২০০৯–১০ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
ভারতীয় ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৭-২৮ জানুয়ারি, ২০১০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[১] সফরে দলটি বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে ২টি টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করে। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে।
২০০৯-১০ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
বাংলাদেশ | ভারত | ||
তারিখ | ১৭ জানুয়ারি – ২৮ জানুয়ারি, ২০১০ | ||
অধিনায়ক | সাকিব আল হাসান |
বীরেন্দ্র শেওয়াগ (১ম টেস্ট) মহেন্দ্র সিং ধোনি (২য় টেস্ট) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তামিম ইকবাল (২৩৪) | শচীন তেন্ডুলকর (২৬৪) | |
সর্বাধিক উইকেট | সাকিব আল হাসান (৯) | জহির খান (১৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জহির খান (ভারত) |
দলীয় সদস্য
সম্পাদনাবাংলাদেশ | ভারত |
---|---|
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১৭-২১ জানুয়ারি, ২০১০
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মারাইজ ইরাসমাস আম্পায়ার হিসেবে তার ১ম টেস্ট ম্যাচ পরিচালনা করেন।
- মহেন্দ্র সিং ধোনি’র আঘাতজনিত অনুপস্থিতিতে বীরেন্দ্র শেওয়াগ অধিনায়কের দায়িত্ব পালন করেন।
- বাংলাদেশের পক্ষে শফিউল ইসলামের টেস্ট অভিষেক ঘটে।
- প্রথম ক্রিকেটার হিসেবে শচীন তেন্ডুলকর ১৩,০০০ রান সংগ্রহ করেন।
২য় টেস্ট
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাটেস্ট | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[২] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
শচীন তেন্ডুলকর | ভারত | ২ | ৩ | ২৬৪ | ১৩২,০০ | ১৪৩ | ২ | ০ |
তামিম ইকবাল | বাংলাদেশ | ২ | ৪ | ২৩৪ | ৫৮,৫০ | ১৫১ | ১ | ১ |
গৌতম গম্ভীর | ভারত | ২ | ৪ | ২০৭ | ৬৯,০০ | ১১৬ | ১ | ১ |
মাহমুদুল্লাহ | বাংলাদেশ | ২ | ৪ | ১৮৫ | ৬১,৬৬ | ৯৬* | ০ | ২ |
মুশফিকুর রহিম | বাংলাদেশ | ২ | ৪ | ১৮৫ | ৬১,৬৬ | ১০১ | ১ | ০ |
বোলিং[৩] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
জহির খান | ভারত | ২ | ৭৯.৩ | ১৫ | ১৯,৫৩ | ৭/৮৭ | ১ | ১ |
ইশান্ত শর্মা | ভারত | ২ | ৬১ | ৯ | ২৩,৪৪ | ৪/৬৬ | ০ | ০ |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ২ | ৯১.১ | ৯ | ৩২,৪৪ | ৫/৬২ | ১ | ০ |
অমিত মিশ্র | ভারত | ১ | ৩৮.৪ | ৭ | ২২,৫৭ | ৪/৯২ | ০ | ০ |
শাহাদাত হোসেন | বাংলাদেশ | ২ | ৫৬ | ৫ | ৩০,৭১ | ৫/৭১ | ১ | ০ |
সম্প্রচার ব্যবস্থা
সম্পাদনা- নিও ক্রিকেট (সরাসরি) - বাংলাদেশ, ভারত, হংকং, জাপান, তাইওয়ান, কোরিয়া ও শ্রীলঙ্কা
- জি স্পোর্টস (সরাসরি) - মার্কিন যুক্তরাষ্ট্র
- কমনওয়েলথ ব্রডকাস্টিং নেটওয়ার্ক (সরাসরি) - কানাডা
- ফক্স স্পোর্টস (সরাসরি) - অস্ট্রেলিয়া
- স্কাই স্পোর্টস (সরাসরি) - যুক্তরাজ্য
- সুপারস্পোর্ট (সরাসরি) - দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জিম্বাবুয়ে
- ইউরোস্পোর্ট (সরাসরি) - ইউরোপ
- স্টারহাব (অর্থের বিনিময়ে দেখা) - মালয়েশিয়া ও সিঙ্গাপুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Schedule"।
- ↑ "Records / India in Bangladesh Test Series, 2009/10 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২।
- ↑ "Records / India in Bangladesh Test Series, 2009/10 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২।