বেপারী
বেপারী হলো কাঁচা পাট ব্যবসা ও ধান ব্যবসায়ী বা মধ্যস্থতাকারীদের একটি দল, যারা পশ্চিমবঙ্গ, ভারত ও বাংলাদেশের পাটকলগুলোতে কাঁচা পাট মজুত এবং সরবরাহ করে।[১] পাটকলগুলো সাধারণত কৃষকদের কাছ থেকে কাঁচা পাট কেনে না। কাঁচা পাট সরবরাহের জন্য, পাটকলগুলো বেপারীদের উপর নির্ভর করে যারা সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচা পাট ক্রয় করে।
একই ভাবে কৃষকের থেকে ধান কেনার পর আড়ৎদ্বার বা ধানের কল গুলোতে ধান সরবরাহ করে।
বংশ পদবী পেশা হিসেবে পূর্বপুুষরা নিজেদের নামের সাথে পেশাগত পদবী/উপাধি ব্যাবহার করে, উপমহাদেশে বংশীয় পদবী লক্ষ করা যায় পূর্বে থেকেই। বংশ পদবীর ক্ষেত্রে ধর্মীয়, পেশাগত, শাসনকার্য ও শ্রেণী গত দিক বিশেষ করে প্রাধান্য পেয়ে থাকে। বেপারী পদবী টা একই ভাবে পেশাগত দিক থেকে বংশীয় পদবীতে রূপ পায়।
বেপারী একটি নাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Misra, Sanghamitra (২০১৩-০৪-০৩)। Becoming a Borderland: The Politics of Space and Identity in Colonial Northeastern India (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-136-19721-5।
বাংলাদেশ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |