আলাপ:আলফা কলা ও টিন‌টিন

সাম্প্রতিক মন্তব্য: Mzsabusayeed কর্তৃক ১৪ বছর পূর্বে "কেন এই নিবন্ধ মোছা হবে?" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

আলফা তো নয়। হয় আল্ফ্ নয় তো অ্যাল্ফ্ । কলার বদলে শিল্প" বললে কেমন হয়?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এই বইটির তো অনুবাদ হয়নি। নামের বাংলাকরণের প্রয়োজন কী? টিনটিন অ্যান্ড অ্যালফ আর্ট রাখলেও তো চলে। --অর্ণব দত্ত (talk) ১২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আমারও এটাই মত। যেটার বাংলা অনুবাদ হয় নি, অর্থাৎ প্রচলিতও নয়, সে হিসেবে আমাদের নতুন করে অনুবাদ করা অনেকটা বুল শার্ক = ষাড় হাঙ্গর টাইপের হয়ে যাবে। — তানভির আলাপ অবদান ১৬:১০, ২০ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
একমত, মূল নামে অনতিবিলম্বে সরিয়ে নেওয়া হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কেন এই নিবন্ধ মোছা হবে? সম্পাদনা

এই নিবন্ধ মোছার কোন কারণ আমি দেখছি না। টিনটিন বিষয়ক অন্যান্য নিবন্ধগুলির মত এর গুরুত্ব আছে। নকল টিনটিন মুছে ফেলায় আমি মোটেই খুশি হোই নি। এই নিবন্ধটি বাংলা না হওয়ার অভিযোগে মোছা হয়েছিল। পরে বাংলা করা হলেও মোছা হয়েছে তথ্যসুত্র না থাকার কারোন দেখিয়ে। আমি বুঝতে পারছি না কি চলছে । আমার দেওয়া টিনটিন বিষয়ক সব তথ্য বিষয় কার্টুন নামে এক পত্রিকার ৩য় বরষীয় সংখ্যা থেকে নেওয়া। আমি জানি না এগুলো কেন হচ্ছে?Mzsabusayeed (আলাপ) ১২:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি যথেষ্ট সমৃদ্ধ নয়। তাই এই জাতীয় ট্যাগটি লাগানো হয়েছে। এই ট্যাগ এক ধরনের সতর্কবার্তা। নিবন্ধ প্রণেতার কাছে অনুরোধ তিনি নিবন্ধটি সত্বর সমৃদ্ধ করায় মনোনিবেশ করুন। নকল টিনটিন নিয়ে পৃথক পৃষ্ঠার আবশ্যক ছিল না, তথ্য অত্যন্ত কম ছিল। যা তথ্য ছিল তা মূল টিনটিন পাতাতেই সংযোজিত করা যেত। আমাদের নীতি অনুযায়ী, মূল পৃষ্ঠায় কোনো অনুচ্ছেদের আকার অস্বাভাবিক বৃদ্ধি পেলে তবেই, সেই পৃষ্ঠার উপনিবন্ধ পৃষ্ঠা সৃষ্টি করা যায়। নচেৎ নয়। বর্তমান লেখককে অনুরোধ করা হচ্ছে, তিনি যেন যথেচ্ছ সংখ্যক ছোটো ছোটো আকারের নিবন্ধ সৃষ্টি থেকে বিরত থাকেন, প্রতি নিবন্ধে যথেষ্ট তথ্য সংযোজন করেন, এবং বিশেষভাবে বানান ইত্যাদির দিকে খেয়াল রাখেন। --অর্ণব দত্ত (আলাপ) ১২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আর একটি কথা, লেখার মান সন্তোষজনক না হলে এবং প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল থাকলেও আমরা নিবন্ধ বা নিবন্ধের বিষয়বস্তু মুছে ফেলি। এটা উইকিপিডিয়ার মানের কথা মাথায় রেখেই আমাদের করতে হয়। --অর্ণব দত্ত (আলাপ) ১২:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ বলতে কি সাম্প্রতিক কল্পিত জলচর জীবকেও বোঝাচ্ছেন? আরো একটি কথা বাকি টিনটিন নিবন্ধেও এই ট্যাগ লাগানো হোক।Mzsabusayeed (আলাপ) ১৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"আলফা কলা ও টিন‌টিন" পাতায় ফেরত যান।