কাদরা ইউনিয়ন
কাদরা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
কাদরা | |
---|---|
ইউনিয়ন | |
৪নং কাদরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাদরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯১°১৪′৪৬″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯১.২৪৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সেনবাগ উপজেলা |
আসন | ২৬৯ নোয়াখালী-২ |
সরকার | |
• চেয়ারম্যান | গিয়াস উদ্দিন ভূঁইয়া |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনা১৭৭৯৯ বর্গ কিঃ মিঃ
জনসংখ্যা
সম্পাদনামোট জনসংখ্যা ২৩৯৩৭ জন এবং স্বাক্ষরতার হাত ৬১ শতাংশ
অবস্থান ও সীমানা
সম্পাদনাসেনবাগ উপজেলার উত্তর-পূর্বাংশে কাদরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ডুমুরুয়া ইউনিয়ন, পশ্চিমে ডুমুরুয়া ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা, দক্ষিণে সেনবাগ পৌরসভা এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন ও সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকাদরা ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা১. টুংকু আব্দুল রহমান মেমোরিয়াল একাডেমী (নজরপুর)
২. মগুড়া এম এম আলী উচ্চ বিদ্যালয়
৩. তাহিরপুর তামিরুল ইসলামিয়া আলিম মাদ্রাসা
৪. চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
গ্রামসমূহ
সম্পাদনা- ঢালুয়া
- নন্দীরপাড়
- তাহিরপুর
- নিজ সেনবাগ
- উত্তর জয়নগর
- পুরুষ্কার
- মগুয়া
- কাদরা
- জামালপুর
- হিজলী
- ফতেপুর
- শুভপুর
- নজরপুর
- চাঁদপুর
- আহাম্মদপুর
- হীরাপুর
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: গিয়াস উদ্দিন ভূঁইয়া
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |