বারাণসী জেলা
বারাণসী জেলা (হিন্দি: वाराणसी ज़िला, প্রতিবর্ণী. ভ়ারাণসী জ়িলা, উর্দু: وارانسی ضلع) হল উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা। এই জেলার সদর শহর বারাণসী। বারাণসী জেলা বারাণসী বিভাগের একটি অংশ। এই জেলার আয়তন ১,৫৩৫ বর্গকিলোমিটার। ২০০১ সালের জনগণনা অনুসারে, জেলার জনসংখ্যা ৩,১৩৮,৬৭১।
বারাণসী জেলা বা কাশী জেলা वाराणसी ज़िला وارانسی ضلع | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
![]() উত্তরপ্রদেশে বারাণসী জেলা বা কাশীর অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | বারাণসী বিভাগ |
সদরদপ্তর | বারাণসী |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | বারাণসী |
আয়তন | |
• মোট | ১৫৩৫ কিমি২ (৫৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,৮২,১৯৪[১] |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পরিচ্ছেদসমূহ
বিভাগসম্পাদনা
বারাণসী জেলা দুটি পঞ্চায়েত সমিতিতে বিভক্ত: বারাণসী ও পিন্ড্রা। এই জেলায় সাতটি বিধানসভা কেন্দ্র আছে: পিন্ড্রা, আজাগাড়া, শিবপুর, রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টনমেন্ট ও সেবাপুরী।
জনপরিসংখ্যানসম্পাদনা
২০০১ সালের জনগণনা অনুসারে, জেলার জনসংখ্যা ৩,১৩৮,৬৭১।[১] এই জনসংখ্যা লাইবেরিয়া[২] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের প্রায় সমান।[৩] আয়তনের হিসেবে এটির স্থান ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৭৫তম।[১] জেলার জনঘনত্ব ২,৩৯৯ জন প্রতি বর্গকিলোমিটার (৬,২১০ জন/বর্গমাইল)।[১] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.৩২%।[১] বারাণসীর লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯০৯ জন মহিলা।[১] জেলার সাক্ষরতার হার ৭৭.০৫%।[১]
ভাষাসম্পাদনা
বারাণসীর কথ্য ভাষা হল ভোজপুরি। এই ভাষা দেবনাগরী হরফে লেখা হয়। এছাড়া উর্দু ভাষাও প্রচলিত।
পাদটীকাসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Liberia 3,786,764 July 2011 est.
line feed character in|উক্তি=
at position 8 (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Oklahoma 3,751,351
line feed character in|উক্তি=
at position 9 (সাহায্য)