ডুমুরুয়া ইউনিয়ন
ডুমুরুয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
ডুমুরুয়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ডুমুরুয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯১°১৪′৪২″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯১.২৪৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | শওকত হোসেন কানন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২২.৪০ বর্গকিমি (৮.৬৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,৭১৫ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাডুমুরুয়া ইউনিয়নের আয়তন ২২.৪০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডুমুরুয়া ইউনিয়নের জনসংখ্যা ৩০,৭১৫ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাসেনবাগ উপজেলার উত্তরাংশে ডুমুরুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কেশারপাড় ইউনিয়ন, দক্ষিণে অর্জুনতলা ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা, পূর্বে কাদরা ইউনিয়ন ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন ও দৌলখাঁড় ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাডুমুরুয়া ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- অশ্বদিয়া
- বাবুপুর শ্রীপুর
- ডুমুরুয়া
- হরিণকাটা
- হোমনাবাদ শ্রীপুর
- জিরুয়া
- জোড়তুলা
- কৈয়াজলা
- কানুরচর
- লক্ষ্মীপুর
- মইশাই
- তারা বাড়িয়া
- মটুবী
- মতইন
- নলুয়া
- এনায়েতপুর
- পদুয়া
- পাইখাস্তা
- পরিকোট
- পাইথক
- পলতি
- সারওয়াতলী
- সাতবাড়ীয়া
- টট্টরিয়া
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডুমুরুয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫২.৪%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
-
প্রাথমিক বিদ্যালয়[৩]
- পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাবুপুর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মইশাই তাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্রীপুর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুটবী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মইশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জিরুয়া আকবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতবাড়িয়া মিজি বাড়ি ফোরকানিয়া ও এবতেদায়ী মাদ্রাসা
- ফকির হাট দারুল কুরআন মডেল মাদ্রাসা
- বিদ্যাবন ইসলামি একাডেমী
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাবীরপ্রতীক উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসেনবাগ উপজেলা থেকে থেকে বাস বা সিএনজি যোগে ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আসা যাবে।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাহাট-বাজারের তালিকা[৪]
- গাজির হাট
- অশ্বদিয়া বাজার
- ফকির হাট
- কানকির হাট
- নামার বাজার
- মইশাই বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৮]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
শওকত হোসেন কানন[৯] | চেয়ারম্যান | |
মনির হোসেন দুলাল | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
অলি উদ্দিন | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
সহিদ উল্যা | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ সাখাওয়াত হোসেন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ বেলায়েত হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
নজরুল ইসলাম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
আলী আক্কাছ | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মহিন উদ্দিন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
ফেরদৌস আরা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
আসুরা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
হোসনেয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "কলেজ, ডুমুরুয়া ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, ডুমুরুয়া ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "হাট-বাজারের তালিকা, ডুমুরুয়া ইউনিয়ন"। dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "মাজার শরীফ, ডুমুরুয়া ইউনিয়ন"। dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "জামে মসজিদ, ডুমুরুয়া ইউনিয়ন"। dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "বৌদ্ধ বিহার, ডুমুরুয়া ইউনিয়ন"। dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "বর্তমান পরিষদ, ডুমুরুয়া ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "চেয়ারম্যান, ডুমুরুয়া ইউনিয়ন"। dumuruaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।