লিংক গুলোর সমস্যা পরে ঠিক করা যাবে। আপনি লিখতে থাকুন।অনুবাদের ব্যাপারটাও ঠিক আছে। আপনি উইকিপিডিয়ানদের সঙ্গে আলাপ করতে চাইলে, তার আলাপ পাতায় বা নিজের আলাপ পাতায় করেতে পারেন। যেমন আমার আলাপ পাতায় আপনি কোনো প্রশ্ন রাখতে পারেন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:৩৮, ১৯ জানুয়ারি ২০০৯ (UTC)

চমৎকার লিখেছেন। আশা করি লেখা অব্যাহত রাখবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:১১, ১৯ জানুয়ারি ২০০৯ (UTC)


আমি অন্য একটি ইউজার নেম নিয়েও কাজ করি, সেখান থেকে রাগিব ভাইয়ের আলাপ পাতায় লিখেছিলাম। কিন্তু কোন উত্তর আজও পাইনি। তাই যোগাযোগের উপায় জানতে চেয়েছিলাম। আমার এবং আরও অনেকেরই একটি সমস্যা হল উইকি বাংলার ফন্ট সমস্যা । এখানে Vrinda ফন্টে লিখা দেখা যায়। কিন্তু এ ফন্টে লিখা দেখা খুব সমস্যা (খুব ছোট এবং এত বাঁকাতোড়া যে এক নজরে দেখলে বাংলা বলে মনেই হয় না।)। আরও তো অনেক ওপেনসোর্স ফন্ট রয়েছে, যেগুলোর বাংলা খুব সুন্দর(প্রমিত) যেমন- সোলায়মান লিপি(SolaimanLipi_20-04-07) সেগুলো ব্যাবহার করা হয়না কেন? আমি ব্রাউজারের ফন্ট চেঞ্জ করে দেখেছি, কাজ হয়নি(শুধু উইকি বাংলা তেই, সামহয়ার ইন ব্লগ আমি স্পস্ট দেখতে পাই)। এ সমস্যার কারনেই অনেকে উইকি বাংলায় তে আসে না। এর সমাধান কি? --Faysal ১০:০৪, ২৫ জানুয়ারি ২০০৯ (UTC)


আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন, তাহলে Tools>Options>Content>Advanced-এ ক্লিক করুন। তারপর Fonts for-এ Bengali সিলেক্ট করে সবগুলো ফন্ট সোলায়মান লিপি বা এরকম কোনো ফন্ট করে দিন। আশা করি আর কোনো সমস্যা হবে না। গৌতম


ফন্ট সমস্যার সমাধান হয়েছে। আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। আগে এতে শুধু Tools> Options>Content> Default font থেকে Solaimanlipi সিলেক্ট করে দিয়েছিলাম। তবুও উইকি বাংলা Vrinda ফন্টে দেখাত, কিন্তু সামহোয়্যার ইন Solaimanlipi ফন্টেই দেখাত। তাই ভেবেছিলাম উইকিপিডিয়া সাইট কোন নির্দিষ্ট বাংলা ফন্ট প্রেফার করে। তবে এখন নিচের মত পরিবর্তন করে Solaimanlipi ফন্টেই উইকি বাংলা দেখতে পাচ্ছি। পদ্ধতি টি হল- Tools> Options> Content> Fonts & colors> Advanced এ গিয়ে Fonts for এ Bengali সিলেক্ট করলাম, Serif এ Solaimanlipi নির্বাচন করে দিলাম, Sans-serif এ Solaimanlipi নির্বাচন করে দিলাম। সবশেষে Ok> Ok চেপে বেরিয়ে এলাম। ধন্যবাদ গৌতম। --Faysal ০৯:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)


এ মাসের নির্বাচিত নিবন্ধ সম্পাদনা

এ মাসের নির্বাচিত নিবন্ধটি(সত্যজিৎ রায়) আমি এক বছরেরও বেশি সময় ধরে দেখছি, এটা কি পরিবর্তন করা হবে না? নতুন নতুন অনেক বড়সড় নিবন্ধ-ই কিন্তু বাংলা উইকিতে যুক্ত হয়েছে। নতুন নিবন্ধগুলি যদি নিয়মিত নির্বাচিত নিবন্ধে যুক্ত হতে থাকে, তহলে কিন্তু অবদানকারীদের আগ্রহ বাড়বে। আবার ধরুন "কখগ" নিবন্ধটিকে আগামী মাসে নির্বাচিত নিবন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। এখন এর লেখকদের সে কথা জানিয়ে নিবন্ধটি সম্পূর্ণ করার কথা জানিয়ে তাগাদা দিতে হবে। এতে সম্পূর্ণ নিবন্ধের তালিকাটা বড় হবে। আশা করছি সকলে ব্যপারটা নিয়ে ভাববেন। --Faysal ০৬:১৪, ৩ মার্চ ২০০৯ (UTC)

আসলে নির্বাচিত নিবন্ধ হতে গেলে নিবন্ধটিতে কিছু গুণাবলী থাকতে হয়। এখানে অনেক নিবিন্ধ থাকলেও সেই গুণাবলী অর্জন করেনি বলে পরের নির্বাচিত নিবন্ধ স্থির করা যাচ্ছে না। এর জন্য দেখুন w:Wikipedia:Featured article criteria বা উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী। তবে কিছু প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধের পর্যায়ে আছে। দেখতে পারেন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:১৬, ৩ মার্চ ২০০৯ (UTC)

হ্যাঁ, নির্বাচিত নিবন্ধ হতে গেলে নিবন্ধটিতে অবশ্যই কিছু গুণাবলী থাকতে হয়, এর দ্বারা নিবন্ধটি পরিপূর্ণতা লাভ করে। আমি সেকথাই বলছি, যদি প্রতি মাসে এমনি এক একটি পরিপূর্ণ নিবন্ধ পাওয়া যায়, তাহলে বাংলা উইকির শ্রীবৃদ্ধি ঘটবে, উইকিপিডিয়ানদের কর্মোদ্যম ও বাড়বে। এর জন্য একটা টিম করা যেতে পারে যাদের প্রচেষ্টা থাকবে কোন নিবন্ধ কে পূর্ণতা দান করে নির্বাচিত নিবন্ধে যুক্ত করার ব্যবস্থা করা। তা না হলে কোন একটি নিবন্ধ কবে পরিপূর্ণতা লাভ করবে, সে আশায় বসে থাকলে বাংলা উইকির নিবন্ধ সংখ্যা হয়তো বাড়বে, কিন্তু পরিপূর্ণতা না থাকার কারনে তা মানুষের কোন কাজেই আসবে না। ধন্যবাদ- --Faysal ০৮:৫৫, ৩ মার্চ ২০০৯ (UTC)

আমরা সবাই এখানে সেই কাজেই নিজেদের নিয়োজিত করেছি। অর্থাৎ সকল নিবন্ধগুলিকে পূর্ণতা দান। আপনি নিজে সেই কাজে অংশগ্রহন করতে পারেন ও একটা টিম করতে পারেন। আসলে বাংলা উইকিতে আরও ব্যবহারকারী চাই। তবেই সেটা সম্ভব।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:২৮, ৩ মার্চ ২০০৯ (UTC)

Image:Bertriangle.jpg-চিত্র উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা সম্পাদনা

 
Image Copyright problem

Image:Bertriangle.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

এই চিত্রের উৎস জানানো সঙ্গে সঙ্গেই আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৩:৫৮, ২০ মার্চ ২০০৯ (UTC)


Image:Bertriangle.jpg চিত্রটি মুছে দিন। এটা ইংরেজি উইকির বারমুডা ট্রায়াঙ্গেল থেকে নিয়েছিলাম। এখন দেখছি ওরা এটা সরিয়ে দিয়েছে। আমিও বারমুডা ট্রায়াঙ্গেল নিবন্ধ থেকে এটি সরিয়ে নতুন ছবি দিয়েছি। ‍‍‍‍Faysal ০৭:৫৯, ২৮ এপ্রিল ২০০৯ (UTC)

অন্যান্য ভাষাসমূহ সম্পাদনা

অন্যান্য ভাষাসমূহ- তে বিভিন্ন ভাষার লিংক দেয় কেমন করে? তৃতীয় বন্ধনী দিয়ে তার ভেতরে নির্দিষ্ট ভাষার প্রথম দুই অক্ষর(যেমন- en) দিয়ে তারপর ঐ ভাষার নাম (যেমন-english) লিখলে ঐ ভাষার উইকিপিডিয়ার প্রথম পাতায় নিয়ে যায়, সংশ্লিষ্ট নিবন্ধে নিয়ে যায় না। সংশ্লিষ্ট নিবন্ধে নিয়ে যেতে হলে কি করতে হয়। ‍‍Faysal ১৪:৩৮, ১২ মে ২০০৯ (UTC)

সংশ্লিষ্ট নিবন্ধে নিয়ে যেতে হলে [[en:নিবন্ধের নাম(ইংরেজিতে)]] দিলেই হবে। যেমন আপনি যদি বারমুডা ট্রায়াঙ্গেল নামক যে নিবন্ধ তৈরী করেছেন তার ইংরেজি আন্তঃউইকি সংযোগ দিতে চান,এই ভাবে করতে হবে, [[en:Bermuda Triangle]]। শুধু মাত্র ইংরেজি আন্তঃউইকি সংযোগ দিলেই হবে, অন্যান্য ভাষাসমূহ বট স্ক্রিপ্ট করে দেবে। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:২৫, ১৩ মে ২০০৯ (UTC)

অনেক ধন্যবাদ। ‍‍‍Faysal ০৫:৩২, ১৪ মে ২০০৯ (UTC)

পদার্থের বৈশিষ্ট্য সম্পাদনা

আপনি যে নিবন্ধ শুরু করেছেন তা আমি ইংরেজি উইকিতে খুজে পাইনি। আপনি ঠিক কোন ইংরেজি উইকি অনুবাদ করছেন বলবেন? পদার্থের বৈশিষ্ট্য বলতে আপনি কি Properties of Matter কে বোঝাতে চাইছেন? কিন্তু ঐ নামে কোন নিবন্ধ ইংরেজি উইকিতে নেই। একটু বিষয়টা পরিষ্কার করুন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৬, ১৪ মে ২০০৯ (UTC)

আমি এই পাতা en: List of materials properties থেকে অনুবাদ শুরু করেছি । ধন্যবাদ --ফয়সাল ০৭:২২, ১৪ মে ২০০৯ (UTC)


একক রূপান্তর সম্পাদনা

সংখ্যা গুলো কি বাংলাতে দিতে হবে(৫.২৯ ১৭৭ ২০৮ ৫৯×১০−১১ ± ৩.৬{{e|−২০ ইত্যাদি)? আমি ইংরেজী উইকি en: Conversion of unitsথেকে অনুবাদ করছি। ওদের টেমপ্লেট-ই কপি করতে চাইছি।

আসন্ন মানের চিহ্ন (ঢেউয়ের মত সমান চিহ্ন)দিতে পারছি না। সেটা দিলে ≈ চিহ্ন আসছে। কিভাবে ঠিক করব?

বিভিন্ন একক ইংরেজীতে রাখতে চাচ্ছি। যেমন cd/m2, nm, ft, …।এটা কি ঠিক হচ্ছে? না কি টেবিলের শিরোনাম বাদে বাকি সব ইংরেজীতে রাখব? --ফয়সাল ১৫:১৪, ২০ মে ২০০৯ (UTC)

আমি উত্তরটা একক রূপান্তরের আলাপ পাতায় দিয়েছি।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:০৪, ২৮ মে ২০০৯ (UTC)

প্রশাসক সম্পাদনা

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যাবহারকারী।আমি প্রশাসক হবার জন্য এখানে আবেদন রেখেছি। আপনি যদি মনে করে তবে আপনার অভিমত জানাতে পারেন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৪৯, ৪ জুন ২০০৯ (UTC)

 

আমাকে সমর্থন করার জন্য ও আপনার অভিমত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমি আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৪:৪৯, ৫ জুন ২০০৯ (UTC)

একক রূপান্তর সম্পাদনা

রাগিব ভাই বলেছেন আবার বলছি আপনি আপাতোত আসন্ন মানের জন্য ল্যাটেক এর ম্যাথ মার্কাপ <math>\approx</math> দিয়ে ব্যবহার করুন । এটা দিলে এটা পাবেন  । সম্ভবত মিডিয়া উইকিতে কোন সমস্যা আছে। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:০৪, ৬ জুন ২০০৯ (UTC)

মানে আপনি বলতে চাইছেন ২.৯৯৭ ৯২৪ ৫৮×১০(Two point nine nine into ten to the power eight) এর ১০(বাংলা) এর জায়গার 10(ইংরেজি) দেখছেন? আমি কিন্তু বাংলায় ১০ দেখতে পাচ্ছি।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ২০:০৭, ৬ জুন ২০০৯ (UTC)

নকশাল আন্দোলন‎ সম্পাদনা

চমৎকার কাজ!!! বাংলা উইকিপিডিয়াতে আপনার মূল্যবান সময় এবং শ্রম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার নিবন্ধের ভুলগুলো অচিরেই অন্য উইকিপিডিয়ান যথাসম্ভব শুদ্ধ করে দিবেন। আশা করি বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত থাকবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১০, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

লিওনার্দো দ্য ভিঞ্চি‎ সম্পাদনা

আপনার মন্তব্য অনুযায়ী লিওনার্দো দ্য ভিঞ্চি‎ রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৭, ১০ অক্টোবর ২০০৯ (UTC)

চিত্র অপসারণ সম্পাদনা

যে সকল উইকিপিডিয়ান তাদের নিজেদের তোলা ছবি বা তৈরি করা ছবি উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পে পাব্লিক ডোমেইনে দান করছেন, সেই সকল ছবিগুলিকে একটি কেন্দ্রিয় স্থানে মানে কমন্সে একত্রিত করার কাজ চলছে। তাতে করে কমন্সের ভান্ডার বাড়বে ও কমন্সে থাকলে আমরা অনেক সুবিধা পাবো যেমন আমরা ছবিটিকে উইকিমিডিয়ার যে কোনো প্রকল্পে ব্যবহার করতে পারবো। তারই অঙ্গ হিসাবে আপনার ছবিটিকে কমন্সে স্থানান্তর করে এখান থেকে অপসারন করা হয়েছে। আর একটা কথা কমন্সে মুক্ত চিত্র ছাড়া কপিরাইটেড চিত্র আপলোড করা যায় না। তাই সকল প্রকল্পেই কমন্সে আপলোড করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। যেমন আপনার ছবিটি আপনি সরাসরি কমন্সে আপলোড করতেই পারতেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

অমর একুশের শুভেচ্ছা রইল।Mzsabusayeed (talk) ০৬:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

শুভেচ্ছা সম্পাদনা

সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।

Mzsabusayeed (আলাপ) ০৪:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

বই এর নাম সম্পাদনা

বই এর নাম বাংলায় লিখুন ইংরেজি উচ্চারণে। তাতেই হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:০৬, ২২ মার্চ ২০১০ (UTC)

অভ্র কি-বোর্ডের ম্যাকিন্টোশ সংস্করণ সুত্র সম্পাদনা

আমার আলাপ পাতায় আপনার বার্তার জন্যে ধন্যবাদ। দয়া করে, সুত্রটি ঠিক হবে কিনা দেখুন, http://omicronlab.com/forum/Avro-for-Mac-t2152.html

নওগাঁ গাঁজা সোসাইটি নিবন্ধে {{NN}} ট্যাগ প্রসঙ্গে সম্পাদনা

ফয়সাল নিবন্ধটি মুছে ফেলা হয়েছে কারণ বেশ অনেকদিন নিবন্ধটি খারাপ অবস্থায় পড়ে ছিল, বার বার ট্যাগ লাগানোর পরেও কোন স্থানীয় ব্যবহারকারী বা নিবন্ধদাতাকে পাওয়া যায়নি যিনি এই নিবন্ধটি ঠিক এবং কাজ করবেন। আর যাচাই করার বিষয়টি আসলে কোন নির্দিষ্ট ব্যবহারকারীর উপর নির্ভর করে না। আপনার দেওয়া নিবন্ধের যাচাই আপনাকেই করতে হবে। আপনাকেই যথাযথ তথ্যসূত্র এবং লিংক দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার নিবন্ধটি উল্লেখযোগ্য। চেষ্টা করুন নিবন্ধটি আবারও তৈরি করে করার তবে অবশ্যই আগের মত অর্ধ সমাপ্ত করে ফেলে রাখবেন না। আর নতুন করে পোষ্ট করলে এর উল্লেখযোগ্য নিয়ে যে সকল প্রশ্ন আসবে তার যথাযথ উত্তর দেওয়ার মত রসদ যোগাড় করে রাখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫৬, ১৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ম্যাপ তৈরি সম্পাদনা

আপনি কি গ্রাফিক্সের কাজ করতে আগ্রহি? যদি তাই হোন। আপনাকে স্বাগতম। তবে এটা খুব সময় সাপেক্ষ ও ধৈর্য্যের কাজ। আপনার কাছে যে ম্যাপ আছে তা কপিরাইটেড। আর উইকিপিডিয়ায় ম্যাপ এসভিজি ফরম্যাটেই আপলোড করতে বলা হয়। আপনার কাছে থাকা ম্যাপ গুলিকে আসলে আপনাকে ট্রেস করতে হবে।এই ভাবেই আজ কমন্সে সবাই ম্যাপগুলিকে আপলোড করেছেন। আমারও ইচ্ছা আছে বাংলাদেশ ও ভারতের ম্যাপগুলিকে তৈরি করা ও বাংলাকরন করা। এর জন্য আদর্শ সফটওয়্যার ইঙ্কস্কেপ। এখান থেকে ডাউনলোড করুন। একদম ফ্রী। http://commons.wikimedia.org/wiki/Inkscape এই পাতাটা থেকে ম্যানুয়ালটা নিন ও http://commons.wikimedia.org/wiki/Commons:Graphic_Lab/Map_workshophttp://commons.wikimedia.org/wiki/Commons:Graphic_Lab এই পাতাদুটি একটু লক্ষ করুন। কিভাবে কাজ হয়। বা আমার করা ম্যাপটাকে নিয়ে দেখুন। আবার বলি ম্যাপ অবশ্যই এসভিজি ফরম্যাটেই আপলোড করবেন। প্রশ্ন থাকলে আরও করুন। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:৫২, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১১:২২, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Faysal,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Faysal,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একক রূপান্তর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

একক রূপান্তর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/একক রূপান্তর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:১৮, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন