দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বাংলাদেশের ঢাকা ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান।[২] এটি ইংরেজি, বাংলা উভয় ভাষায় শিক্ষামূলক, শিক্ষায়তনিক এবং পাণ্ডিত্যপূর্ণ বই প্রকাশ করে। ইউপিএল যুক্তরাজ্য, ভারত এবং পাকিস্তান সহ বিদেশি প্রকাশকদের বই বাংলাদেশে পরিবেশন করে। আগস্ট ২০২০-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], ইউপিএল ৮০০টি বই প্রকাশ করেছে যার মধ্যে প্রায় ৬০০টি তাদের নিজস্ব প্রকাশনা। বর্তমানে বছরে প্রায় ৫০টি বই প্রকাশনার কার্যক্রম চালু রয়েছে।[৩]
অবস্থা | সক্রিয় |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
প্রতিষ্ঠাতা | মহিউদ্দিন আহমেদ |
দেশ | বাংলাদেশ |
সদরদপ্তর | স্যুট ২২৪-২৩৯, তৃতীয় তলা, আর এইচ হোম সেন্টার, ৭৪/বি/১, গ্রিন রোড, ঢাকা ১২০৫ |
পরিবেশন | বাংলাদেশ, ভারত, পাকিস্তান |
প্রকাশনা |
|
বিষয়বস্তু |
|
প্রকার |
|
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাঅক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, পাকিস্তানের প্রাক্তন সম্পাদক মহিউদ্দিন আহমেদ কর্তৃক ১৯৭৪ সালের ডিসেম্বরে ঢাকায় প্রকাশনা সংস্থা হিসেবে ইউপিএল প্রতিষ্ঠিত হয়েছিল।[২][৩] পরবর্তী বছর ১৯৭৫ সাল থেকে এটি বাংলাদেশে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশনা কার্যক্রম গ্রহণ করে। ইউপিএল এরপর থেকে অক্সফোর্ড এবং পাকিস্তান ও ভারতে এর শাখাগুলির সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতামূলক কাজ শুরু করে।[২] ঢাকায় প্রধান কার্যালয় এবং সহ-কার্যালয়ের পাশাপাশি চট্টগ্রামে ইউপিএলের শাখা রয়েছে।[৩]
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে ইউপিএল রোড টু বাংলাদেশ ধারাবাহিক প্রকাশ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "University Press Limited (Dhaka, Bangladesh)" (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডক্যাট। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০।
- ↑ ক খ গ আরণ্য, মায়াবি (১৭ ফেব্রুয়ারি ২০২০)। "An unparalleled veteran in the world of publishing"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ট্রান্সকম গ্রুপ। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০।
- ↑ ক খ গ "About Us" (ইংরেজি ভাষায়)। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ২০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০।