ডেভিড শেফার্ড (আম্পায়ার)

ইংরেজ ক্রিকেটার

ডেভিড রবার্ট শেফার্ড, এমবিই (ইংরেজি: David Shepherd; জন্ম: ২৭ ডিসেম্বর, ১৯৪০ - মৃত্যু: ২৭ অক্টোবর, ২০০৯)[] ক্রিকেট বিশ্বের অন্যতম খ্যাতনামা আম্পায়ার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইংল্যান্ডের ডেভোন কাউন্টির বাইডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৯২ টেস্ট ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনটি বিশ্বকাপ ক্রিকেট ফাইনালেও আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছিলেন।

ডেভিড শেফার্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডেভিড রবার্ট শেফার্ড
ডাকনামশেপ
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনবাম-হাতি মিডিয়াম
ভূমিকাক্রিকেট
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার৯২
ওডিআই আম্পায়ার১৭২ (১৯৮৩–২০০৫)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৮২ ১৮৩
রানের সংখ্যা ১০৬৭২ ৩৩৩০
ব্যাটিং গড় ২৪.৪৭ ২১.৩৪
১০০/৫০ ১২/৫৫ ১/১৩
সর্বোচ্চ রান ১৫৩ ১০০
বল করেছে ১৯৬ ১২
উইকেট
বোলিং গড় ৫৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ১/১
ক্যাচ/স্ট্যাম্পিং ৯৫/– ৩৪/–
উৎস: ক্রিকইনফো.কম, ৮ সেপ্টেম্বর ২০০৭

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

গ্লুচেস্টারশায়ারের সাবেক এই ব্যাটসম্যান ১৪ বছরের খেলোয়াড়ী জীবনে ২৮২টি ফাস্ট ক্লাস ম্যাচ খেলেছেন। তন্মধ্যে সেঞ্চুরি করেছেন ১২টি।

আম্পায়ার জীবন

সম্পাদনা

শেফার্ড তিনটি বিশ্বকাপ ফাইনালসহ ১৭২টি ওয়ানডে এবং ৯২টি টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আম্পায়ার হিসেবে তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন ১৯৮১ সালে। এরপর ১৯৮৩ সালের বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন। ১৯৮৫ সালে ক্রিকেট খেলার প্রধান স্তর টেস্ট ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটান এবং ক্রিকেটপ্রিয় সকলের হৃদয়-মন জয় করেন।

বিশ্বখ্যাত সাবেক আম্পায়ার ডেভিড শেফার্ড অক্টোবর ২৭, ২০০৯ তারিখে ৬৮ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ডেভনে মারা যান।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা