বাঙালি মুসলিমদের পদবিসমূহ
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাঙালি মুসলমানদের পদবীসমূহ থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে,আসামে বসবাসরত মুসলমানদের পদবিসমূহ বেশ বৈচিত্র্যপূর্ণ। ইসলাম ধর্মমতে কোন পদবি নেই। মুসলিম সম্প্রদায়ের পিতা ইব্রাহিমের সময়কালে কোন পদবি ছিলো না। মূলত পিতার নামেই বংশের পরিচয় হয় বলে মুসলিমদের মাঝে পদবির ভিন্নতা দেখা যায়। লেখক ও গবেষক 'এস এম শাহনূর প্রণীত পদবীর সাতকাহন এ লেখেন, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বাঙালি মুসলমানদের পদবিসমূহ বেশ বৈচিত্রপূর্ণ। এখানে যেমন ধর্মীয় প্রভাব বিদ্যমান তেমনই ঐতিহ্যবাহী পেশাকেও পদবি হিসেবে গ্রহণের রেওয়াজ বিদ্যমান। অনেক হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের পূর্ব পদবি পরিত্যাগ করেনি, তাই অনেক মুসলিম পদবির সাথে হিন্দু পদবির মিল পাওয়া যায়।
ধর্মীয় পদবিসমূহসম্পাদনা
ভূ-সম্পত্তি ও শাসনকার্য সম্পর্কিত পদবিসম্পাদনা
- মোড়ল : মোড়ল শব্দটির উৎপত্তি হয়েছে মোঘল শব্দ থেকে। মোঘল সাম্রাজ্যের পতনের পর মোঘল বংশধর রা এই মোড়ল পদবি নিয়ে ভূসম্পত্তি ও শাসন কার্য সম্পর্কিত কিছু কার্যক্রম পরিচালনা করত।
- ছদিওল
- দেওয়ান
- মিঞা
- চৌধুরী
- তাপাদার
- মণ্ডল/মন্ডল
- তালুকদার
- শিকদার
- মজুমদার
- তরফদার
- চাকলাদার
- ভুঁইয়া
- জমাদার
- আসাফ জাহ
- জোয়ারদার
- খাঁ
- পরামানিক
পেশা হিসেবে প্রাপ্ত পদবিসম্পাদনা
তুর্কি-পারস্য উপাধিসম্পাদনা
মধ্যযুগে বা তারও আগে মধ্য এশিয়ার শাসক শ্রেণির লোকেরা এই উপাধি ব্যবহার করতো।
অন্যান্য পদবিসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
সদিওয়ল