শিকদার (পদবি)

পারিবারিক নাম

শিকদার বা সিকদার বাঙালি ভূস্বামীদের ঐতিহাসিক পদবী । 'সিক' মানে সিকি অর্থাৎ সিকিভাগের বা এক - চতুর্থাংশের রাজস্ব সংগ্রহের মালিক যারা , দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে সিকদার ,শিকদার।

মূলত সিকদার প্রথা শুরু (১৫৪০-১৫৪৫ খ্রী:) কোন এক সময়। সুরি সাম্রাজ্য সুলতান শের শাহ সুরি তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য এই প্রথা চালু করেন। কয়েকটি গ্রাম বা মৌজা নিয়ে তৈরি হয় একটি পরগনা প্রশাসনিক অঞ্চল। পরগনার নিরাপত্তা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা খাজনা আদায় জন্য কিছু দক্ষ সেনা প্রধানকে নিয়োগ দেওয়া হতো। পরগনার মালিক হিসাবে মূলত তারাই ছিলেন সিকদার বা শিকদার। সিকদার পরিবারের প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা থাকায় মুঘল আমল এই পদটি বহাল রাখা হয়। বৃটিশ আমলে পরগনা পদ্ধতি বাতিল হলে ও ক্ষমতা সংক্ষিপ্ত করে সিকদার পদটি বহাল রাখা হয়। বৃটিশ আমলে ১৫ টির বেশি তালুকার মালিকানা থাকা ভূস্বামীদের শিকদার পদবী দেওয়া হতো।

শিকদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং পরিবার

সম্পাদনা

অন্যান্য

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মারা গেছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির প্রযোজক"চ্যানেল আই অনলাইন। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. নিউজ ডেস্ক (১ জানুয়ারি ২০১৩)। "কবি আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "নড়াইলে সাবেক এমপি আব্দুল কাদেরের ইন্তেকাল"দৈনিক নয়াদিগন্ত। ২২ মে ২০২১। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সোবহান সিকদার"বাংলা ট্রিবিউন। ৩০ মে ২০১৬। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২