চাটমোহর উপজেলা
চাটমোহর বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা। চাটমোহরে ৪৩৯ বছরের ঐতিহ্য নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজবিশিষ্ট শাহী মসজিদ। শাহী মসজিদটি বাংলার মুসলিম স্থাপত্যে একটি নতুন অধ্যায় সংযোজন করে।
চাটমোহর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে চাটমোহর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°১৩′২১″ উত্তর ৮৯°১৭′৪৪″ পূর্ব / ২৪.২২২৫০° উত্তর ৮৯.২৯৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
আয়তন | |
• মোট | ৩০৫.৬৩ বর্গকিমি (১১৮.০০ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ২,৮৭,৭৯০ |
• জনঘনত্ব | ৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৩০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৭৬ ২২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাকথিত আছে যে, খ্রীষ্টিয় পঞ্চদশ শতাব্দীতে এখানে ধান ও বিভিন্ন জিনিসপত্র ক্রয়-বিক্রয় হতো। তখন ডাকাতদের উপদ্রব বেশি থাকায় বিক্রেতারা ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চটের থলিতে সোনার মহর নিয়ে এসে ক্রয় করতো। সোনার মোহর চটের থলিতে ভরে নিয়ে এসে ক্রয়-বিক্রয় হতো বলে এখানকার নামকরণ করা হয়েছে চাটমোহর।[তথ্যসূত্র প্রয়োজন]
ইতিহাস
সম্পাদনাপাবনা জেলার চাটমোহর উপজেলা একটি অতি প্রাচীন ও প্রসিদ্ধ জনপদ। এককালে এ উপজেলার সিংহভাগ অংশ তথা বর্তমান হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা ও বিলচলন ইউনিয়ন চলনবিলের অন্তর্ভুক্ত ছিল। ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠে বর্তমানে একটি অমিত সম্ভাবনার উপজেলায় পরিণত হয়েছে। ব্রিটিশ শাসনামলে এই এলাকার অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে কেবলমাত্র একটি পুলিশ স্টেশন ছিল। পরবর্তীতে উহা ‘থানা’ নামে পুনঃনামকরণ করা হয়। ‘থানা’ যখন এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তখন প্রথমে এটি ‘আপগ্রেড থানা’ এবং পরবর্তীতে ‘উপজেলায়’ রূপান্তর করা হয়। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক দিয়ে চাটমোহর পাবনা জেলার তৃতীয় বৃহত্তম উপজেলা। ১৯৪৯ সালে এখানে থানা প্রতিষ্ঠিত হয়, ১৯৬০ সালে থানা উন্নয়ন সার্কেলে রূপান্তর করা হয় এবং ১৯৮২ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর তারিখে তৎকালীন আঞ্চলিক সামরিক আইন প্রশাসক কর্নেল এ.এম. হাম্মাদ কর্তৃক চাটমোহর থানা কে ‘আপগ্রেড থানা’ হিসেবে ঘোষণা করা হয় যা পরবর্তীতে ‘উপজেলা’ হিসেবে পরিচিতি লাভ করে।[তথ্যসূত্র প্রয়োজন]
অবস্থান ও আয়তন
সম্পাদনাচাটমোহর উপজেলা আয়তন: ৩০৫.৬৩ বর্গ কিমি। অবস্থান: ২৪°০৬´ থেকে ২৪°২১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২´ থেকে ৮৯°২৪´ পূর্ব দ্রাঘিমাংশ।[২] এটি বড়াল নদীর তীরে অবস্থিত। এই উপজেলার উত্তরে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা, দক্ষিণে আটঘরিয়া উপজেলা, পূর্বে ফরিদপুর উপজেলা ও ভাঙ্গুরা উপজেলা, পশ্চিমে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা ও গুরুদাসপুর উপজেলা।
প্রশাসন
সম্পাদনা- সংসদ-সদস্যঃ বিলুপ্ত
- উপজেলা নির্বাহী অফিসার : মোঃ রেদুয়ানুল হালিম
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচাটমোহর উপজেলা ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত:
তথ্য ও উপাত্ত
সম্পাদনামোট গ্রামঃ ২৩৬ টি[৩]
মোট জনসংখ্যা ২,৮৭,৭৯০ জন;
- পুরুষ ১,৪৩,৯৯০ জন,
- মহিলা ১,৪৩,৮০০ জন
- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫৫ টি
- শিল্প বিদ্যালয়: ১ টি
- কিন্ডার গার্টেনঃ ২৫ টি
টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান-০৯টি[৩]
ধর্মীয় স্থাপনাসমূহ:
- মসজিদ ৩১৭টি,
- মন্দির ৯০টি,
- গির্জা ০৩টি,
- প্যাগোডা নাই।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাচাটমোহর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহঃ
- চাটমোহর আর. সি. এন. এন্ড বি. এস. এন. উচ্চ বিদ্যালয়
- প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়
- মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়
- চিকনাই উচ্চ বিদ্যালয়
- হাজী মেহের উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়
- ফৈলজানা উচ্চ বিদ্যালয়
- আটলংকা দ্বি মুখী উচ্চ বিদ্যালয়
- শরৎগঞ্জ টি,এ উচ্চ বিদ্যালয়
- মুলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- সেন্ট রীটাস হাই স্কুল
- বামনগ্রাম উচ্চ বিদ্যালয়
- উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়
- বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- হরিপুর দুর্গাদাস উচ্চ বিদ্যালয়
- চড়ইকোল উচ্চ বিদ্যালয়
- মহেলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- মহেলা বালিকা উচ্চ বিদ্যালয়
- পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- বাঙ্গালা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- জে,এম আর উচ্চ বিদ্যালয়
- বোয়ালমারী উচ্চ বিদ্যালয়
- ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
- হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়
- হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়
- হাসুপুর বড়বেলাই উচ্চ বিদ্যালয়
- আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়
- নিমাইচড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়
- মির্জাপুর আদর্শ বালিকা বিদ্যালয়
- ছাইকোলা উচ্চ বিদ্যালয়
- ছাইকোলা ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
- ছাইকোলা মোমোঃ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়
- কাটেঙ্গা বি,এল উচ্চ বিদ্যালয়
- বিলচলন বি,এল উচ্চ বিদ্যালয়
- কাটাখালী উচ্চ বিদ্যালয়
- ধুলাউড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়(বন্ধ)
চাটমোহর উপজেলার মাদ্রাসা সমূহঃ
- চাটমোহর এনায়েতুলস্নাহ সিনিয়র মাদ্রাসা
- হোগল বাড়ীয়া সিনিয়র মাদ্রাসা
- হেংলী বুধপাড়া দাখিল মাদ্রাসা মাদ্রাসা
- নেংড়ী হেফজুল কুরআন দাখিল মাদ্রাসা
- খতবাড়ী দাখিল মাদ্রাসা
- শরৎগঞ্জ আলহাজ্ব রইচ উদ্দিন দাখিল মাদ্রাসা
- কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসা
- কদমতলী দাখিল মাদ্রাসা
- হিরিন্দা দাখিল মাদ্রাসা
- চকউথুলী শাহ্‘চেতন মহিলা দাখিল মাদ্রাসা
- জগতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা
- এম,কে আর আহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা
- মহেলা মহিলা দাখিল মাদ্রাসা
- সোনাহার পাড়া দাখিল মাদ্রাসা
- দোলং মহিলা দাখিল মাদ্রাসা
- সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা
- নারিকেলপাড়া মডেল এতিমখানা দাঃ মাদ্রাসা
- ধূলাউড়ি হাজী আব্দুলস্নাহ দাখিল মাদ্রাসা
- হরিপুর মসজিদ পাড়া সিনিয়র মাদ্রাসা
- চড়ইকোল পুকুরপাড় দাখিল মাদ্রাসা
- কাটাখালী আইনুল উলুম দাখিল মাদ্রাসা
- মলিস্নক বাইন দাখিল মাদ্রাসা
- কৃ্ষ্ণপুর মহিলা দাখিল মাদ্রাসা
- রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা
- পাকপাড়া এস,এম,আর সিনিয়র মাদ্রাসা
- বাঘল বাড়ি কৈ. দাখিল মাদ্রাসা
- জয়ঘর সমন্বিত দাখিল মাদ্রাসা
- মির্জাপুর দাখিল মাদ্রাসা
- নিমাইচড়া রহমানিয়া দাখিল মাদ্রাসা
- চিনাভাতকুর ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসা
- ছাইকোলা দাখিল মাদ্রাসা
- চরনবীন লাঙ্গলমোড়া দাখিল মাদ্রাসা
- বরদানগর আববাসিয়া দাখিল মাদ্রাসা
- পাশ্বডাংগা মহিউল উলুম দাখিল মাদ্রাসা
- বনগ্রাম বে-নিয়াজী দাখিল মাদ্রাসাবহুমুখী
- বোয়াইলমারী হাজী আব্দুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা
- চলনবীল আদর্শ কলেজ, চরনবীন[তথ্যসূত্র প্রয়োজন]
শিল্প বিদ্যালয়
সম্পাদনা- চিত্রগৃহ চাটমোহর
অর্থনীতি
সম্পাদনাএখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তাছাড়া শিক্ষক, দিনমজুর, উদ্যোত্তা, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার মানুষও রয়েছেন।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- প্রমথ চৌধুরী, বাঙালি লেখক, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
- প্রসন্নময়ী দেবী
- প্রিয়ম্বদা দেবী
- মোজাম্মেল হক সমাজী, সাবেক এমপি ১৯৭৩
- বৃন্দাবন দাস অভিনেতা, লেখক ও নাট্যকার
- শাহানাজ খুশি, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী
দর্শনীয় স্থান
সম্পাদনা- চলন বিল
- চলন বিল এর সূর্যাস্ত
- চাটমোহর শাহী মসজিদ
- সমাজ শাহী মসজিদ
- সাহিত্যিক প্রমথ চৌধুরী এর পৈতৃক ভিটা, (বাংলা সাহিত্যর বিখ্যাত লেখক ও বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী এর পৈতৃক নিবাস)
- শিতলাই জমিদার বাড়ি
- হান্ডিয়াল জগন্নাথ মন্দির
- ঐতিহ্যবাহী চড়ক বাড়ি
- মথুরাপুর মিশন
- বোয়াইলমারী বিল
- ডাকাতের ভিটা
পত্র-পত্রিকা
সম্পাদনা- দৈনিক চলনবিল
- সাপ্তাহিক সময় অসময়
- দৈনিক আমাদের বড়াল
- সাপ্তাহিক সবুজ আলো
- সাপ্তাহিক অনাবিল সংবাদ
- সাপ্তাহিক চলনবিলের আলো
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে চাটমোহর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE
- ↑ ক খ গ chatmohar.pabna.gov.bd http://chatmohar.pabna.gov.bd/bn/site/page/CRbn-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |