কেশারপাড় ইউনিয়ন
কেশারপাড় বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
কেশারপাড় | |
---|---|
ইউনিয়ন | |
২নং কেশারপাড় ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কেশারপাড় ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′১৬″ উত্তর ৯১°১১′৫″ পূর্ব / ২৩.০৩৭৭৮° উত্তর ৯১.১৮৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল হক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাসেনবাগ উপজেলার উত্তর-পশ্চিমাংশে কেশারপাড় ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে ছাতারপাইয়া ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন ও অম্বরনগর ইউনিয়ন, দক্ষিণে অর্জুনতলা ইউনিয়ন, পূর্বে ডুমুরুয়া ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকেশারপাড় ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামসমূহ হল:
চেয়ারম্যান | ||
---|---|---|
বেল্লাল হোসেন ভূইয়া | ||
সচিব | ||
আবু তাহের | ||
পুরুষ মেম্বারগণ | ||
ওয়ার্ড নং | গ্রামের নাম | প্রতিনিধির নাম |
১নং ওয়ার্ড | লুধুয়া, কলাবাড়িয়া | মোকছদ মিয়া |
২নং ওয়ার্ড | খাজুরিয়া পূর্ব | মিজান মজুমদার |
৩নং ওয়ার্ড | খাজুরিয়া পশ্চিম | নিজাম উদ্দিন |
৪নং ওয়ার্ড | আটিয়াবাড়ি, মজিরখিল | জাকির হোসেন |
৫নং ওয়ার্ড | বীরকোট পশ্চিম, উন্দানিয়া | জামাল উদ্দিন |
৬নং ওয়ার্ড | বীরকোট পূর্বপাড়া | সামছল হক |
৭নং ওয়ার্ড | ইটবাড়িয়া, কেশারপাড় উত্তর | মোঃ হানিফ |
৮নং ওয়ার্ড | কেশারপাড় দক্ষিণ | জাকির হোসেন |
৯নং ওয়ার্ড | কালরাইতা | আবদুল করিম |
মহিলা মেম্বারগণ | ||
১,২,৩ নং ওয়ার্ড | লুধুয়া,কলাবাড়িয়া,খাজুরিয়া | বিবি হাওয়া |
৪,৫,৬ নং ওয়ার্ড | আটিয়া,মজিরখিল,বীরকোট,উন্দানিয়া | ফরিদা আক্তার |
৭,৮,৯ নং ওয়ার্ড | কেশারপাড়,ইটবাড়িয়া,কালারাইতা | হাছিনা আক্তার |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- কানকিরহাট কলেজ
- মাদ্রাসা
- কানকিরহাট ফাজিল মাদ্রাসা
- কানকিরহাট নূরানী মাদ্রাসা
- ইটবাড়িয়া তা'লিমুল কুরআন নূরানী মাদ্রাসা
- জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়
- কানকিরহাট উচ্চ বিদ্যালয়
- কানকিরহাট উচ্চ বালিকা বিদ্যালয়
- কেশারপাড় উচ্চ বিদ্যালয় (বেসরকারি)
- প্রাথমিক বিদ্যালয়
- কানকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বীরকোট আতর ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১)
- আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাজুরিয়া (সর্দারপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- কেশারপাড় আদর্শ কে.জি
- সোনার বাংলা একাডেমী
- শিশুমেলা কিন্ডারগার্টেন স্কুল
- মানব কল্যাণ একাডেমী
- উদয়ন শিশু একাডেমী
- নলেজ চাইল্ড একাডেমী
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকেশারপাড় ইউনিয়নের প্রধান এবং একমাত্র যোগাযোগের পথ হল সড়কপথ। যোগাযোগের প্রধান বাহন সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া রিকশা, সাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে। দূরের যোগাযোগের মাধ্যম হচ্ছে বাস। এই ইউনিয়নের কানকির হাট বাজার থেকে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের অভিমূখে দূরপাল্লার বাস ছেড়ে যায়।
খাল ও নদী
সম্পাদনাকেশারপাড় ইউনিয়নে কোন নদী নেই। নোয়াখাল এর একটি প্রশাখা খাল এ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।
হাট-বাজার
সম্পাদনাকেশারপাড় ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার
- কানকিরহাট বাজার,
- খাজুরিয়া বাজার এবং
- দমদমা বাজার (কেশারপাড় বাজার)।
দর্শনীয় স্থান
সম্পাদনা- কেশারপাড় দীঘি
- কলাবাড়ীয়া হরিণ ওয়ালা বাড়ী (কাদের সাহেবের বাড়ী)
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আব্দুল হক।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |