জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া
অবস্থান

৩৪০০
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৯৩
প্রতিষ্ঠাতাআল্লামা সাজিদুর রহমান (দা. বা.)
কর্তৃপক্ষকওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষআল্লামা সাজিদুর রহমান
কর্মকর্তা৭০+
অনুষদ১৫
শিক্ষার্থী সংখ্যা১৫০০+
ভাষাবাংলা, আরবি, উর্দু, ও ইংরেজি
অন্তর্ভুক্তিআল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব আবহমান কাল থেকেই চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। ধর্মহীনতার ভয়াল থাবায় জাতি আজ ক্ষত-বিক্ষত, দিশেহারা ও কিংকর্তব্যবিমূঢ়। সর্বগ্রাসী ষড়যন্ত্র ও নানাবিধ সমস্যার আবর্তে নিমজ্জিত মুসলিম উম্মাহ। এহেন কঠিন ও নাজুক পরিস্থিতিতে ইসলামের সঠিক আক্বিদা-বিশ্বাসের পূর্ণসংরক্ষণ করতে, কুসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ জাতিকে উদ্ধার করতে, চরিত্রহীনতার অমানিশায় নিমজ্জিত মানবতাকে সর্বোৎকৃষ্ট শিক্ষা এবং সর্বোত্তম চরিত্রের আলোতে উদ্ভাসিত করতে, পথভোলা মানুষকে পথের সন্ধান দিয়ে মানবিকতার বিকাশ ঘটাতে, দেশ-জাতি ও ইসলামের জন্য নিবেদিতপ্রাণ সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শায়খ মুয়াফি মুহাম্মাদ আযব (হাফিজাহুল্লাহ) এর নিষ্ঠাপূর্ণ সহযোগিতায় এবং বাংলার কৃতীপুরুষ প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা সাজিদুর রহমান (দামাত বারাকাতুহুম) এর নিরলস ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৯৩ ইং সনে প্রতিষ্ঠিত হয় জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া।