আলফা কলা ও টিনটিন
আলফা কলা ও টিনটিন বা বর্ণশিল্প রহস্য (ফরাসি: Tintin et l'alph-art) দুঃসাহসী টিনটিন সিরিজের শেষ কমিক্স। ১৯৭৬ সালে বিপ্লবীদের দঙ্গলে বের হওয়ার পর আর কোন কমিক্স পুর্ণাঙ্গ আকারে বের হয় নি। এই কমিক্সের কাজ চলাকালীন ১৯৮৩ সালের ৩রা মার্চ ব্রাসেলসে হার্জে মারা যান। মাত্র ৪২ পাতার খসড়া ও প্রাথমিক স্কেচ থেকে এই কমিক্স তৈরি করা হয়।১৯৮৬ সালে এটি প্রকাশ করা হয়। ১৯৯০ সালে এটি ইংরেজিতে প্রকাশিত হয়। বাংলায় এই কমিক্স প্রকাশ হয়নি।[১] এই কমিক্সে লাল, কালো ও নীল ফেল্ট কলমের কাজ আছে।
আলফা কলা ও টিনটিন (Tintin et l'alph-art) | |
---|---|
তারিখ | ১৯৮৬ |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
প্রকাশক | কাস্টরম্যান |
সৃজনশীল দল | |
উদ্ভাবক | এর্জে |
মূল প্রকাশনা | |
ভাষা | ফরাসি |
অনুবাদ | |
কালপঞ্জি | |
পূর্ববর্তী | বিপ্লবীদের দঙ্গলে (১৯৭৬) |
গল্প
সম্পাদনাএই কমিক্সে রামো নাস নামে এক চিত্রকর জাল ছবি বাজারে বিক্রি করত। তার এই ছবি জাল করা গ্যালারি মালিকরাও ধরতে পারতেন না। এই কাজে হাত ছিল এন্ডাড্ডাইন আকাশ নামে একজন মিথ্যাবাদী আধ্যাত্মিক গুরু। কালো চশমা, টুপি ও দাড়ির আড়ালে তিনি আসলে ছিলেন ছদ্মবেশী রাস্তাপপুলাস, টিনটিনের প্রধান শত্রু। এই কমিক্সে তরল পলিয়েস্টার ঢেলে টিনটিনকে মূর্তিতে পরিণত করার এবং এর পরে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছিল। এই অবস্থার পর কমিক্সটি আর লেখা হয়নি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আনন্দ প্রকাশনী।
- বিষয়শ্রেণী কার্টুন, বাংলা পত্রিকা।