আমিরুল ইসলাম চৌধুরী
আমিরুল ইসলাম চৌধুরী (জন্ম ১৯৪২)[১] একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক।[২]
আমিরুল ইসলাম চৌধুরী | |
---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | |
কাজের মেয়াদ ১৯৯৪ – ১৯৯৮ | |
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০১৪ – ২০১৭ | |
পূর্বসূরী | নুরুল ইসলাম |
উত্তরসূরী | মাহফুজা খানম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪২ (বয়স ৮১–৮২) রংপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | পিএইচডি (অর্থনীতি) |
মাতৃশিক্ষায়তন | |
পেশা | শিক্ষাবিদ, অর্থনীতিবিদ |
নিয়োগকারী | |
শিক্ষা
সম্পাদনা১৯৬১ এবং ১৯৬৩ সালে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৭৯ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। পরে ১৯৮৭-৮৮ এ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল সহকর্মী হিসাবে কাজ করেছিলেন।[২]
কর্মজীবন
সম্পাদনাতিনি ১৯৬৪ সালের জুন থেকে এপ্রিল ১৯৬৬ সাল পর্যন্ত পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয়ে গবেষণা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[২] তিনি ১৯৭১ সালের জানুয়ারী থেকে অক্টোবর ২০০৪ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনুষদ ছিলেন। তিনি পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপকও ছিলেন।[২] তিনি ১৯৯৪ থেকে ১৯৯৮ সালের জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরপর গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।[২]
তিনি আগস্ট ২০০১ থেকে আগস্ট ২০০২ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।[২] তিনি বর্তমানে সেন্টার ফর আরবান স্টাডিজ, ঢাকার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।[৩] তিনি ৩ জানুয়ারী ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন।[১][৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Newsletter" (পিডিএফ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ১ জানুয়ারি ২০১৪। ১০ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Faculty Profile"। স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। ইউনাইডেট আন্তজার্তিক বিশ্ববিদ্যালয়। ১৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Amirul Islam Chowdhury, Ph.D."। সেন্টার ফর আরবান স্টাডিজ, ঢাকা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ আহমেদ, মোশতাক। "'বিশ্ববিদ্যালয়ের অন্তরের কথা কেউ বলে না'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।