উত্তরপ্রদেশের বিভাগগুলির তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নেপালের সীমান্তবর্তী উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে ১৮ টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এই রাজ্যটি ১৮টি বিভাগের অন্তর্গত ৭৫টি জেলায় বিভক্ত||[১] নিচের সারণিতে প্রতিটি বিভাগের নাম, প্রশাসনিক রাজধানী শহর, জেলাগুলি এবং এর অবস্থানের মানচিত্র দেখানো হয়েছে।

উত্তরপ্রদেশের প্রশাসনিক বিভাগসমূহ
বিভাগ সদর দপ্তর জেলা মানচিত্র
আগ্রা বিভাগ আগ্রা
আলিগড় বিভাগ আলিগড়
এলাহাবাদ বিভাগ এলাহাবাদ
আজমগড় বিভাগ আজমগড়
বেরেলী বিভাগ বেরেলী
বস্তী বিভাগ বস্তী
চিত্রকূট বিভাগ চিত্রকূট
দেবীপাটন বিভাগ গোণ্ডা
ফৈজাবাদ বিভাগ ফৈজাবাদ
গোরক্ষপুর বিভাগ গোরক্ষপুর
ঝাঁসি বিভাগ ঝাঁসি
কানপুর বিভাগ কানপুর
লক্ষ্ণৌ বিভাগ লক্ষ্ণৌ
মীরাট বিভাগ মিরাট
মির্জাপুর বিভাগ মির্জাপুর
মোরাদাবাদ বিভাগ মোরাদাবাদ
সাহারানপুর বিভাগ সাহারানপুর
বারাণসী বিভাগ বারাণসী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "State division of Uttar Pradesh"। Government of India। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১২