এপ্রিল ১৯৭১
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |
১৯৭১ |
এপ্রিল ১৯৭১-এ বিশ্বব্যাপী সংঘটিত ঘটনার সংক্ষিপ্ত-সার।

ঘটনাবলী
সম্পাদনা- পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, কালিন্দি ও শুভাড্যা - এই তিন ইউনিয়নব্যপী এক লোমহর্ষক গণহত্যা পরিচালনা করে যাতে সহস্রাধিক বাঙালিকে হত্যা হয়।[১]
- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাহায্য ও সহযোগিতা চান।[২]
- শ্রীলংকার মার্কসবাদী জনতা বিমুক্তি পেরুমানা দল সিরিমাভো বন্দরনায়েকের সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান পরিচালনা করে।[৩]
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে বাংলাদেশ অস্থায়ী সরকার গঠন করা হয়।[৪]
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে বাংলাদেশ অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।[৪]
জন্ম
সম্পাদনা- ইয়েমেনী বংশোদ্ভূত চরম ভাবাপন্ন ব্যক্তিত্ব আনোয়ার আল-আওলাকি জন্ম গ্রহণ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মফিজুল্লাহ কবির ও হাসান হাফিজুর রহমান, সম্পাদক (১৯৭৮)। "অষ্টম খন্ড"। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র। ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পৃষ্ঠা ৩৭৬-৩৭৮।
- ↑ মঈদুল হাসান (২০০৪)। মূলধারা ১৯৭১। ঢাকা: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। পৃষ্ঠা ১১–১৪।
- ↑ The Journal of Asian studies। ১৯৭৭। পৃষ্ঠা ৫১৫।
- ↑ ক খ মোহাম্মদ ফায়েকউজ্জামান (২০১২)। "মুজিবনগর সরকার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Federal Bureau of Investigation Washington Field Office (২৬ সেপ্টেম্বর ২০০১)। "Anwar Nasser Aulaqi" (পিডিএফ)। Washington, DC: Fox News। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)