পার্শ্বডাঙ্গা ইউনিয়ন
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। চাটমোহর উপজেলা সদর হতে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে চাটমোহর উপজেলার গুনাইগাছা মথুরাপুর ইউনিয়ন পূর্বে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন, দক্ষিণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন এবং পশ্চিমে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন অবস্থিত।[১]
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১০′২২″ উত্তর ৮৯°২০′৪৪″ পূর্ব / ২৪.১৭২৭৮° উত্তর ৮৯.৩৪৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | চাটমোহর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব মোঃ আজাহার আলী |
আয়তন | |
• মোট | ৩২.৫ বর্গকিমি (১২.৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,১৬৮ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন জনসংখ্যা ও গ্রাম
সম্পাদনাগ্রামের সংখ্যা: ২৫টি
মৌজার সংখ্যা: ২২টি
মোট জনসংখ্যা: প্রায় ২৪,১৬৮ জন।
গ্রামের নাম:
- পার্শ্বডাঙ্গা
- বনগ্রাম
- আড়িংগাইল
- সজনাই
- আলম নগর
- মহেলা
- গুয়াখড়া
- রাউৎকান্দি
- মল্লিকবাইন
- চটরা
- শুকুরভাঙ্গা
- বোয়ালিয়া
- টঙ্গরজানি
- বারকোনা
- চরপাড়া
- বালুদিয়ার
- শ্রীদাসখালী
- প্রভাকরপাড়া
- মল্লিকপুর
- ওলিপুর
- জামালপুড়
- কৃষ্ণপুর
- অর্জুনপুর
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ৮০%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৮টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৬টি
- মাধ্যমিক বিদ্যালয়: ০২টি।
মাধ্যমিক বিদ্যালয়:
- ১.পার্শ্বডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়,পার্শ্বডাঙ্গা
- ২.মহেলা মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়:
- পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
- আড়িংগাইল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব মোঃ আজাহার আলী।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
---|---|
হাজী আমিন উদ্দিন প্রামানিক | ১৯৬৩-১৯৬৮ |
আব্দুল গফুর সরকার | ১৯৬৮-১৯৭৩ |
মহসিন আলী সরকার | ১৯৭৩-১৯৭৮ |
সামছুদ্দিন ওয়ারেছী | ১৯৭৮-১৯৮৩ |
আব্দুল গফুর সরকার | ১৯৮৩-১৯৮৮ |
মোঃ শের মাহমুদ মিয়া | ১৯৮৮-১৯৯৩ |
আব্দুল গফুর সরকার | ১৯৯৩-১৯৯৫ |
আজাহার আলী | ১৯৯৫-১৯৯৮ |
মোঃ আতাউর রহমান (তোতা) | ১৯৯৮-২০০৩ |
মোঃ বোরহান উদ্দিন সরকার | ২০০৩-২০১১ |
আরও দেখুন
সম্পাদনারেলওয়ে স্টেশন
সম্পাদনাগুয়াখড়া রেলওয়ে স্টেশন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পার্শ্বডাঙ্গা ইউনিয়ন"। parshadangaup.pabna.gov.bd। ২০২১-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১।