আবদুল কাদের সিকদার
আবদুল কাদের সিকদার যিনি এ কাদের সিকদার নামেও পরিচিত। (আনু. ১৯৫৬ - ২০ মে ২০২১) ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
আবদুল কাদের সিকদার | |
---|---|
![]() | |
নড়াইল-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
পূর্বসূরী | শরীফ খসরুজ্জামান |
উত্তরসূরী | শরীফ খসরুজ্জামান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫৬ রঘুনাথপুর, আউড়িয়া, নড়াইল |
মৃত্যু | ২০ মে ২০২১ |
সমাধিস্থল | রঘুনাথপুর, আউড়িয়া, নড়াইল |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ১ মেয়ে |
পেশা | রাজনীতিবিদ, ব্যবসা |
ডাকনাম | এ কাদের সিকদার |
প্রাথমিক জীবন সম্পাদনা
আবদুল কাদের সিকদার আনু. ১৯৫৬ সালে নড়াইলের আওড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিবাহিত জীবনে তার এক মেয়ে।
রাজনৈতিক জীবন সম্পাদনা
এ কাদের সিকদার রাজনৈতিক জীবনের শুরু জাতীয় পার্টি দিয়ে।[২]
নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন তিনি।[২]
তিনি নড়াইল জেলা বিএনপির ২ মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।[২]
তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মননয়নে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও নড়াইল-২ আসন থেকে বিএনপির মননয়নে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি।[৩]
মৃত্যু সম্পাদনা
আবদুল কাদের সিকদার ২০ মে ২০২১ সালে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ ঘ ঙ "নড়াইলে সাবেক এমপি আব্দুল কাদেরের ইন্তেকাল"। দৈনিক নয়াদিগন্ত। ২২ মে ২০২১। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "এ কাদের সিকদার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮।