আলাপ:সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "আমিরাত না আমীরশাহী" অনুচ্ছেদে

আমিরাত না আমীরশাহী

সম্পাদনা

Emirates কথাটির বাংলা আমিরাত কি? আমীরশাহী নামটাই তো ছোট থেকে শুনে এসেছি। নিবন্ধটিকে সংযুক্ত আরব আমীরশাহী তে স্থানান্তর করার অনুরোধ করছি। B. Mandal (আলাপ) ২১:২২, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিরোধীতা। আমি ও আমার মনে হয় বাংলাদেশের সবাই সংযুক্ত আরব আমিরাত নামটিই শুনে আসেছে। এছাড়া আমার কাছে যতগুলো অভিধান রয়েছে সবগুলোতে আমিরাতই (বা আমির শাষিত ভূখণ্ড) লেখা রয়েছে। এছাড়া দেশের নামের শেষে আমিরশাহী হয় কিভাবে? -- যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:০০, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বুঝলাম। আসলে এপার বাংলায় আমীরশাহী নামটা বেশি প্রচলিত। যখন দেশটি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে, তখন পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলি সংযুক্ত আরব আমীরশাহী নামেই ওদের লেখাগুলি লিখত। যাই হোক, আমিরাত মানে যদি আমির শাষিত ভূখণ্ড হয়, তাহলে আমীরশাহীর সাথে আমিরাতের কোন বিরোধ নেই। দুটোর অর্থ একই। তাহলে আমিরাত ই থাকুক। B. Mandal (আলাপ) ২৩:১৬, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আমীরশাহী নামকরণ করার প্রস্তাবের সাথে   একমত নই। তবে, ব্যবহারকারীদের সুবিধার্থে আমীরশাহী থেকে এখানে পুনঃনির্দেশ করা যেতে পারে।--লিমন ২৩:২২, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
পুনঃনির্দেশ করাই আছে। সমস্যা নেই। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন Vehemantly support. In West Bengal, we use 'আমীরশাহী' and hence 'আমীরশাহী' has to be in the name in Bengali Wikipedia. I am still ok with both the versions of the name being used in this page, but definitely not ok with only one region's version getting priority over the other. সায়ন (আলাপ) ০৯:২৪, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Sayan rc, দয়া করে বাংলা ভাষায় আপনার বক্তব্য লিখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৪, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"সংযুক্ত আরব আমিরাত" পাতায় ফেরত যান।