ডুমুরুয়া ইউনিয়ন

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন

ডুমুরুয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন

ডুমুরুয়া
ইউনিয়ন
৩নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ
ডুমুরুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ডুমুরুয়া
ডুমুরুয়া
ডুমুরুয়া বাংলাদেশ-এ অবস্থিত
ডুমুরুয়া
ডুমুরুয়া
বাংলাদেশে ডুমুরুয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯১°১৪′৪২″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯১.২৪৫০০° পূর্ব / 23.03833; 91.24500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসেনবাগ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশওকত হোসেন কানন (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২২.৪০ বর্গকিমি (৮.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,৭১৫
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫২.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৬৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ডুমুরুয়া ইউনিয়নের আয়তন ২২.৪০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডুমুরুয়া ইউনিয়নের জনসংখ্যা ৩০,৭১৫ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সেনবাগ উপজেলার উত্তরাংশে ডুমুরুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কেশারপাড় ইউনিয়ন, দক্ষিণে অর্জুনতলা ইউনিয়নসেনবাগ পৌরসভা, পূর্বে কাদরা ইউনিয়নফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নদৌলখাঁড় ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ডুমুরুয়া ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • অশ্বদিয়া
  • বাবুপুর শ্রীপুর
  • ডুমুরুয়া
  • হরিণকাটা
  • হোমনাবাদ শ্রীপুর
  • জিরুয়া
  • জোড়তুলা
  • কৈয়াজলা
  • কানুরচর
  • লক্ষ্মীপুর
  • মইশাই
  • তারা বাড়িয়া
  • মটুবী
  • মতইন
  • নলুয়া
  • এনায়েতপুর
  • পদুয়া
  • পাইখাস্তা
  • পরিকোট
  • পাইথক
  • পলতি
  • সারওয়াতলী
  • সাতবাড়ীয়া
  • টট্টরিয়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডুমুরুয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫২.৪%।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ[]

  1. কানকিরহাট কলেজ

-

প্রাথমিক বিদ্যালয়[]

  1. পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. কানুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. বাবুপুর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. মইশাই তাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. শ্রীপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. মুটবী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. মইশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. পশ্চিম জিরুয়া আকবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. সাতবাড়িয়া মিজি বাড়ি ফোরকানিয়া ও এবতেদায়ী মাদ্রাসা
  18. ফকির হাট দারুল কুরআন মডেল মাদ্রাসা
  19. বিদ্যাবন ইসলামি একাডেমী

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

বীরপ্রতীক উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সেনবাগ উপজেলা থেকে থেকে বাস বা সিএনজি যোগে ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আসা যাবে।

খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা[]

  • গাজির হাট
  • অশ্বদিয়া বাজার
  • ফকির হাট
  • কানকির হাট
  • নামার বাজার
  • মইশাই বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • গাজী বাড়ি মাজার শরীফ[]
  • মিয়া বাড়ি জামে মসজিদ[]
  • মতইন গৌতম বৌদ্ধ বিহার[]
  • ডুলি বাড়ি কাবাব হাউজ
  • বাগান বাড়ি কাবাব হাউজ

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
শওকত হোসেন কানন[] চেয়ারম্যান
মনির হোসেন দুলাল সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
অলি উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
সহিদ উল্যা সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ সাখাওয়াত হোসেন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ বেলায়েত হোসেন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ মিজানুর রহমান সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
নজরুল ইসলাম সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
আলী আক্কাছ সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মহিন উদ্দিন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
ফেরদৌস আরা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
আসুরা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
হোসনেয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "কলেজ, ডুমুরুয়া ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, ডুমুরুয়া ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "হাট-বাজারের তালিকা, ডুমুরুয়া ইউনিয়ন"dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "মাজার শরীফ, ডুমুরুয়া ইউনিয়ন"dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  6. "জামে মসজিদ, ডুমুরুয়া ইউনিয়ন"dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  7. "বৌদ্ধ বিহার, ডুমুরুয়া ইউনিয়ন"dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  8. "বর্তমান পরিষদ, ডুমুরুয়া ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  9. "চেয়ারম্যান, ডুমুরুয়া ইউনিয়ন"dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা