কানপুর নগর জেলা

উত্তরপ্রদেশের একটি জেলা

কানপুর নগর জেলা হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি শহুরে জেলা। এই জেলাটি কানপুর বিভাগের অন্তর্গত এবং জেলার সদর দপ্তর হল কানপুর। কানপুর কে পূর্বে কাউনপুর নামে জানা যেত।

কানপুর নগর জেলা
উত্তরপ্রদেশের জেলা
কানপুর নগর জেলার স্কাইলাইন
উত্তরপ্রদেশে কানপুর নগরের অবস্থান
উত্তরপ্রদেশে কানপুর নগরের অবস্থান
দেশভারত
রাজ্যউত্তরপ্রদেশ
প্রশাসনিক বিভাগকানপুর বিভাগ
সদরদপ্তরকানপুর
সরকার
 • লোকসভা কেন্দ্রকানপুর
মিসরিখ
আকবরপুর
আয়তন
 • মোট৩,১৫৫ বর্গকিমি (১,২১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৫,৮১,২৬৮
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭০.৭৮%.
প্রধান মহাসড়কএন.এইচ ২
ওয়েবসাইট[kanpurnagar.nic.in দাপ্তরিক ওয়েবসাইট]

ভৌগলিক অঞ্চল

সম্পাদনা

কানপুর নগর উত্তর প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। উত্তর প্রদেশের একটি প্রধান শিল্প শহর। কানপুর নগর গঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত, রাজ্যের রাজধানী লখনউ থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি রাজ্যের শিল্প রাজধানী হিসাবেও পরিচিত।[]

এই শহরটি সাচেন্দি রাজ্যের রাজা হিন্দু সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কানপুরের আসল নাম ছিল কানহপুর। পুরানো কানপুর, পাটকাপুরা, কুরাস্বাম, জুহি এবং সীমামাউ গ্রামে নিয়ে তৈরি হয়েছিল। প্রতিবেশী রাজ্যের সাথে এই শহরের শাসন কনৌজ ও কালপির শাসকদের হাতে এবং পরবর্তীতে মুসলিম শাসকদের হাতেই থেকে যায়।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে কানপুর নগর জেলার জনসংখ্যা ৪,৫৮১,২৬৮ জন।[] জনসংখ্যায় এটি ভারতে ৩২ তম জেলায় স্থান পেয়েছে (মোট ৬৪০টি জেলার মধ্যে)। এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,৪৪৯ জন (প্রতি বর্গমাইলে ৩,৭৫০ জন) বাসিন্দা রয়েছে। ২০০১-২০১১ এর দশকে জেলার জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ৯.৭২%। কানপুর নগর প্রতি ১০০০ পুরুষের জন্য ৮৫২ জন মহিলা লিঙ্গ অনুপাত রয়েছে এবং সাক্ষরতার হার ৮১.৩১% এবং তফসিলি জাতি জনসংখ্যার ১৭.৮৩%।[]

ভারতের ২০১১ সালের আদমশুমারির অনুসারে, জেলার জনসংখ্যার ৯২.৪৩% হিন্দি, ৫.৭৬% উর্দু এবং ০.৭৯% পাঞ্জাবি।[]


উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

বুন্দেলার রাজা ছত্রশাল এবং মারাঠা রাজা শিবাজীর দরবারে কবি ভূষণ একজন ভারতীয় কবি। কবি ভূষণ উত্তরপ্রদেশের কানপুর জেলার ঘটমপুর তহসিলের টিকওয়াপুর গ্রামে বাস করতেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "District Kanpur Nagar, Government of Uttar Pradesh | Industrial Capital of Uttar Pradesh | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭ 
  2. "District Census Handbook: Kanpur Nagar" (পিডিএফ)censusindia.gov.inRegistrar General and Census Commissioner of India। ২০১১। 
  3. "Table C-01 Population by Religion: Uttar Pradesh"censusindia.gov.inRegistrar General and Census Commissioner of India। ২০১১। 
  4. "Table C-16 Population by Mother Tongue: Uttar Pradesh"www.censusindia.gov.inRegistrar General and Census Commissioner of India