GAs, awards etc. DYKs, awards etc.
আহমেদ প্রবুদ্ধ হাসান নিনাদ
সম্পাদনকারী
— উইকিপিডিয়ান —
সম্পাদনকারী একজন বাংলাদেশী
সম্পাদনকারী একজন বাংলাদেশী
নামআহমেদ প্রবুদ্ধ হাসান নিনাদ
জন্ম৩১শে, আগষ্ট
রংপুর
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানফার্মগেট, ঢাকা
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাচাকরিজীবী
শিক্ষাযন্ত্র প্রকৌশল
কলেজক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
বিশ্ববিদ্যালয়খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মইসলাম
আগ্রহ
  • উকিপিডিয়া
  • বই পড়া
  • গান শোনা
  • চলচিত্র দেখা
যোগাযোগের তথ্য
ইমেইলninad009@yahoo.com
ব্যবহারকারী বাক্স
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
en-4This user can contribute with a near-native level of English.
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৭ বছর, ২ মাস ও ২২ দিন
এই ব্যবহারকারী একজন কুয়েটিয়ান
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হয়ে গর্বিত।

সম্পাদনকারী হিসাবে আমার উকিপিডিয়ার কাজ শুরু ২০১৭ সাল হলেও উকিপিডিয়ার ব্যবহার শুরু করি ২০০৮ সাল থেকে। উকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা কম না হলেও বাংলা ভাষায় উকিপিডিয়ায় সমৃদ্ধ নিবন্ধের সংখ্যা এখন পর্যন্ত যথেষ্ট নয়। বাংলা উকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজনে একজন বাঙ্গালি উকিপিডিয়ান হিসাবে তাই আমার যোগ দান। আমার চেষ্টা থাকবে নতুন অনুবাদের পাশাপাশি নতুন বাংলা নিবন্ধ তৈরি করা ও একই সাথে পূর্বে রচিত নিবন্ধ গুলোকে সমৃদ্ধ করা।

আমার সম্পর্কে সম্পাদনা

আমি কি কাজ করি? সম্পাদনা

কর্ম সূত্রে আমি একজন যন্ত্র প্রকৌশলী। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি ২০১৩ সালে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মূখ্য কার্যালয়ে কর্মসূত্রে কাজ করেছি এটির বিভিন্ন ফ্যাক্টরিতে - ঘোড়াশাল, পলাশ, নরসিংদীতে; কালীগঞ্জ, গাজীপুরে; হবিগঞ্জে; আর বর্তমানে যে বেসরকারী প্রতিষ্ঠানটির মূখ্য কার্যালয়ে কর্মরত রয়েছি তার খাতিরে কাজ করতে হয় রুপগঞ্জ, নারায়ণগঞ্জে

 এই ব্যবহারকারী একজন
যন্ত্র প্রকৌশলী