জিওফ হাম্পেজ

ইংরেজ ক্রিকেটার

জিওফ্রে উইলিয়াম হাম্পেজ (ইংরেজি: Geoff Humpage; জন্ম: ২৪ এপ্রিল, ১৯৫৪) বার্মিংহামের স্পার্কব্রুক এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।[১] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন জিওফ হাম্পেজ। দলে তিনি মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও উইকেট-রক্ষক ছিলেন তিনি।

জিওফ হাম্পেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজিওফ্রে উইলিয়াম হাম্পেজ
জন্ম(১৯৫৪-০৪-২৪)২৪ এপ্রিল ১৯৫৪
স্পার্কব্রুক, বার্মিংহাম, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-পেস
ভূমিকাব্যাটসম্যান, উইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৯)
৪ জুন ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৮ জুন ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৪–১৯৯০ওয়ারউইকশায়ার
১৯৮১/৮২অরেঞ্জ ফ্রি স্টেট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৫১ ৩২৪
রানের সংখ্যা ১১ ১৮১০৮ ৬৫৯৪
ব্যাটিং গড় ৫.৫০ ৩৬.৩৬ ২৫.৫৫
১০০/৫০ –/– ২৯/৯৭ ৩/৩৬
সর্বোচ্চ রান ২৫৪ ১০৯*
বল করেছে ১০২৭ ৭৭৩
উইকেট ১৩ ১৮
বোলিং গড় ৪২.৫৩ ৩৮.৫৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১৩ ৪/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৬৭১/৭২ ২৪৯/৩২
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৫ মার্চ ২০১৯

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৭৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওয়ারউইকশায়ারের পক্ষে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন দূর্দান্ত প্রতাপে। এজবাস্টনের স্থানীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন। এরই স্বীকৃতিস্বরূপ ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা লাভ করেছিলেন।[২] দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ফ্রি স্টেটের সদস্য ছিলেন। এছাড়াও, উইকেট-রক্ষণে ও প্রভূতঃ ভূমিকা পালন করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৬ গড়ে রান তুলতে পেরেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেন ২৫৪ রান।

২০০৯ সাল পর্যন্ত চতুর্থ উইকেটে ব্যাটিং রেকর্ডের সাথে স্বীয় নামকে জড়িয়ে রেখেছেন স্ব-মহিমায়। ১৯৮২ সালে সাউথপোর্টে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে আলভিন কালীচরণের সাথে ৪৭০ রান সংগ্রহ করেছিলেন জিওফ হাম্পেজ। এতে তার অবদান ছিল ২৫৪ রান

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারেননি জিওফ হাম্পেজ। তবে, তিনটি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঐ তিনটি খেলায় অংশগ্রহণ ছিল তার। তবে, মোটে তিনি এগারো রান তুলতে সক্ষম হয়েছিলেন। মাঝারিসারিতে আক্রমণাত্মক ব্যাটিংশৈলী উপহার দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

১৯৮১-৮২ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সাথে গমন করেন তিনি। এরফলে কার্যত তিনটি ওডিআইয়ে অংশগ্রহণকারী জিওফ হাম্পেজের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। এরপর তিনি পুলিশ কনস্ট্যাবল হিসেবে কাজ করছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "England Players by ODI Caps"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৪ 
  2. "Wisden's Five Cricketers of the Year"ESPNcricinfoESPN। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা