গাঙ্গুলি-দুর্জয় ট্রফি

গাঙ্গুলি–দুর্জয় ট্রফি একটি ক্রিকেট ট্রফি, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘটিত টেস্ট সিরিজের বিজয়ী দলকে প্রদান করা হয়। ২০১৭ সালে প্রথম প্রদান করা হয়। ট্রফিটি দুই বাঙালী ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (ভারত) ও নাইমুর রহমান দুর্জয়-এর (বাংলাদেশ) নামে নামাঙ্কিত।[][][]

গাঙ্গুলি–দুর্জয় ট্রফি
দেশ ভারত
 বাংলাদেশ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
বিসিসিআই
বিসিবি
খেলার ধরনটেস্ট ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট২০১৬–১৭
শেষ টুর্নামেন্ট২০২৪–২৫
প্রতিযোগিতার ধরনটেস্ট সিরিজ
বর্তমান চ্যাম্পিয়ন ভারত (৪র্থ শিরোপা)
বর্তমান ট্রফি ধারক ভারত
সর্বাধিক সফল ভারত (৪টি শিরোপা)
সর্বাধিক রানভারত বিরাট কোহলি (৩৭৮)
সর্বাধিক উইকেটভারত ইশান্ত শর্মা (১৫)
ভারত উমেশ যাদব (১৫)
টিভিস্টার স্পোর্টস
বামে: সৌরভ গঙ্গোপাধ্যায়, ডানে: নাইমুর রহমান দুর্জয়
এই খেলোয়াড়ের নিয়ে সিরিজের নামকরণ করা হয়েছিল।

পটভূমি

সম্পাদনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ২০১৬ সালে সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতের সমস্ত দ্বিপাক্ষিক সফর গাঙ্গুলি-দুর্জয় ট্রফির সাথে যুক্ত হবে। সিরিজের নামকরণ, অন্যান্য নাম করা সিরিজের মতো, দুই দেশের মধ্যে টেস্ট সিরিজকে একটি আবেগপূর্ণ এবং শুভ অনুভূতি প্রদান করতে সাহায্য করেছে।

প্রথম গাঙ্গুলি-দুর্জয় ট্রফি ফেব্রুয়ারি ২০১৭-এ একক ম্যাচের সিরিজ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ স্কোর করে এবং ম্যান অফ দ্য সিরিজ দাবি করে ভারত বিজয়ী হয়।

২টি টেস্ট নিয়ে গঠিত দ্বিতীয় গাঙ্গুলি-দুর্জো ট্রফি নভেম্বর ২০১৯ এ খেলা হয়েছিল। এর পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই প্রথমবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজে বিভিন্ন ফরম্যাটে একাধিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।[]

টেস্ট সিরিজ এবং ওয়ান অফ এনকাউন্টার ট্রফির নিচে নয়

সম্পাদনা

ভারতের ২০০০–০১ বাংলাদেশ সফর ছিল বাংলাদেশের দ্বারা খেলা প্রথম টেস্ট। তাদের মধ্যে দীর্ঘ ব্যবধান সহ সফরগুলি অনিয়মিতভাবে নির্ধারিত হয়েছিল।

সময়কাল সফরকারী দল আয়োজক দল টেস্ট সংখ্যা বাংলাদেশ ভারত ড্র টাই ফলাফল
২০০০–০১   ভারত   বাংলাদেশ
ভারত
২০০৪-০৫   ভারত   বাংলাদেশ
ভারত
২০০৭   ভারত   বাংলাদেশ
ভারত
২০০৯–১০   ভারত   বাংলাদেশ
ভারত
২০১৫   ভারত   বাংলাদেশ
ড্র

টেস্টের তালিকা

সম্পাদনা
ক্রমিক নং তারিখ বিজয়ী দল ফলাফল স্থান ম্যান অব দ্য ম্যাচ
১০-১৪ নভেম্বর, ২০০০   ভারত ৯ উইকেটে জয়ী ঢাকা সুনীল জোশী
১০-১৪ ডিসেম্বর, ২০০৪   ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী ঢাকা ইরফান পাঠান
১৭-২০ ডিসেম্বর, ২০০৪   ভারত ইনিংস ও ৮৩ রানে জয়ী চট্টগ্রাম মোহাম্মদ আশরাফুল
১৮-২২ মে, ২০০৭ ড্র চট্টগ্রাম মাশরাফি বিন মর্তুজা
২৫-২৯ মে, ২০০৭   ভারত ইনিংস ও ২৩৯ রানে জয়ী মিরপুর জহির খান
১৭-২১ জানুয়ারি, ২০১০   ভারত ১১৩ রানে জয়ী চট্টগ্রাম শচীন তেন্ডুলকর
২৪-২৮ জানুয়ারি, ২০১০   ভারত ১০ উইকেটে জয়ী মিরপুর জহির খান
১০-১৪ জুন, ২০১৫ ড্র ফতুল্লা শিখর ধাওয়ান

সিরিজ তালিকা

সম্পাদনা
বছর আয়োজক প্রথম ম্যাচের তারিখ টেস্ট সংখ্যা বাংলাদেশ ভারত ড্র ফলাফল ধারক সিরিজ সেরা খেলোয়াড়
২০১৬–১৭   ভারত ৯ ফেব্রুয়ারি ২০১৭
ভারত ভারত   বিরাট কোহলি
২০১৯–২০   ভারত ১৪ নভেম্বর ২০১৯
ভারত ভারত   ইশান্ত শর্মা
২০২২–২৩   বাংলাদেশ ১৮ ডিসেম্বর ২০২২
ভারত ভারত   চেতেশ্বর পুজারা
২০২৪–২৫   ভারত ১৯ সেপ্টেম্বর ২০২৪
ভারত ভারত   রবিচন্দ্রন অশ্বিন

টেস্টের তালিকা

সম্পাদনা
ক্রমিক নং তারিখ বিজয়ী দল ফলাফল স্থান ম্যান অব দ্য ম্যাচ
৯–১৩ ফেব্রুয়ারি ২০১৭   ভারত ২০৮ রানে জয়ী হায়দ্রাবাদ বিরাট কোহলি
১৪–১৮ নভেম্বর ২০১৯   ভারত ইনিংস এবং ১৩০ রানে দ্বারা জয়ী ইন্দোর মায়াঙ্ক আগরওয়াল
২২–২৬ নভেম্বর ২০১৯   ভারত ইনিংস এবং ৪৬ রানে দ্বারা জয়ী কলকাতা ইশান্ত শর্মা
১৪–১৮ ডিসেম্বর ২০২২   ভারত ভারত ১৮৮ রানে জয়ী চট্টগ্রাম কুলদীপ যাদব
২২–২৬ ডিসেম্বর ২০২২   ভারত ভারত ৩ উইকেটে জয়ী ঢাকা রবিচন্দ্রন অশ্বিন
১৯–২৩ সেপ্টেম্বর ২০২৪   ভারত ভারত ২৮০ রানে জয়ী চেন্নাই রবিচন্দ্রন অশ্বিন
২৭ সেপ্টেম্বর ২০২৪–১ অক্টোবর ২০২৪   ভারত ভারত ৭ উইকেটে জয়ী কানপুর রবিচন্দ্রন অশ্বিন

পরিসংখ্যান

সম্পাদনা
বাংলাদেশ বনাম ভারত
দলসমূহ  বাংলাদেশ
  ভারত
প্রথম সাক্ষাৎ১০–১৪ নভেম্বর, ২০০০, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
পরবর্তী সাক্ষাৎ১৯ সেপ্টেম্বর–১ অক্টোবর ২০২৪, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর
পরিসংখ্যান
মোট সাক্ষাৎ১৫
সর্বাধিক জয়ভারত (১৩—০—২)

বাংলাদেশ এবং ভারত ক্রিকেট দল ২০০০ সাল থেকে অদ্যাবধি একে-অপরের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে আসছে। দল দুইটি এ পর্যন্ত মোট ১৫টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়। ৩টি বাদে সবগুলো ক্রিকেট খেলাই বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে বাংলাদেশ দুইটিমাত্র খেলায় ড্র করেছে। বাদ-বাকী ১৩টি খেলাতেই ভারত দল জয়ী হয়।[]

সংক্ষিপ্ত ফলাফল

সম্পাদনা
আয়োজক সর্বমোট বাংলাদেশের জয় ভারতের জয় ড্র
বাংলাদেশে অনুষ্ঠিত ১০
ভারতে অনুষ্ঠিত
সর্বমোট ১৫ ১৩
  বাংলাদেশ   ভারত
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম হোলকার স্টেডিয়াম, ইন্দোর
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম ইডেন গার্ডেন্স, কলকাতা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Reports: India-Bangladesh Test encounter this year to be called Durjoy-Ganguly Trophy"। ২০১৬-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  2. Staff, CricketCountry (২০১৬-০৫-২৬)। "India vs Bangladesh 2016 Test series to be named Ganguly-Durjoy Trophy"Cricket Country (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  3. Staff, CricketCountry (২০১৬-০৬-০৯)। "India to play one-off Test vs Bangladesh at Hyderabad"Cricket Country (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  4. "Tests against South Africa and Bangladesh in India's 2019-20 home season"ESPN Cricinfo। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ 
  5. "Bangladesh" 

বহিঃসংযোগ

সম্পাদনা