২০০০–০১ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর

ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৯ নভেম্বর, ২০০০ তারিখে বাংলাদেশ সফর করে। সফরে দলটি বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে উদ্বোধনী টেস্টে অংশগ্রহণ করে। খেলায় ভারত দল একমাত্র টেস্টে ৯ উইকেটে জয়লাভ করে।[১] দেশের উদ্বোধনী টেস্টে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে শতরান করেন আমিনুল ইসলাম বুলবুল

২০০১ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
  Flag of Bangladesh.svg Flag of India.svg
  বাংলাদেশ ভারত
তারিখ ৯ নভেম্বর – ১৪ নভেম্বর, ২০০০
অধিনায়ক নাইমুর রহমান সৌরভ গাঙ্গুলী
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আমিনুল ইসলাম (১৫১) সুনীল জোশী (৯২)
সর্বাধিক উইকেট নাইমুর রহমান (৬) সুনীল জোশী (৮)
সিরিজ সেরা খেলোয়াড় সুনীল জোশী (ভারত)

দলসম্পাদনা

  বাংলাদেশ   ভারত

একমাত্র টেস্টসম্পাদনা

১০-১৩ নভেম্বর, ২০০০
স্কোরকার্ড
৪০০ (১৫৩.৩ ওভার)
আমিনুল ইসলাম ১৪৫ (৩৮০)
সুনীল জোশী ৫/১৪২ (৪৫.৩ ওভার)
৪২৯ (১৪১.৩ ওভার)
সুনীল জোশী ৯২ (১৮০)
নাইমুর রহমান ৬/১৩২ (৪৪.৩ ওভার)
৯১ (৪৬.৩ ওভার)
হাবিবুল বাশার ৩০ (৬৩)
জাভাগাল শ্রীনাথ ৩/১৯ (১১ ওভার)
৬৪/১ (১৫ ওভার)
রাহুল দ্রাবিড় ৪১* (৪৯)
হাসিবুল হোসেন ১/৩১ (৬ ওভার)

তথ্যসূত্রসম্পাদনা

  1. "India in Bangladesh 2000–01"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪ 

বহিঃসংযোগসম্পাদনা