তালুকদার (ফার্সি: تعلق دار) আরবি এবং ফার্সি শব্দদ্বয়ের মিশ্রণ (تعلق “তালুক” আরবি আর دار “দার” ফার্সি)। ফার্সি ভাষায় শব্দটির অর্থ তালুকের কর্তা।[১] সুলতানি, মোঘল এবং ব্রিটিশ আমলে তালুকের ভূস্বামীদের তালুকদার বলা হতো। তালুকদার বাংলাদেশ, ভারতে মুসলিম এবং হিন্দুদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

তালুকদার পদবি যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Talukdar"। ব্রিটিশ বিশ্বকোষ26 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 386।