চর জব্বর ইউনিয়ন

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন

চর জব্বর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন

চর জব্বর
ইউনিয়ন
১নং চর জব্বর ইউনিয়ন পরিষদ
চর জব্বর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর জব্বর
চর জব্বর
চর জব্বর বাংলাদেশ-এ অবস্থিত
চর জব্বর
চর জব্বর
বাংলাদেশে চর জব্বর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′৮″ উত্তর ৯১°৬′৪২″ পূর্ব / ২২.৬৮৫৫৬° উত্তর ৯১.১১১৬৭° পূর্ব / 22.68556; 91.11167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসুবর্ণচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর জব্বর ইউনিয়নের মোট আয়তন – ২৭.৯৬ বর্গমাইল বা ৭১.৫৭ বর্গ কিলোমিটার এবং মোট জমির পরিমান – ১৭,৮৯৯.১৯ একর  বা ৭,৬৮২.০৫ হেক্টর।

জনসংখ্যা

সম্পাদনা

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সুবর্ণচর উপজেলার উত্তরাংশে চর জব্বর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ও দক্ষিণ-পশ্চিমে চর ওয়াপদা ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ও পূর্বে চর জুবলী ইউনিয়ন এবং উত্তরে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নএওজবালিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চর জব্বর ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১ নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:-

  1. জাহাজমারা
  2. চর হাসান
  3. চর রশিদ
  4. পশ্চিম চর জব্বর
  5. চর জব্বর
  6. চর পানা উল্যাহ
  7. উত্তর ব্যগ্যা

পোস্ট অফিস

সম্পাদনা
  • পশ্চিম চর জব্বর - ৩৮০২

স্মার্ট (ডিজিটাল) পোস্ট অফিস

সম্পাদনা
  • পশ্চিম চর জব্বর ডিজিটাল পোস্ট অফিস

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

বিদ্যালয়

সম্পাদনা
  1. চর জব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
  2. জাহাজমারা সূবর্ণ মডেল একাডেমী।
  3. জাহাজমারা রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়।
  4. চর জব্বর ভুঁইয়ার হাট উচ্চ বিদ্যালয়।
  5. আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা

সম্পাদনা
  1. জাহাজমারা চেউয়াখালী দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসা।
  2. চর জব্বর মাহমুদিয়া দাখিল মাদরাসা।
  3. চর হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  4. সমিতি বাজার দাখিল মাদরাসা।
  5. চেউয়াখালী ফারুকিয়া কওমী মাদ্রাসা।
  6. খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা।
  7. চেউয়াখালী মৌলভী হাফেজ আহম্মদ ইসলামীক ফাউন্ডেশন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
ইউনিয়নের সীমানা
  • উত্তর – সদর উপজেলার কালাদরাপ, এওজবালিয়া ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন।
  • পূর্ব – সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন ও  চর জুবলী ইউনিয়ন।
  • দক্ষিণ – সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন।
  • পশ্চিম – লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর উপজেলা।

খাল ও নদী

সম্পাদনা
  • মালেক খাল
  • ভুলুয়া নদী (সংযোগ)

হাট-বাজার

সম্পাদনা
  • চেউয়াখালী বাজার।
  • ভূইয়ার হাট।
  • কাঞ্চন বাজার।
  • আব্দুল্ল্যাহ মিয়ার হাট।
  • পরিষ্কার বাজার।
  • সমিতির বাজার।
  • ইমান আলী বাজার।
  • তাহের বাজার।
  • নতুন বাজার।
  • কলার হাট।
  • দক্ষিণ ওয়াপদা।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • কামাল মিয়ার বাড়ি (বাংলা কামালের বাড়ি)

জনপ্রতিনিধি

সম্পাদনা
উপজেলা চেয়ারম্যান
  • সাবেক : এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম
  • বর্তমান (পদ বাতিল)  : আতাহার ইশরাক সাবাব চৌধুরী
চেয়ারম্যান
  • সাবেক চেয়ারম্যান  : আলহাজ্ব খলিলুল্লাহ মিয়া
  • সাবেক চেয়ারম্যান  : আলহাজ্ব আব্দুল্যাহ মিয়া
  • সাবেক চেয়ারম্যান  : তরিকুল ইসলাম (বিএসসি)
  • সাবেক চেয়ারম্যান  : তরিকুল ইসলাম (বিএসসি)
  • বর্তমান চেয়ারম্যান : আলহাজ্ব এডভোকেট ওমর ফারুক
ইউপি সদস্য
  • জাহাজমারা : মাঈন উদ্দিন (জিকু)
  • চর হাসান :
  • পশ্চিম চর জব্বর :
  • চর রশিদ :
  • চর জব্বর : রিয়াজুল মাওলা চৌধুরী
  • চর পানা উল্যাহ :
  • উত্তর ব্যগ্যা :

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

ব্যাংকিং প্রতিষ্ঠান

সম্পাদনা
  • ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
  • ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
  • ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চেওয়াখালী বাজার।
  • ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, পশ্চিম চর জব্বর।
  • গ্রামীণ ব্যাংক, চেওয়াখালী বাজার।
  • মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ভুঁইয়ার হাট।

এনজিও প্রতিষ্ঠান

সম্পাদনা
  • ব্রাক, চেওয়াখালী বাজার।
  • সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, চেওয়াখালী বাজার।
  • কোডেক, চেওয়াখালী বাজার।
  • উদ্দিপন, ভুঁইয়ার হাট শাখা।

আরও জানুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

নোয়াখালী জেলা

বহিঃসংযোগ

সম্পাদনা