আব্বাস উল্লাহ শিকদার
বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজক
আব্বাস উল্লাহ শিকদার (আনু. ১৯৫৫ – ১৮ জানুয়ারি ২০২০) বাংলাদেশের একজন প্রযোজক, অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি আনন্দ টিভি ও আনন্দমালা চলচ্চিত্রের মালিক ছিলেন।[১][২] তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।[৩]
আব্বাস উল্লাহ শিকদার | |
---|---|
জন্ম | আনু. ১৯৫৫ |
মৃত্যু | ১৮ জানুয়ারি ২০২০ (বয়স ৬৫) |
পেশা | প্রযোজক, অভিনেতা, রাজনীতিবিদ |
জীবনী
সম্পাদনাআব্বাস উল্লাহ শিকদার বেদের মেয়ে জোসনা প্রযোজনা করেছিলেন। এটি সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী বাংলাদেশি চলচ্চিত্র।[৪][৫][৬] এছাড়া, তিনি মনের মাঝে তুমি, মোল্লা বাড়ীর বউ ও জ্বী হুজুর এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। জ্বী হুজুর চলচ্চিত্রের মাধ্যমে সায়মন সাদিক ও সারা জেরিনের চলচ্চিত্রে অভিষেক ঘটে।[৭][৮][৯] চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।[১০]
আব্বাস উল্লাহ শিকদার ২০২০ সালের ১৮ জানুয়ারি ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[২][৬][১১]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
সম্পাদনা- বেদের মেয়ে জোসনা[১২] (১৯৮৯)
- পাগল মন[১৩]
- মনের মাঝে তুমি[১২]
- মোল্লা বাড়ীর বউ[১৩]
- জ্বী হুজুর[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নিরাপত্তা ছাড়পত্র পেল দশ বেসরকারি টিভি চ্যানেল"। যুগান্তর। ৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "মারা গেছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির প্রযোজক"। চ্যানেল আই। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "আরও ১০টি টিভি চ্যানেল আসছে, পাঁচটি অনিশ্চিত"। প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আবার বেদের মেয়ে জোসনা"। কালের কণ্ঠ। ২৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বেলীর কণ্ঠে 'বেদের মেয়ে জোসনা'"। বাংলানিউজ২৪.কম। ১১ জুন ২০১৯। ১২ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "বেদের মেয়ে জোসনার প্রযোজক আর নেই"। জাগোনিউজ২৪.কম। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "সারা জেরিনের পরীক্ষা আজ"। যুগান্তর। ৭ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "জন্মদিনটা ঘরেই কাটলো : সাইমন"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ভাই-বন্ধু সাইমন ও বাপ্পী"। প্রথম আলো। ২৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'বেদের মেয়ে জোছনা' সিনেমার প্রযোজক আব্বাস আর নেই"। আমাদের সময়। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "'বেদের মেয়ে জোছনা' সিনেমার প্রযোজক আব্বাস আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "বেদের মেয়ে জোসনা প্রযোজক আব্বাস উল্লাহ আর নেই"। বাংলানিউজ২৪.কম। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "মারা গেলেন বেদের মেয়ে জোসনা প্রযোজক আব্বাস উল্লাহ"। যুগান্তর। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।