Mzsabusayeed
এই ব্যবহারকারীকে অসীম সময়ের জন্য বাধাদান করা হয়েছে। কারণ ব্যবহারকারী পরীক্ষণে নিশ্চিত হওয়া গেছে যে, এই অবদানকারী তাঁর এক বা একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার করেছেন।
(অ্যাকাউন্টের তথ্যাদি: বাধাদান লগ · সন্দেহভাজন সকপাপেট · নিশ্চিতকৃত সকপাপেট) |
স্বাগতম বার্তা
সম্পাদনাপ্রিয় Mzsabusayeed, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।
এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
- * Bangla script display help - Please follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
- * এক নজরে সম্পাদনা সহায়িকা - অতিপ্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর তালিকা পাবেন এখানে।
- * উইকিপিডিয়া কী নয় - উইকিপিডিয়ায় সঙ্কলনযোগ্য নিবন্ধের মাপকাঠি জানতে এটি পড়ুন।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-
- আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
- Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
- অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
- নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
- নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
- উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikimedia-bd ব্যবহার করুন।
- এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।
দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৭, ১৭ জানুয়ারি ২০১০ (UTC)
দুই এক লাইনের নিবন্ধ
সম্পাদনাঅনুগ্রহ করে দুই এক লাইনের নিবন্ধ তৈরি করবেন না। দুই এক লাইনের নিবন্ধ শুধুমাত্র উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে মান বৃদ্ধি করে না। তাই আমরা অন্তত দুই প্যারা লেখা দিয়ে নিবন্ধ তৈরিতে উৎসাহিত করি। অতএব আবারও অনুরোধ করছি আগে তৈরি করা আপনার নিবন্ধগুলোর মানোন্ননয়ন করুন তারপর নতুন নিবন্ধে হাত দিন। বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:০৯, ৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
সাহায্য
সম্পাদনাকি ব্যাপারে সাহায্য চাচ্ছেন তার বিস্তারিত লিখুন। কোন নিবন্ধ থেকে কোন নিবন্ধে ছবি যোগ করতে চান তা লিখুন। আর অবশ্যই আপনার বার্তার শেষে স্বাক্ষর যোগ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
আলফা কলা ও টিনটিন দ্রুত অপসারণ
সম্পাদনাদ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহনযোগ্য নীতিমালা দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে হতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।
অনুগ্রহপূর্বক, কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১০:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
টিনটিনের চরিত্র
সম্পাদনাটিনটিন কমিকস নিয়ে আপনার কাজের জন্য সাধুবাদ। আপনি টিনটিনের অনেকগুলো চরিত্রকেই টিনটিনের রাজনৈতিক চরিত্র নিবন্ধে রিডিরেক্ট করেছেন, কিন্তু এর অনেকগুলোরই পৃথক নিবন্ধ হওয়ার মতো উল্লেখযোগ্যতা আছে। যেমন: জেনারেল টাপিওকা, কুরভি তাশ ইত্যাদি। তাই নিবন্ধ না শুরু করে শুধু পুনর্নির্দেশ না করার অনুরোধ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৬:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ
সম্পাদনাউইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন। চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তার সত্ব সংরক্ষিত বা কপিরাইট যুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটকৃত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? ( যা আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমনসে অ্যাকাউন্ট তৈরী করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।
{{Information |Description= |Source= |Date= |Author= |Permission= |other_versions= }}
উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎস ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেইগুলিকে যথাযত ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেষ্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এইটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...
- Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
- Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
- Date এই কাজে তৈরী অথবা প্রকাশের তারিখ দিন
- Author এর প্রনেতার নাম দিন
উৎস-বিহীন ও কপিরাইট ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবার ধন্যবাদ।
--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- Please clarify me and i dont understand what are you saying. Your all uploaded images is copyrighted(base image).Please read carefully above message. thanks.--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
আপলোড
সম্পাদনাআপনার প্রশ্ন বোঝা যাচ্ছে না। যেটুকু বুঝলাম... আপনার আপলোড করা ছবির কপিরাইট উৎস ব্যাপারে আপনিই ভালো বলতে পারবেন। ছবিগুলি কোথা থেকে পেয়েছেন? কোন ইংরেজি নিবন্ধের ছবি ব্যবহার করতে চান? বাংলা লেখার জন্য কি সফটওয়ার ব্যবহার করছেন?--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
একুশে ফেব্রুয়ারি
সম্পাদনাআপনাকেও আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের শুভেচ্ছা। ইংরেজী উইকিপিডিয়ার ছবি বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার করতে পারবেন যদি ছবিটি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা থাকে তবে। আর অবশ্য ইংরেজী উইকিপিডিয়ার নন-ফ্রি ছবিগুলো বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে না। আর বাংলা উইকিপিডিয়া ৬৭ থেকে ৬৮ নেমে গেছে, তা ঠিক। তবে এটি শুধু মাত্র উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যার ভিত্তিতে। এর মানের ভিত্তিতে নয়। আমরা উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। তাতে শুধু নিবন্ধ সংখ্যাই বাড়ে এর নিবন্ধের মান বাড়ে না। তাই র্যাংকিং এর কথা চিন্তা না করে আসুন উইকিপিডিয়ার নিবন্ধের মানোন্নয়ন করি। নিবন্ধে আরও লেখা যোগ করি। অন্যকে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানাই। তাদের উইকিপিডিয়া পড়তে এবং অবদান রাখতে বলি। বাংলা উইকিপিডিয়ার অবদানকারীর সংখ্যা যত বাড়বে এর অগ্রগতির হারও বাড়বে। বাংলা উইপিডিয়ার অগ্রগতিতে আপনার অবদান অব্যাহত থাকুক আর আমাদের সাথেই থাকুন। এই কামনা। আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আপনাকেও অমর একুশের শুভেচ্ছা। --অর্ণব দত্ত (talk) ০৭:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- অমর একুশের শুভেচ্ছা। উত্তর দেওয়ার জন্য বেলায়েত ভাইকেও ধন্যবাদ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১২:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
টিনটিন
সম্পাদনাআপনি টিন টিন নিয়ে যে সব নিবন্ধ তৈরি করছেন তার সবগুলোই টিনটিন নিবন্ধে আলাদা অনুচ্ছেদ করে দেওয়া প্রয়োজন কারণ এগুলো সবই টিনটিন সম্পর্কিত। এ বিষয়গুলোর জন্য আলাদা আলাদা নিবন্ধ তৈরি করার প্রয়োজন নাই। অনুগ্রহ করে লেখা/তথ্য গুলো একটি অর্থ্যাৎ টিনটিন নিবন্ধে সন্নিবেশ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
অমর একুশের শুভেচ্ছা
সম্পাদনাআপনাকেও অমর একুশের শুভেচ্ছা। ভাল থাকবনে। ধন্যবাদ ---- কাজী ফয়সাল (আলাপ | অবদান) ১২:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
ইংরেজি নিবন্ধ থেকে ছবি ব্যবহার ও রেফারেন্স যোগ
সম্পাদনাযদি ছবিটি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা থাকে। তবে [[File:Something.jpg|thumb]] লিখেই আপনি বাংলাসহ সকল উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহার করতে পারবেন। আর রেফারেন্স যোগের জন্য লিখুন <ref>আপনার রেফারেন্স</ref>, এবং শেষে একটা শিরোনাম দিন == তথ্যসূত্র == এবং নিচে লিখুন {{reflist}}। ব্যস তাহলেই রেফারেন্স দেখাবে। আপনি চাইলে ইংরেজি থেকে রেফারেন্স কপি করে পেস্ট করে দিতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। কোনো অস্পষ্টতায় আমার আলাপ পাতায় প্রশ্ন রাখুন। ধন্যবাদ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৬:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
ভারতের সব রাজ্যের উপরে নিবন্ধ আগে থেকেই আছে। দয়া করে ইংরেজি শিরোনামে ভুক্তি শুরু না করে ঐ নিবন্ধ গুলোতে কাজ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
user page editing
সম্পাদনাআমার user page কে সম্পাদনা করেছেন? যিনিই করুন ভালই করেছেন। Mzsabusayeed (talk) ১৪:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
উদ্ধৃতিসংগ্রহ
সম্পাদনাসমস্যাটি হল এই জাতীয় পাতা সৃষ্টি উইকিপিডিয়ার নীতিবিরোধী। এটি বিশ্বকোষ, উদ্ধৃতি অভিধান নয়। --অর্ণব দত্ত (talk) ১৫:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- দুঃখিত সঈদভাই; পাতাগুলো অচিরেই মুছে ফেলা হবে। উদ্ধৃতি সংগ্রহের আলাদা প্রকল্প আছে। তার নাম উইকিউক্তি। বাংলাতে এ প্রকল্পটি এখনো চালু হয় নি। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৫:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
একটি কোষের অনেক অংগাণু থাকে। যেমন nucleus, golgi body, mitochondria, ribosome, ইত্যাদি। না হলে কোষ পুরো হয়না। তবে ভাইরাস জাতীয় অকোষীয় বস্তুর কথা আলাদা। এখন বেছে নিন বাংলা উইকিপিডিয়া বিশ্ব কোষ না ভাইরাস হয়ে থাকবে।Mzsabusayeed (talk) ১৫:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- অবিশ্বকোষীয় উপাদানের সংক্রমণ ঘটলে আমাদের এত বছরের পরিশ্রমে জল ঢেলে দিয়ে বাংলা উইকিপিডিয়া সত্যিই ভাইরাসে পরিণত হবে। আর সেই কারণেই যথাযথ বিষয়বস্তু সংযোজন করার অনুরোধ করছি। আপাতত অনেক অসম্পূর্ণ নিবন্ধ পাতা উইকিপিডিয়াতে রয়েছে। আপনি আপনার ব্যবহারকারী পাতায় যেসকল উইকিপ্রকল্পের ট্যাগ লাগিয়েছেন, সেই সকল প্রকল্পের অধীনে এমন পাতা প্রচুর আছে। আমি যে কোনো একটি অসম্পূর্ণ নিবন্ধ বেছে নিয়ে সম্পূর্ণ করুন। এক-একটি ভাল ও বিস্তারিতভাবে লিখিত নিবন্ধ বাংলা উইকির সম্পদ। সম্পদ বৃদ্ধিতে আমাদের সহায়তা করুন। আপনি প্রচুর পাতা সৃষ্টি করছেন, যেগুলি কার্যত শূন্য। এমন করবেন না। একটি পাতা আগে সম্পূর্ণ করুন অথবা যথেষ্ট বিষয়বস্তু যোগ করে তারপরে অন্য পৃষ্ঠায় হাত দিন। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (talk) ১৬:১১, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- সঈদভাই, আমায় ভুল বুঝবেন না। শূন্য পাতা উইকিপিডিয়ার ওপর পাঠকের বিরক্তি তৈরি করে। ধরুন, আপনি গুগলে বাংলায় কিছু লিখে সার্চ দিলেন, উইকিপিডিয়ায় পাতাটি আছে দেখালো, আপনি আসলে দেখলে একটা টেমপ্লেট আর এক-দু লাইন কথা ছাড়া কিছু নেই। আপনার কী বিরক্তি লাগবে না? সেটাই, খালি পাতা আরো অনেক টেকনিক্যাল কারণে উইকিপিডিয়ার মান নিচে নামিয়ে দিতে পারে। ইনফ্যাক্ট ইতিমধ্যে দিয়েছেও। আমরা সেখান থেকে উত্তোরণের চেষ্টা করছি। আপনাকে এই চেষ্টাতে সামিল হবার অনুরোধ।
- আর বিশ্বকোষে অবিশ্বকোষীয় ভুক্তি ঢোকানোর অর্থ হচ্ছে, এক প্রশ্নের উত্তরে অন্য প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লেখা। বুঝতেই পারছেন তা আদতে অর্থহীন, কোনো উপকার তা বয়ে আনে না। আমি আবারো দুঃখিত, কারণ পাতাগুলো মুছে ফেলা হবে, কিন্তু আমি নিয়ম তৈরি করি না। আমায় তাই ভুল বুঝবেন না। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৬:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আমি বলছি না আপনার জ্ঞান শূন্য। আমি বলছি আপনার সৃষ্ট নিবন্ধগুলি "কার্যত শূন্য"। এই জাতীয় নিবন্ধ সৃষ্টি আমরা উইকিপিডিয়ার মানোন্নয়নের ক্ষেত্রে ক্ষতিকর মনে করি। আমরা তাই অবদানকারীদের এই জাতীয় ভুক্তি প্রণয়নে নিরুৎসাহিত করি। আপনি একটি একটি করে নিবন্ধ সৃষ্টি করুন। তাতে করে উইকিপিডিয়ার মান বজায় থাকবে। যে পাতাটি সৃষ্টি করেছেন তাতে অন্তত দু-তিন অনুচ্ছেদ তথ্য যোগ করুন (চার-পাঁচ লাইনের এক-একটি অনুচ্ছেদ)। আর যদি এখনই তথ্যসংগ্রহ করা না হয়ে থাকে, তবে আগে তথ্যসংগ্রহ করুন, তারপর পৃষ্ঠা সৃষ্টি করুন। তথ্যহীন পৃষ্ঠার চেয়ে পৃষ্ঠাটি না থাকাই ভাল নয় কি। --অর্ণব দত্ত (talk) ১৬:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
সতর্কবার্তা
সম্পাদনাআপনার কাজ উইকির নীতি মেনে হচ্ছে না। ব্যাপারটা স্প্যামিঙ্গের পর্যায়ে চলে যাচ্ছে। আপনাকে উপরের নির্দেশগুলি মেনে চলতে অনুরোধ করছি। নচেৎ ব্লক করা ছাড়া কোনো উপায় নেই।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:০২, ১৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
আপনার নিবন্ধ নিবন্ধ ও তার মান
সম্পাদনাঅন্য মাদ্যমে টিনটিন নামে একটি পৃষ্ঠা সৃষ্টি করেছেন, যাতে কার্যত কিছুই লেখা নেই। উপরন্তু শিরোনামের বানান ভুল। নকল টিনটিন তালিকাটি বাংলা নয়, এটিকে বাংলা করুন, নচেৎ মুছে ফেলা হবে। কয়েকটি নিবন্ধ আমরা বর্ধিত করেছি (যেমন ভারতে ইসলাম)। আর টিনটিন সংক্রান্ত নতুন নিবন্ধ সৃষ্টি না করলেই ভাল। এগুলির গুরুত্ব না থাকলে একীকরণ ট্যাগ লাগানো হবে। আর একটি কথা, উইকিপিডিয়ায় আগে নিবন্ধ সৃষ্টি করে, পরে আলাপ পাতা তৈরি করা হয়। নিবন্ধ নেই, এমন কোনো বিষয় নিয়ে আগে আলোচনা করতে চাইলে প্রশাসকদের আলোচনাসভায় করুন। প্রশাসকদের তরফ থেকে আপনাকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে; সুতরাং আশা করব, আপনি উইকিপিডিয়ার নীতিগুলি মেনে নিয়ে তারপরে নিবন্ধ রচনায় প্রবৃত্ত হবেন। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (talk) ০৪:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
এই খালি ভুক্তি গুলো আমি মুছে ফেলছি। অনেক অনুরোধ সত্ত্বেও এরকম নিবন্ধ তৈরী করা অব্যাহত রাখলে আপনাকে ব্যান করা হতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC) I was editing the pages before load shedding. Can I get the articles in my Sandbox.Mzsabusayeed (talk) ০৫:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আপনার তৈরি করা নিবন্ধগুলি উইকিপিডিয়ার মান ও বিশ্বকোষিয় ধাচের হচ্ছে না। আপনি ইংরেজি থেকে অনুবাদের চেষ্টা করুন অথবা এমন নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন। আপনার তৈরি করা নিবন্ধগুলি এখানে অন্য কেউ সম্প্রসারন করার লোকের এখানে খুব অভাব। আগে আপনার তৈরি করা নিবন্ধগুলির মান-উন্নয়ন করুন। উইকিপিডিয়ার মান ও বিশ্বকোষিয় মান কেমন হোয়া উচিত তার জন্য আপনি প্রাকৃতিক নির্বাচন-এর ইংরেজি নিবন্ধটি দেখুন। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আপনার লেখায় অজস্র বানান ভুল, বাক্য গঠন / ব্যকরণ ভুল। তার উপরে ভুক্তিগুলো অধিকাংশ ক্ষেত্রেই খালি। তাই আপনাকে শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি, এক বারে একটি ভুক্তির উপরে কাজ করুন, আর সেটা মোটামুটি প্রমাণ সাইজে আসার আগে অন্য কোনো ভুক্তিতে কাজ করবেন না। খালি/ভুল বানানে ভর্তি ভুক্তি আবারও শুরু করলে আপনাকে ব্যান করতে বাধ্য হবো। --রাগিব (আলাপ | অবদান) ০০:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
Block
সম্পাদনা৬ মাসের জন্য ব্লগ করা হলো এবং ইউজার পেইজটি সুরক্ষিত করে দেয়া হলো।Jamilaquakhtar (talk) ০৫:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- উপরোক্ত বক্তব্য মিথ্যা। Jamilaquakhtar-এর ব্লক বা পেইজ সুরক্ষিত করার টেকনিক্যাল অধিকার নেই। আপনার কোনো কিছুই এখনো ব্লক বা সুরক্ষিত করা হয়নি। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৫:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
রেফতালিকা
সম্পাদনার্ত র্থ র্ট র্প র্স র্শ র্ষ র্দ র্ড র্ফ র্গ র্ঘ র্হ র্জ র্ঝ র্ক র্খ র্ঢ র্ল র্য র্চ র্ছ র্ভ র্ব র্ন র্ণ র্ম59.97.177.89 (talk) ০৫:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
অনুচ্ছেদ শিরোনাম
সম্পাদনানিবন্ধের অনুচ্ছেদ শিরোনামে কখনও লিঙ্ক হবে না। অনুগ্রহ করে অনুচ্ছেদ শিরোনামে লিঙ্ক করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আপনি অনেক অনুচ্ছেদ যেমন ইসলাম নিবন্ধে হাদিস, মুহম্মদ ইত্যাদি অনুচ্ছেদে আপনি লিঙ্ক দিয়েছেন, যা ঠিক নয় এবং উইকিপিডিয়ায় আর্টিক্যাল ফরমেট সিদ্ধ নয়। তাই অনুচ্ছেদের টাইটেলে কখনও কোন লিঙ্ক করবেন না। আর উইকিপিডিয়ায় সম্পাদনা করার আগে অবশ্যই লগইন করে নিবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:২৩, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
বিশ্রাম ও নিবন্ধ প্রসঙ্গে
সম্পাদনাসঈদ ভাই, উইকিপিডিয়ার সবার অবদান-ই আমরা আশা করি, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। এই প্রকল্পে আপনার মূল্যবান সময়, শ্রম, অর্থ বিনিয়োগের জন্য আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাইবার ক্যাফে থেকে সম্পাদনা করতে গেলে অনেক তাড়াহুড়ো লাগে, ব্যাপারটা আমি বুঝি, কারণ প্রথম ২/৩ মাস আমিও সাইবার ক্যাফে থেকেই নিবন্ধ সম্পাদনা করতাম। বাসায় অফলাইনে কাজ করে ক্যাফেতে এসে প্রয়োজনীয় এডিটিং বা মার্ক-আপ ঠিক করা ইত্যাদি। প্রথমে ইউনিকোডে বাংলা লেখার সাপোর্ট ছিলো না, পরে তাঁদেরকে বলে অভ্র সেট-আপ করে নিয়েছিলাম। আপনার যদি বাংলা দেখা বা লেখাতে সমস্যা থাকে তবে অভ্র কি-বোর্ড সাইবার ক্যাফের কম্পিউটারে ইন্সটল করে সহজে ও সুন্দরভাবে বাংলা দেখা ও লেখার কাজ করে নিতে পারবেন।
আপনি বলেছিলেন আপনার জীবনী নিবন্ধগুলোর কাঠামো হবে অনেকটা এরকম, প্রথমে ভূমিকা, তারপর যথাক্রমে প্রাথমিক জীবন, পেশা জীবন, পেশা জীবনেও কয়েকটা ভাগ থাকতে পারে, এছাড়া ব্যক্তিগত জীবন, জীবনের পুরস্কার থাকলে তার জন্য একটা অনুচ্ছেদ হতে পারে, আবার কর্মতালিকা, তথ্যসূত্র ইত্যাদি। খুব ভালো হবে, যদি আপনি ঐ নিবন্ধের ইংরেজি নিবন্ধটার কাঠামো বিন্যাস দেখে নেন। সাম্রাজ্য নিবন্ধগুলোতে ভূমিকা, প্রেক্ষাপট, ইতিহাস, অবদান, সমালোচনা, পরিণতি—এরকম অনুচ্ছেদগুলো থাকতে পারে।
আপনার ব্যবহারকারী পাতায় আপনি উক্তি বিষয়ক প্রকল্প শুরু করতে চান। আমি নীতিগত এখানে কোনো সমস্যা দেখি না। আপনি চাইলে শুরু করতে পারেন। উইকিউক্তি নামে বাংলা উক্তিসংগ্রহের প্রকল্প শুরু হতে এখনো সময় লাগবে বলে মনে করি, কারণ আপনি উইকিঅভিধানে কাজ করেছেন, দেখেছেন তো অন্যান্য বাংলা প্রকল্পগুলোও যথেষ্ট পিছিয়ে।
আর বিশ্রাম; হ্যাঁ খুবই দরকার। টানা কাজ করে একটু বিশ্রাম নিয়ে আবার বাংলা উইকিতে ফেরত আসবেন, এটাই তো চাওয়া। নিজেকে কখনো উপদ্রব ভাববেন না। একজন মূল্যবান অবদানকারী মনে করুন। আপনার মূল্যও আমাদের কাছে এমনই। কোনো সাহায্যে আমার আলাপ পাতায় সবসময় স্বাগত। ভাল থাকুন। সুস্থ ও নিরাপদে থাকুন। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
পুনর্নির্দেশনা
সম্পাদনাএকেবারে প্রচলিত বা আলোচনার প্রয়োজন হয়, এমন নাম পরিবর্তনের ক্ষেত্রে পুনর্নির্দেশের আগে আলাপ পাতায় আলোচনা করা অবশ্য কর্তব্য। সংযুক্ত আরব আমিরাত নামটি নিয়ে আপনার দ্বিমত বা পরামর্শ থাকলে তা আগে আলাপ:সংযুক্ত আরব আমিরাত পাতায় আলোচনা করুন। সবার মতামতের পর ঐকমত্যের ভিত্তিতে তা সরিয়ে নেওয়া যেতে পারে। ধন্যবাদ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৪:২৮, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
প্রবেশদ্বার:জীবনী/উক্তি
সম্পাদনাআপনার উইকিউক্তি সম্পর্কে আগ্রহ আছে জেনে জীবনী প্রবেশদ্বারের জন্য আমার অন্তত ৫২টি উক্তি তাড়াতাড়ি প্রয়োজন। এর জন্য আপনাকে প্রবেশদ্বার:জীবনী/উক্তি পাতার লাল লিঙ্কগুলিকে ক্লিক করে বিখ্যাত ব্যক্তিদের উক্তি যোগ করে সহায়তা করতে পারেন। উদাহরন হিসাবে প্রবেশদ্বার:জীবনী/উক্তি/সপ্তাহ ৪ দেখতে পারেন। ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আরও বলি উইকিপিডিয়াতে লেখার জন্য এক বিশেষ রচনাশৈলী আয়ত্ত করতে হয়। নিজের মত করে লিখলে এখানে চলবে না। এর জন্য বিস্তারিত জানতে উইকিপিডিয়া রচনাশৈলী আগে পাঠ করে নিন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৫২, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
উক্তি সংগ্রহ
সম্পাদনাপরে উইকিউক্তি তৈরিতে সুবিধা হবে ভেবে আলাপ পাতাতে উক্তি সংগ্রহ শুরু করছি।আশা করছি পয়লা বৈশাখের আগেই এই প্রকল্প বাংলাভাষীরা উপহার পাবেন।Mzsabusayeed (আলাপ) ০৫:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC) ব্যবহারকারী:Mzsabusayeed/Sandbox
- এই সংগ্রহ আলাপ পাতায় না করে ব্যবহারকারী পাতায় করতে পারেন, যেমন: ব্যবহারকারী:Mzsabusayeed/উক্তিসংগ্রহ। আলাপ পাতা ব্যবহারকারীদের মধ্যে আলোচনার জন্যই নির্ধারিত। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১০:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
প্রবেশদ্বার পরামর্শ
সম্পাদনাপ্রবেশদ্বারের মত একটা বড় কাজে আপনি হাত দিয়েছেন। বুঝতে পারলে ভালো ,এর মধ্য অনেক টেকনিকাল ব্যাপার আছে সেটায় কোনো প্রকার ভুল করলে প্রবেশদ্বারের সৌন্দর্য নষ্ট হয়। আপনার ভবিষ্যতে কাযের পরিমান বেড়ে যাচ্ছে কিন্তু! কারন আপনার করা কাজকে সব সময় ঠিক করে দেবার মত লোকবল এখানে নেই।তাই ইংরেজি উইকির প্রবেশদ্বার পাতাটি ও তার সংযোগ সব ভালো ভাবে পড়ে নিন। প্রবেশদ্বারের থেকেও নিবন্ধের মান-উন্নয়ন আগে দরকার। তাই অনুরোধ আপনার তৈরি করা নিবন্ধগুলির মান-উন্নয়ন করে একটা সন্তোষজনক অবস্থায় করে তবে অন্য কাজে হাত দিন। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- অনুগ্রহ করে পোর্টাল বা প্রবেশদ্বার নিয়ে কাজ করা বন্ধ করুন। এ মূহুর্তে আর কোন নতুন পোর্টাল তৈরি করবেন না। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা এবং মান এখনও যথেষ্ট নয় যে তা পোর্টালের মাধ্যমে উপস্থাপন করা যাবে। এ মূহুর্তে আপনার তৈরি করা পোর্টালগুলো বেকার, যা বাংলা উইকিপিডিয়ায় কাজে লাগার মত অবস্থা এখনও তৈরি হয়নি। তাই অনুগ্রহ করে পোর্টাল তৈরি বন্ধ রেখে নিবন্ধ লেখা এবং এর মানোন্নয়নে মনোনিবেশ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- আপনি যদি প্রবেশদ্বার নিয়ে সত্যিই আগ্রহী হন, তবে আপনি তা নিয়ে কাজ করতে পারেন। বন্ধ করার প্রয়োজন নেই। তবে নতুন প্রবেশদ্বার নির্মাণ না করার পরামর্শ দেই, কারণ বর্তমান প্রবেশদ্বারগুলোই এখন রক্ষণাবেক্ষণের অভাবে ছন্নছাড়া অবস্থায় আছে। সেগুলোতে তাই উন্নয়ন করুন। প্রবেশদ্বারের উন্নয়ন বড় মাত্রায় প্রবেশদ্বার সংক্রান্ত নিবন্ধগুলির উপর নির্ভরশীল, তাই সর্বাগ্রে নিবন্ধগুলোর মানের ব্যাপারে জোর দেওয়ারও পরামর্শ ও অনুরোধ থাকলো। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১১:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
ছবি
সম্পাদনাআপনি যে সকল ব্যক্তির ছবির অনুরোধ করেছেন, তাদের ছবি যদি ফ্রি লাইসেন্স বা পাবলিক ডোমেইনে পাওয়া যায় তাহলে তা অবশ্যই ব্যবহার করা হবে। যদি এমন কোন ছবি আপনার সন্ধানে থেকে থাকে যা কপিরাইট ফ্রি বা ফ্রি লাইসেন্সে অথবা পাবলিক ডোমেইনে আছে তাহলে আমাকে জানাবেন। তবে অবশ্যই কপিরাইট রয়েছে এমন কোন ছবি উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে না, করলে তা কপিরাইট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং তা মুছে ফেলা হবে। বার্তার জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
Hi
সম্পাদনাI don't understand this language. So I cannot read the message you left me. Have I done anything wrong? If so, I'm sorry in advance. --Egmontaz (আলাপ) ০৯:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
বিষয়শ্রেণী
সম্পাদনাসঈদভাই, বিষয়শ্রেণী যোগ করার ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য রাখার অনুরোধ। নিবন্ধে কোনো মূল বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণী থাকলে, মূলটি যোগ করা অপ্রয়োজনীয়। তাই আমি অজগর, কেউটে প্রভৃতি সাপ থেকে মূল বিষয়শ্রেণী সাপটি উঠিয়ে দিয়েছি, কারণ উপবিষয়শ্রেণী বিষধর সাপ বা বিষহীন সাপ ইত্যাদি আগে থেকেই সেখানে আছে। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৬:৩০, ৩ মার্চ ২০১০ (UTC)
সতর্ক এবং সচেতন হোন
সম্পাদনাসাইদ ভাই, অনুগ্রহ করে উইকিপিডিয়ায় সম্পাদনা সম্পর্কে আরও সচেতন হোন। আপনার সম্পাদনার বেশির ভাগই ভ্যান্ডালিজমের/ধ্বংসাত্মক পর্যায়ে চলে আসছে। ব্যাপারগুলো বেশ সন্দেহজনক। কোন বিষয়ে সম্পাদনা করার আছে তা যথেষ্ট পরিমাণে চিন্তা-ভাবনা করুন এবং আপনার সম্পাদনার গুরুত্ব অনুধাবন করুন। আপনার উদ্দেশ্যবিহীন সম্পাদনা বার বার আমাদের মুছে ফেলতে হচ্ছে। আপনার মূল্যবান প্রচেষ্টা এভাবে মুছে ফেলতে আমরা মোটেও ভাল অনুভব করি না। তাই অনুগ্রহ করে সম্পাদনার নূন্যতম মান বজায় রাখুন, যাতে আমাদের তা মুছে ফেলতে বা পরিবর্তন করে ফেলতে না হয়। আপনি যতদিন যাবৎ উইকিপিডিয়ায় অবদান রাখছেন, তাতে এতদিনে সম্পাদনা সম্পর্কে বেশ সচেতন হয়ে যাওয়ার কথা। কিন্তু দুঃখজনক ভাবে আপনার বেলায় তা ঘটেনি বলে আমি মনে করি। তাই দয়াকরে কোথায় সম্পাদনা করছেন, কেন করছেন, কি করছেন তা সম্পর্কে সচেতন হোন। সম্পাদনার এ অবস্থা চলতে থাকলে ভ্যান্ডালিজমের অভিযোগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। আশা করি উইকিপিডিয়ার স্বার্থে আপনি আরও সচেতন হবেন, কারণ আপনাদের অবদান বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিতে অপরিহার্য। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৪৭, ৩ মার্চ ২০১০ (UTC)
- আমিও তাই বলি। আপনি যদি কিছু বুঝতে না পারেন, তবে নীতিমালা পাতাগুলি পড়ুন, না বুঝলে আমাদের আলাপ পাতায় প্রশ্ন রাখুন। কিন্তু এ ধরনের ভ্যান্ডালিজম ও স্প্যামিং টাইপের সম্পাদনা বন্ধ করুন। আপনি কোনো আলোচনা ছাড়াই ভারতে ইসলাম নিবন্ধ থেকে তথ্যছক ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বের অনুচ্ছেদ মুছে ফেলেছেন। ইনফোবক্স মুছে ফেলাটা সবসময়ই আলোচনা সাপেক্ষ। এ ধরনের নিবন্ধে ইনফোবক্স থাকাটা নিয়ম, আপনাকে সেই নিয়মের ব্যক্তিক্রম করতে গেলে আলোচনা করতে হবে। এছাড়া উইকিপিডিয়ার নিবন্ধ নাম সবসময় বাংলাতে শুরু হয়। এ ব্যাপারটা লক্ষ্য রাখার অনুরোধ। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৭:৫১, ৩ মার্চ ২০১০ (UTC)
- ইসলামকে ভারতীয়, বাংলাদেশী, আরবীয় এভাবে জাতীয়তা অনুযায়ী ভাগ করা যায় না, এবং তা অনুচিত। তাই আপনার পাতাটি মুছে ফেলা হয়েছে এবং ভারতের ইসলাম বিষয়ক যেকোন বিষয় ভারতে ইসলাম নিবন্ধে যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:১০, ৩ মার্চ ২০১০ (UTC)
- কোন বিষয়ে নিবন্ধ লেখার আগেই আপনি নিবন্ধটি আলাদা করার কথা ভাবছেন। আপনি ভাবছেন না যে বিষয়ে আপনি আলাদা নিবন্ধ তৈরি করতে চাচ্ছেন তাতে কি পরিমাণে তথ্য সংগ্রহ করা সম্ভব এবং বিদ্যমান। কোন বিষয়ে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকলে তার জন্য আলাদা নিবন্ধ করা উচিত নয়। তথ্যগুলো তখন এ সম্পর্কিত সাধারণ নিবন্ধে অনুচ্ছেদ আকারে লিখতে হবে। যেমন বিভিন্ন দেশের ইসলাম বিষয়ক কুসংস্কারের কথা আপনি ইসলাম নিবন্ধে একটি অনুচ্ছেদ তৈরি করে উল্লেখ করতে পারেন। আর উল্লেখযোগ্য ভারতীয় মুসলিমদের তালিকা আসলে নিবন্ধে থাকবে না। তা থাকা উচিতও নয়। এ তালিকা দেওয়ার উপযুক্ত স্থান হচ্ছে পোর্টাল। তবে আগে এ উল্লেখযোগ্য ব্যাক্তিদের নিবন্ধ উইকিপিডিয়াতে তৈরি এবং মানোন্নয়ন করতে হবে। তারপরে আসলে এই পোর্টাল তৈরি এবং তালিকাবদ্ধ করার বিষয়টি আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:০২, ৩ মার্চ ২০১০ (UTC)
- আপনি আলাপের পাতায় স্প্যাম করা শুরু করলেন। আমার পক্ষ থেকেও আপনাকে শেষ বারের মত সতর্ক করছি। আর অনুরোধ করছি উইকিপিডিয়ার নিয়মনীতি মেনে সম্পাদনা করুন। আপনার ইংরেজী উইকিপিডিয়ার পোর্টাল সম্পর্কে পড়তে দিয়েছিলাম, অনুগ্রহ করে তা পড়ে দেখুন এবং ঐখান বিচারধারা অনুযায়ী আপনার তৈরি করা পোর্টাল সিদ্ধ কিনা তা আপনি নিজেই যাচাই করুন। অনুগ্রহ করে আলাপের পাতায় আর স্প্যামিং করবেন না। এটি আপনার জন্য শেষ সতর্ক বার্তা। এরপর যে কোন রকম নিয়ম বহির্ভূত কাজের জন্য আপনাকে বাংলা উইকিপিডিয়া থেকে ব্যান করা হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫০, ৪ মার্চ ২০১০ (UTC)
আমি বিদায় হচ্ছি।Mzsabusayeed (আলাপ) ০৪:৫৭, ৪ মার্চ ২০১০ (UTC)
- বিদায় নিয়েও আপনি আবার বিভিন্ন আইপি থেকে অসংলগ্ন কাজ করে চলেছেন। আপনার এই ধরেন কার্যকলাপ আমাদের সন্দেহ আরও দৃঢ় করছে। আপনি সকলের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতেও আপনি বিভিন্ন আইপি থেকে কাজ করছেন এটা খুব একটা ভালো চোখে দেখা হয় না কারন আপনি সিস্টেমের সাথে খলতে চাইছেন। এতো দিনে উইকির কর্মধারা বুঝে যাওয়া উচিত, কিছু গঠন্মূলক কাজ আপনি করেছেন তাই এখনো আপনাকে ব্লক করা হয় নি। আবারও বলছি আগে উইকির নীতিমালা পড়ে নিয়ে কোনো নতুন সম্পাদনায় হাত দিন। এখানে আপনার বার্তা অসংলগ্ন ও শিষ্টাচারহীন হয়ে যাচ্ছে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২৯, ৬ মার্চ ২০১০ (UTC)
ফিরে আয়।
সম্পাদনাতোর ভুল উপায়ে পাতা তৈরি, নিবন্ধে নিম্ন মানের কন্টেন্ট প্রদান, অসামঞ্জস্য আলাপ বার্তা, আলাপের পাতায় স্প্যাম করা, লগইন ছাড়া সম্পাদনা এই সমস্ত কর্মকান্ডগুলো বেশ সন্দেহজনক। তবুও তোকে ডাকছি। আমাদের স্কুল নিয়ে নিবন্ধ তৈরি করেছি। ফিরে আয়। অরুপ দত্ত (আলাপ) ০৬:০৩, ৭ মার্চ ২০১০ (UTC)
{{unblock|আপনার যুক্তি}}
এই লেখা দিয়ে আলোচনা শুরু করতে পারেন। অবদান) ১৯:৩২, ২২ মার্চ ২০১০ (UTC)ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Mzsabusayeed, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় Mzsabusayeed,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)