শিকদার (পদবি)
শিকদার বা সিকদার বাঙালি ভূস্বামীদের ঐতিহাসিক পদবী । 'সিক' মানে সিকি অর্থাৎ সিকিভাগের বা এক - চতুর্থাংশের রাজস্ব সংগ্রহের মালিক যারা , দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে সিকদার ,শিকদার।
মূলত সিকদার প্রথা শুরু (১৫৪০-১৫৪৫ খ্রী:) কোন এক সময়। সুরি সাম্রাজ্য সুলতান শের শাহ সুরি তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই প্রথা চালু করেন। কয়েকটি গ্রাম বা মৌজা নিয়ে তৈরি হয় একটি পরগনা প্রশাসনিক অঞ্চল। পরগনার নিরাপত্তা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা খাজনা আদায় জন্য কিছু দক্ষ সেনা প্রধানকে নিয়োগ দেওয়া হতো। পরগনার মালিক হিসাবে মূলত তারাই ছিলেন সিকদার বা শিকদার। সিকদার পরিবারের প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা থাকায় মুঘল আমল এই পদটি বহাল রাখা হয়। বৃটিশ আমলে পরগনা পদ্ধতি বাতিল হলে ও ক্ষমতা সংক্ষিপ্ত করে সিকদার পদটি বহাল রাখা হয়। বৃটিশ আমলে ১৫ টির বেশি তালুকার মালিকানা থাকা ভূস্বামীদের শিকদার পদবী দেওয়া হতো।
শিকদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং পরিবার
সম্পাদনা- আব্বাস উল্লাহ শিকদার (জন্ম আনু. ১৯৫৫ - মৃত্যু ২০২০) প্রযোজক, অভিনেতা ও রাজনীতিবিদ [১]
- আব্দুল হাই শিকদার (জন্ম ১৯৫৭) কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক [২]
- আব্দুল মন্নান শিকদার (জন্ম ১৯৩১), রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযোদ্ধা [৩]
- আব্দুল কাদের শিকদার (১৯৫৬-২০২১), সাবেক সাংসদ [৪]
- আব্দুস সোবহান শিকদার (জন্ম ১৯৫৬), প্রধানমন্ত্রীর মুখ্যসচিব [৫]
- আবুল বাসার সিকদার, সাবেক সাংসদ
- আনোয়ার উদ্দিন শিকদার, সাবেক সাংসদ
- আসমত আলী শিকদার (১৯৩৯–২০০১), রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও আইনজীবী
- জাকের হোসেন শিকদার (জন্ম ১৯৮১), বড়পেটার এমএলএ
- মুখতার আলম শিকদার (জন্ম ১৯৬২), কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ক্যালিগ্রাফার
- ডাঃ সাদত আলী শিকদার (মৃ ২০১৭), রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযোদ্ধা
- সিকদার আমিনুল হক (১৯৪২-২০০৩), কবি
- আলতাফ হোসেন শিকদার, সাবেক এমএলএ
- নূরুল ইসলাম শিকদার, মুক্তিযোদ্ধা ও বরগুনা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি
- শামসুদ্দীন শিকদার, সাবেক এমএলএ
- সিকদার গ্রুপ খান্দান, শরীয়তপুর
- জয়নুল হক শিকদার (১৯৩০–২০২১), ব্যবসায়ী
- পারভীন হক সিকদার (জন্ম ১৯৬২), সংসদ সদস্য
- গৌড়স্থান শিকদার খান্দান, লোহাগাড়া
- সিরাজ সিকদার (১৯৪৪-১৯৭৫), কমিউনিস্ট বিপ্লবী নেতা
- এরশাদ শিকদার (১৯৫৪-২০০৪), অপরাধী ও খুনি
- ইরা শিকদার, মডেল ও অভিনেত্রী
অন্যান্য
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মারা গেছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির প্রযোজক"। চ্যানেল আই অনলাইন। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ নিউজ ডেস্ক (১ জানুয়ারি ২০১৩)। "কবি আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "নড়াইলে সাবেক এমপি আব্দুল কাদেরের ইন্তেকাল"। দৈনিক নয়াদিগন্ত। ২২ মে ২০২১। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সোবহান সিকদার"। বাংলা ট্রিবিউন। ৩০ মে ২০১৬। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।