প্রিয় সুধী!
আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম।
আমার অবসর কাটে বই পড়ে কিংবা উইকিপিডিয়ায়। সময় পেলেই হারিয়ে যাই পাহাড়-জল-জঙ্গল পরিবেষ্টিত সিলেট অঞ্চল কিংবা অন্য কোথাও।
আমি ২০১৫ সালের শুরু থেকেই বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয়ভাবে সম্পাদনা করে আসছি। আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা ছাড়াও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প, যেমন- বাংলা উইকিসংকলন, বাংলা উইকিশনারী, উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, মেটা উইকি সমেত ইনকিউবেটরে সিলেটি ভাষার উইকি প্রজেক্ট সহ ইত্যাদিতেও সক্রিয়।
পছন্দের জায়গা বাংলাদেশ এবং ভারত বিষয়াবলী। তাই যোগ দিয়েছি উইকিপ্রকল্প বাংলাদেশ, উইকিপ্রকল্প সিলেট এবং উইকিপ্রকল্প ভারতে। নতুন একটি নিবন্ধ তৈরি করে পুর্ণাঙ্গ রূপ দেয়ার আনন্দটা খুব উপভোগ করি, যদিও বাংলাদেশ ও ভারতের স্বকীয় উপাদানগুলোর জন্য তথ্যসূত্র খুবই নগণ্য হওয়ায় অনেক ক্ষেত্রে সেটা করা সম্ভবপর হয়ে উঠে না। তাছাড়া সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে উইকিপ্রকল্প সাহিত্যেও নিবন্ধ লিখে থাকি। আর সাধারণ বিষয়াবলী তো আছেই! পাশাপাশি বাংলা উইকিতে কূটনীতি বিষয়ক অর্ধশতাধিকের বেশি নিবন্ধ লিখেছি এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনার লক্ষে 100WikiDays চ্যালেঞ্জে অংশগ্রহণ করে প্রতিদিন কমপক্ষে ১টি করে ১০০ উইকি দিবসে ২৭৬টি নিবন্ধ তৈরি করেছি।
নিয়মিত প্রয়োজনীয় পৃষ্ঠাসমূহের তালিকাসম্পাদনা
|
|
সম্পাদকের পদক
| বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৪৯, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
|
 |
দলগত কাজের পদক
| সুপ্রিয় AbuSayeed,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১০:০০, ০৮ জুন ২০২৩ (ইউটিসি)
|
|
ধন্যবাদ হে বাঙালি উইকিপিডিয়ান
| আপনি অক্লান্তভাবে পূন:নির্দেশনা তৈরি করেন। এজন্য একটা স্বীকৃতি আপনার প্রাপ্য। পূন:নির্দেশনা পদক আপনার জন্য। আপনার হাত ধরে এগিয়ে চলেছে বাংলা উইকিপিডিয়া। আপনার প্রচেষ্টাকে সালাম জানাই। আপনার পদচারণায় মুখর হোক বাংলা উইকিপিডিয়া। — ফেরদৌস • ০৯:৫৮, ৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)
|
|
নীতিমালা অনুবাদ এডিটাথন পদক
| প্রিয় এম আবু সাঈদ, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
|
|
|
ব্যবহারকারীদের পরীক্ষা পদক
| আপনার হাত ধরে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধশালী হয়ে উঠুক। — ফেরদৌস • ০১:৩৫, ৭ মার্চ ২০১৮ (ইউটিসি)
|
 |
লিঙ্গ সমতা পদক
| সুপ্রিয় এম আবু সাঈদ,
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)
|
|
অনুল্লেখ্য পদক
| আপনার হাত ধরে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধশালী হয়ে উঠুক। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। — মোহাম্মদ-নাবিল • ১৫:৪৩, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)
|
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯
সুপ্রিয় এম আবু সাঈদ! উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। ~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৭:৩৯, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
|
|
|
১০ আজাকি পদক
| আপনার রচিত অথবা সম্প্রসারিত ১০টি নিবন্ধ দিয়ে ২০১৮-১৯ সালে বাংলা উইকিপিডিয়ার 'আজাকি' সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। সক্রীয় হলে আবারো আজাকি'তে অবদানের আহবান থাকলো। শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২১) ১১:৫৯, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
|


|