একদিনের আন্তর্জাতিকে দ্বি-শতকের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বি-শতক রান সেপ্টেম্বর, ২০২১ সাল পর্যন্ত সর্বমোট ৬ জন ব্যাটসম্যান মোট আটবার দুইশত বা তদূর্ধ্ব রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণাঙ্গ সদস্যভূক্ত ১২টি দলের মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের ব্যাটসম্যানগণ এ কীর্তিগাথা রচনা করেন।[]

ভারতের রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে তিন বার দুইশত বা তদূর্ধ্ব রান সংগ্রহ করেছেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার প্রথম ব্যক্তি হিসেবে দ্বি-শতক হাঁকিয়েছেন। ২০১০ সালে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।[] এরপর থেকে সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত সর্বমোট ৬ জন ব্যাটসম্যান - শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মা, ক্রিস গেইল, মার্টিন গাপটিলফখর জামান এ কৃতিত্বের দাবীদার। তন্মধ্যে ভারত থেকেই তিন জন ব্যাটসম্যান এ সম্মান লাভ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রান করেছেন রোহিত শর্মা। ১৪ নভেম্বর, ২০১৪ তারিখে কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই বিরল রেকর্ড স্থাপন করেন। এছাড়াও তিনি সর্বমোট তিন বার দ্বি-শতক হাঁকান।

অন্যদিকে, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে দুইবার দ্বি-শতক রান এসেছে।[] তন্মধ্যে, মার্টিন গাপটিল সর্বাধিক অপরাজিত ২৩৭* রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে দ্বি-শতক করেছেন।

নির্দেশিকা

সম্পাদনা
  • * দিয়ে ব্যাটসম্যানের অপরাজিত থাকাকে নির্দেশ করে।
  • তারিখ দিয়ে খেলা শুরুর তারিখকে নির্দেশ করে।
  •     দিয়ে তৎকালীন সর্বোচ্চ ব্যক্তিগত ওডিআই রানকে নির্দেশ করে।

দ্বি-শতক রান

সম্পাদনা
নং রান ব্যাটসম্যান পক্ষে প্রতিপক্ষ মাঠ তারিখ
২০০*   শচীন তেন্ডুলকর   ভারত   দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম, গোয়ালিয়র ২৪ ফেব্রুয়ারি ২০১০
২১৯   বীরেন্দ্র সেহবাগ   ভারত   ওয়েস্ট ইন্ডিজ হলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর ৮ ডিসেম্বর ২০১১
২০৯ রোহিত শর্মা   ভারত   অস্ট্রেলিয়া এম চিনাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর ২ নভেম্বর ২০১৩
২৬৪   রোহিত শর্মা   ভারত   শ্রীলঙ্কা ইডেন গার্ডেনস, কলকাতা ১৩ নভেম্বর ২০১৪
২১৫ ক্রিস গেইল   ওয়েস্ট ইন্ডিজ   জিম্বাবুয়ে ম্যানুকা ওভাল, ক্যানবেরা ২৪ ফেব্রুয়ারি ২০১৫
২৩৭* মার্টিন গাপটিল   নিউজিল্যান্ড   ওয়েস্ট ইন্ডিজ ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম, ওয়েলিংটন ২১ মার্চ ২০১৫
২০৮* রোহিত শর্মা   ভারত

  শ্রীলঙ্কা

{{পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়াম|মোহালি|চণ্ডীগড়]] ১৩ ডিসেম্বর ২০১৭
২১০* ফখর জামান   পাকিস্তান   জিম্বাবুয়ে বুলাওয়ে ২০ জুলাই ২০১৮

তথ্যসূত্র:

  1. "Records / One-Day Internationals / Batting records / Most runs in an innings"। CricInfo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫ 
  2. "South Africa tour of India, 2nd ODI: India v South Africa at Gwalior, Feb 24, 2010"। CricInfo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "progessive" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা