখাগুলো কোড আকারে আসে। দেখুন তো সমস্যা কি! ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৯:২৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: আপনি সম্ভবত ছকটির কথা বলেছেন। আমি ইংরেজি উইকি থেকে ছকটি এনে দিয়েছি। আপনি সেটা অনুবাদ করে <!-- .... --> চিহ্নটা বাদ দিয়ে সংরক্ষণ করে দেখুন। যদি কোড দেখা যায় আমি ঠিক করে দিব। —ইয়াহিয়াআলাপ১০:০২, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Yahya: ভাই নিবন্ধটির মেরুদণ্ডীয় জালক অংশে সম্পাদনায় আপনার সহযোগিতা কামনা করছি।ভোরের পাখি আলাপ ০১:৪৬, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

পুরাণ নিবন্ধ বিষয়ে

এই নিবন্ধে চরম ধ্বংস প্রবনতা চালানো হয়েছে।এটি উদ্ধার করুন।আমি করতে পারছি না। - শাকিল হোসেন আলাপ MdsShakil (আলাপ) ০৫:১৪, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@MdsShakil:   করা হয়েছে।—ইয়াহিয়াআলাপ০৫:৫৫, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MdsShakil: আপনার স্বাক্ষরে সমস্যা। আপনার বিশেষ:পছন্দসমূহ পাতায় গিয়ে স্বাক্ষর বক্সের নীচে দেখবেন স্বয়ংকৃয় স্বাক্ষর যোগের অপশন আছে, সেটা অন করলে এরকম সমস্যা হবেনা। তখন ~~~~ যোগ করলে স্বাক্ষর যোগ হবে। ধন্যবাদ। কাঞ্চন (আলাপ) ০৬:৫০, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ, ঠিক করা হয়েছে। - শাকিল হোসেন আলাপ ০৭:৫৫, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ধংসপ্রবণ সম্পাদনা

পুরাণ নিবন্ধে যে আইপি ব্যবহারকারী অনবরত ধবংসপরবণ সম্পাদনা করেছিল,তাকে কোনোভাবে সম্পাদনা করা থেকে বিরত করা যাবে কি?? কারণ ভবিষ্যতেও সে এরকম করতে পারে। REVENGER IHM AA S (আলাপ) ০৬:২৪, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@REVENGER IHM AA S: আইপি ব্লক করা যেতে পারে। কিন্তু এতে খুব একটা লাভ হয় না। আবার অন্য আইপি নিয়ে ঝাপিয়ে পরতে পারে। আমি আফতাব ভাইকে সম্পাদনাগুলো হাইড করে দেয়ার অনুরোধ করেছি। এরপরও ধ্বংসপ্রবণতা চলতে থাকলে সুরক্ষার আবেদন করবো, যাতে কোনো আইপি পাতাটি সম্পাদনা করতে না পারে।—ইয়াহিয়াআলাপ০৬:৩০, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
"Yahya/সংগ্রহশালা ২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।