জাতীয় অধ্যাপকবৃন্দের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা যা বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান এবং গবেষণার জন্যে দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ এবং শিক্ষকগণকে প্রদান করা হয়। স্বাধীনতার পর ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা প্রবর্তিত হয়ে আসছে।[১] সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক এবং কাজী মোতাহার হোসেনকে নিয়োগ দেয়া হয়।
জাতীয় অধ্যাপকবৃন্দের তালিকা
সম্পাদনা# | চিত্র | নাম | দ্বায়িত্ব গ্রহণ | দ্বায়িত্ব হস্তান্তর | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১ | জয়নুল আবেদীন (১৯১৪ - ১৯৭৬) |
১৯৭৫, মার্চ ১৭ | [২] | ||
২ | আবদুর রাজ্জাক (১৯১৪ - ১৯৯৯) |
১৯৭৫, মার্চ ১৭ | [৩] | ||
৩ | কাজী মোতাহার হোসেন (১৮৯৭ - ১৯৮১) |
১৯৭৫, মার্চ ১৭ | [৪] | ||
৪ | মোহাম্মদ ইব্রাহিম (১৯১১ - ১৯৮৯) |
১৯৮৪, জানুয়ারি ১ | [৫] | ||
৫ | নুরুল ইসলাম (১৯২৮ - ২০১৩) |
১৯৮৭, মার্চ ১ | |||
৬ | আবুল ফজল (১৯০৩ - ১৯৮৩) |
১৯৮৭, মার্চ ১ | |||
৭ | সৈয়দ আলী আহসান (১৯২২ - ২০০২) |
১৯৮৭, মার্চ ২ | [৬] | ||
৮ | শামস-উল-হক | ১৯৯৩, নভেম্বর ১৬ | |||
৯ | দেওয়ান মোহাম্মদ আজরফ (১৯০৬ - ১৯৯৯) |
১৯৯৩, নভেম্বর ১৪ | [৭] | ||
১০ | এম ইন্নাস আলী (১৯১৬ - ২০১০) |
১৯৯৩, নভেম্বর ১৪ | [৮] | ||
১১ | এম আর খান (১৯২৮ - ২০১৬) |
১৯৯৪, জানুয়ারি ১৪ | [৯] | ||
১২ | সুফিয়া আহমেদ (১৯৩২ - ২০২০) |
১৯৯৪, জানুয়ারি ১৪ | [১০] | ||
১৩ | কবীর চৌধুরী (১৯২৩-২০১১) |
১৯৯৮, জুলাই ৮ | [১১] | ||
১৪ | আবদুল মালিক (১৯২৯ -) |
২০০৬, ফেব্রুয়ারি ২ | [১২] | ||
১৫ | একেএম নুরুল ইসলাম | ২০০৬, ফেব্রুয়ারি ২ | [১২] | ||
১৬ | একেএম আমিনুল হক | ২০০৬, ফেব্রুয়ারি ২ | [১২] | ||
১৭ | তালুকদার মনিরুজ্জামান | ২০০৬, ফেব্রুয়ারি ২ | [১২] | ||
১৮ | সরদার ফজলুল করিম (১৯২৫-২০১৪) |
২০১১, জুন ১৪ | [১৩] | ||
১৯ | এ. এফ. সালাহউদ্দিন আহমেদ (১৯২০ - ২০১৪) |
২০১১, জুন ১৪ | [১৩] | ||
২০ | রঙ্গলাল সেন (১৯৩৩ - ২০১৪) |
২০১১, জুন ১৪ | [১৩][১৪] | ||
২১ | মুস্তফা নুরুল ইসলাম (১৯২৭ - ২০১৮) |
২০১১, জুন ১৪ | [১৩] | ||
২২ | শাহলা খাতুন | ২০১১, জুন ২০ | [১৩][১৫] | ||
২৩ | জামিলুর রেজা চৌধুরী (১৯৪২ - ২০২০) |
২০১৮, জুন ১৯ | [১৬] | ||
২৪ | আনিসুজ্জামান (১৯৩৭ - ২০২০) |
২০১৮, জুন ১৯ | [১৬][১৭] | ||
২৫ | রফিকুল ইসলাম (অধ্যাপক) (১৯৩৪ - ২০২১) |
২০১৮, জুন ১৯ | [১৬][১৭] | ||
২৬ | আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন (১৯৩৭ - ) | ২০২১, ০৬ মে | [১৭][১৬] |
তথ্যসূত্র
সম্পাদনা30 আগস্ট থেকে বর্তমান জাতীয় অধ্যাপক এম কিউ কে তালুকদার
- ↑ সেন, রঞ্জিত কুমার (২০১১-০৬-১৫)। জাতীয় অধ্যাপক নিযোগ প্রজ্ঞাপন। শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)। ২০১৪-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।
- ↑ "আবেদিন, জয়নুল"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ মাহমুদুজ্জামান, মোহাম্মদ (২০১২)। "রাজ্জাক, আবদুর১"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ মোর্শেদ, মাহবুব (২০১২)। "হোসেন, কাজী মোতাহার"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ মাহমুদুর রহমান, সিদ্দিক (২০১২)। "ইব্রাহিম, মোহাম্মদ"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ শাহ কোরেশী, মাহমুদ (২০১২)। "আহসান, সৈয়দ আলী"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ কুমার রায়, প্রদীপ (২০১২)। "আজরফ, দেওয়ান মোহাম্মদ"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ "Bangladesh Academy of Sciences condoles the death of National Professor Dr. M. Innas Ali"। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী। ২২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।
- ↑ "Professor Dr. M.R. Khan"। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।
- ↑ "জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদঃ অন্যতম ভাষা সৈনিক"। biplobiderkotha.com। ২০১৪-০২-০৭। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।
- ↑ হোসেন, শওকাত (২০১২)। "চৌধুরী, কবীর"। চৌধুরী, আমিরুল ইসলাম; জামাল, আহমেদ আবদুল্লাহ। বাংলাপিডিয়া (অনলাইন সংস্করণ সংস্করণ)। বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 984-32-0576-6। ওসিএলসি 52727562। সংগ্রহের তারিখ নভেম্বর ২৪, ২০২৪।
- ↑ ক খ গ ঘ "4 become national professors"। দি ডেইলি স্টার। ২০০৬-০২-০৩। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ "4 become national professors"। নিউ এইজ। ২০১১-০৬-২০। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "National Professor Rangalal Sen dies"। bangladeshchronicle.net। ২০১৪-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুনকে সংবর্ধনা দিল গ্রীন লাইফ হাসপাতাল"। amarhealth.com। ২০১২-০৬-০২। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "জাতীয় অধ্যাপক হলেন আনিসুজ্জামান, রফিকুল ইসলাম ও জামিলুর রেজা চৌধুরী | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২০।
- ↑ ক খ গ "জাতীয় অধ্যাপক হলেন তিন শিক্ষাবিদ"। The Daily Star Bangla। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩।